আজকের পত্রিকা ডেস্ক
চীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই স্মার্টফোনটি ৫ শতাংশ চার্জ হবে, যা ফোন চালু করতে এবং কয়েকটি কল করার জন্য যথেষ্ট। আর পুরোপুরি চার্জ দিলে ফোনটিতে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে ভিডিও দেখা যাবে।
নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এদিকে ধুলো ও পানি প্রতিরোধের জন্য স্মার্টফোনটি আইপি ৬৯ রেটিং পেয়েছে। এতে গ্রাফিন-আইস সেনসিং ডাবল লেয়ার কুলিং প্রযুক্তির সঙ্গে একটি ৭ হাজার ৭০০ বর্গমিলিমিটার ভিসি কুলিং চেম্বার রয়েছে।
রিয়েলমি জিটি ৭ হ্যান্ডসেটটির দাম এবং রং
চীনে রিয়েলমি জিটি ৭ ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৩ হাজার ৩২৫ টাকা),
অন্যদিকে ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৮৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৮ হাজার ৩২৬ টাকা)।
এ ছাড়া ১২ জিবি র্যাম + ২৫৬ ইন্টারনাল স্টোরেজ জিবি, ১৬ জিবি র্যাম + ৫১২ ইন্টারনাল স্টোরেজ জিবি এবং ১৬ জিবি র্যাম + ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণগুলোর দাম যথাক্রমে ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৯ হাজার ৯৯৩ টাকা), ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান (প্রায় ৫৪ হাজার ৯৯৪ টাকা), ৩ হাজার ৭৯৯ চীনা ইউয়ান (প্রায় ৬৩ হাজার ৩২৯ টাকা)।
এটি গ্রাফেন-আইস (নীল), গ্রাফেন-স্নো (সাদা) এবং গ্রাফেন-নাইট (কালো) রঙের পাওয়া যাবে।
রিয়েলমি জিটি ৭-এর স্পেসিফিকেশন
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আরও খবর পড়ুন:
চীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই স্মার্টফোনটি ৫ শতাংশ চার্জ হবে, যা ফোন চালু করতে এবং কয়েকটি কল করার জন্য যথেষ্ট। আর পুরোপুরি চার্জ দিলে ফোনটিতে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে ভিডিও দেখা যাবে।
নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এদিকে ধুলো ও পানি প্রতিরোধের জন্য স্মার্টফোনটি আইপি ৬৯ রেটিং পেয়েছে। এতে গ্রাফিন-আইস সেনসিং ডাবল লেয়ার কুলিং প্রযুক্তির সঙ্গে একটি ৭ হাজার ৭০০ বর্গমিলিমিটার ভিসি কুলিং চেম্বার রয়েছে।
রিয়েলমি জিটি ৭ হ্যান্ডসেটটির দাম এবং রং
চীনে রিয়েলমি জিটি ৭ ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৩ হাজার ৩২৫ টাকা),
অন্যদিকে ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৮৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৮ হাজার ৩২৬ টাকা)।
এ ছাড়া ১২ জিবি র্যাম + ২৫৬ ইন্টারনাল স্টোরেজ জিবি, ১৬ জিবি র্যাম + ৫১২ ইন্টারনাল স্টোরেজ জিবি এবং ১৬ জিবি র্যাম + ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণগুলোর দাম যথাক্রমে ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৯ হাজার ৯৯৩ টাকা), ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান (প্রায় ৫৪ হাজার ৯৯৪ টাকা), ৩ হাজার ৭৯৯ চীনা ইউয়ান (প্রায় ৬৩ হাজার ৩২৯ টাকা)।
এটি গ্রাফেন-আইস (নীল), গ্রাফেন-স্নো (সাদা) এবং গ্রাফেন-নাইট (কালো) রঙের পাওয়া যাবে।
রিয়েলমি জিটি ৭-এর স্পেসিফিকেশন
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আরও খবর পড়ুন:
বিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
১ ঘণ্টা আগেঅ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মঙ্গলবার রাতে। নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল আলোচিত, নতুন প্রজন্মের ও এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন—আইফোন ১৭ এয়ার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে
২ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া জগতে নির্বিঘ্ন যোগাযোগ ও সংযোগের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে কিউআর কোড। আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে এই ফিচার গ্রহণ করেছে টিকটক। এই কিউআর কোডগুলো সরাসরি এবং সহজভাবে টিকটক প্রোফাইল ও কনটেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পথ করে দেয়।
৬ ঘণ্টা আগেবিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ড
১ দিন আগে