অনলাইন ডেস্ক
চীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই স্মার্টফোনটি ৫ শতাংশ চার্জ হবে, যা ফোন চালু করতে এবং কয়েকটি কল করার জন্য যথেষ্ট। আর পুরোপুরি চার্জ দিলে ফোনটিতে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে ভিডিও দেখা যাবে।
নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এদিকে ধুলো ও পানি প্রতিরোধের জন্য স্মার্টফোনটি আইপি ৬৯ রেটিং পেয়েছে। এতে গ্রাফিন-আইস সেনসিং ডাবল লেয়ার কুলিং প্রযুক্তির সঙ্গে একটি ৭ হাজার ৭০০ বর্গমিলিমিটার ভিসি কুলিং চেম্বার রয়েছে।
রিয়েলমি জিটি ৭ হ্যান্ডসেটটির দাম এবং রং
চীনে রিয়েলমি জিটি ৭ ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৩ হাজার ৩২৫ টাকা),
অন্যদিকে ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৮৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৮ হাজার ৩২৬ টাকা)।
এ ছাড়া ১২ জিবি র্যাম + ২৫৬ ইন্টারনাল স্টোরেজ জিবি, ১৬ জিবি র্যাম + ৫১২ ইন্টারনাল স্টোরেজ জিবি এবং ১৬ জিবি র্যাম + ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণগুলোর দাম যথাক্রমে ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৯ হাজার ৯৯৩ টাকা), ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান (প্রায় ৫৪ হাজার ৯৯৪ টাকা), ৩ হাজার ৭৯৯ চীনা ইউয়ান (প্রায় ৬৩ হাজার ৩২৯ টাকা)।
এটি গ্রাফেন-আইস (নীল), গ্রাফেন-স্নো (সাদা) এবং গ্রাফেন-নাইট (কালো) রঙের পাওয়া যাবে।
রিয়েলমি জিটি ৭-এর স্পেসিফিকেশন
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আরও খবর পড়ুন:
চীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই স্মার্টফোনটি ৫ শতাংশ চার্জ হবে, যা ফোন চালু করতে এবং কয়েকটি কল করার জন্য যথেষ্ট। আর পুরোপুরি চার্জ দিলে ফোনটিতে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে ভিডিও দেখা যাবে।
নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এদিকে ধুলো ও পানি প্রতিরোধের জন্য স্মার্টফোনটি আইপি ৬৯ রেটিং পেয়েছে। এতে গ্রাফিন-আইস সেনসিং ডাবল লেয়ার কুলিং প্রযুক্তির সঙ্গে একটি ৭ হাজার ৭০০ বর্গমিলিমিটার ভিসি কুলিং চেম্বার রয়েছে।
রিয়েলমি জিটি ৭ হ্যান্ডসেটটির দাম এবং রং
চীনে রিয়েলমি জিটি ৭ ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৩ হাজার ৩২৫ টাকা),
অন্যদিকে ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৮৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৮ হাজার ৩২৬ টাকা)।
এ ছাড়া ১২ জিবি র্যাম + ২৫৬ ইন্টারনাল স্টোরেজ জিবি, ১৬ জিবি র্যাম + ৫১২ ইন্টারনাল স্টোরেজ জিবি এবং ১৬ জিবি র্যাম + ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণগুলোর দাম যথাক্রমে ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৯ হাজার ৯৯৩ টাকা), ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান (প্রায় ৫৪ হাজার ৯৯৪ টাকা), ৩ হাজার ৭৯৯ চীনা ইউয়ান (প্রায় ৬৩ হাজার ৩২৯ টাকা)।
এটি গ্রাফেন-আইস (নীল), গ্রাফেন-স্নো (সাদা) এবং গ্রাফেন-নাইট (কালো) রঙের পাওয়া যাবে।
রিয়েলমি জিটি ৭-এর স্পেসিফিকেশন
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আরও খবর পড়ুন:
একসময় ছিল, যখন শুধু কাগজে লেখা প্রিন্ট করাই ছিল বিরাট ব্যাপার। এরপর প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে ছোটখাটো মডেল, খেলনা, এমনকি যন্ত্রাংশ তৈরি করা শুরু হলো। তবে এখন সময় এসেছে ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাক
৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপস্থাপক দিয়ে ছয় মাস ধরে অনুষ্ঠান চালিয়েছে অস্ট্রেলিয়ার এক রেডিও স্টেশন। তবে শ্রোতাদের মধ্যে কেউই বিষয়টি টের পায়নি। ‘ওয়ার্কডেজ উইথ থাই’ নামের অনুষ্ঠানটি সম্প্রচার হয় সিডনিভিত্তিক রেডিও স্টেশন সিএডিএ থেকে। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার...
৬ ঘণ্টা আগেনিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংসের জন্য প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের জন্য বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। এই ফান্ডিং রাউন্ডটি সম্পন্ন হলে এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাইভেট ফান্ডিং রাউন্ড হিসেবে বিবেচিত হবে।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বিক্রির জন্য নির্ধারিত সব আইফোন চীন থেকে সরিয়ে ভারতে উৎপাদনের পরিকল্পনা করছে অ্যাপল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ হারে শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
১০ ঘণ্টা আগে