Ajker Patrika

একবার চার্জে টানা ১৭ ঘণ্টা ভিডিও দেখা যাবে রিয়েলমির এই স্মার্টফোনে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১২: ৫২
ধুলো ও পানি প্রতিরোধের জন্য স্মার্টফোনটি আইপি ৬৯ রেটিং পেয়েছে ছবি: রিয়েলমি
ধুলো ও পানি প্রতিরোধের জন্য স্মার্টফোনটি আইপি ৬৯ রেটিং পেয়েছে ছবি: রিয়েলমি

চীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই স্মার্টফোনটি ৫ শতাংশ চার্জ হবে, যা ফোন চালু করতে এবং কয়েকটি কল করার জন্য যথেষ্ট। আর পুরোপুরি চার্জ দিলে ফোনটিতে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে ভিডিও দেখা যাবে।

নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এদিকে ধুলো ও পানি প্রতিরোধের জন্য স্মার্টফোনটি আইপি ৬৯ রেটিং পেয়েছে। এতে গ্রাফিন-আইস সেনসিং ডাবল লেয়ার কুলিং প্রযুক্তির সঙ্গে একটি ৭ হাজার ৭০০ বর্গমিলিমিটার ভিসি কুলিং চেম্বার রয়েছে।

রিয়েলমি জিটি ৭ হ্যান্ডসেটটির দাম এবং রং

চীনে রিয়েলমি জিটি ৭ ফোনটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৩ হাজার ৩২৫ টাকা),

অন্যদিকে ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৮৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৮ হাজার ৩২৬ টাকা)।

এ ছাড়া ১২ জিবি র‍্যাম + ২৫৬ ইন্টারনাল স্টোরেজ জিবি, ১৬ জিবি র‍্যাম + ৫১২ ইন্টারনাল স্টোরেজ জিবি এবং ১৬ জিবি র‍্যাম + ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণগুলোর দাম যথাক্রমে ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৯ হাজার ৯৯৩ টাকা), ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান (প্রায় ৫৪ হাজার ৯৯৪ টাকা), ৩ হাজার ৭৯৯ চীনা ইউয়ান (প্রায় ৬৩ হাজার ৩২৯ টাকা)।

এটি গ্রাফেন-আইস (নীল), গ্রাফেন-স্নো (সাদা) এবং গ্রাফেন-নাইট (কালো) রঙের পাওয়া যাবে।

রিয়েলমি জিটি ৭-এর স্পেসিফিকেশন

  • পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (প্রধান) + ৮ মেগাপিক্সেল (আলট্রা-ওয়াইড)
  • সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল (সনি আইএমএক্স ৪৮০ সেনসর)
  • নেটওয়ার্ক: ফাইভ-জি, ডুয়েল ফোর-জি ভিওএলটিই
  • আয়তন: ১৬২.৪২ × ৭৫.৯৭ × ৮.২৫ মিলিমিটার
  • ওজন: ২০৩ গ্রাম
  • ডিসপ্লে: ৬.৭৮-ইঞ্চি ফুল-এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে
  • রিফ্রেশ রেট: ১৪৪ হার্টজ
  • টাচ স্যাম্পলিং রেট: ২৬০০ হার্টজ
  • গঠন: গ্রাফিন-কোটেড ফাইবার গ্লাস
  • সাইজ: ৬.৭৮ ইঞ্চি
  • রেজল্যুশন: ১২৮০ × ২৮০০ পিক্সেল
  • ব্রাইটনেস: সর্বোচ্চ ৬৫০০ নিট
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ (রিয়েলমি ইউআই ৬.০)
  • চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস (৩ এনএম অক্টা-কোর)
  • সিপিইউ: অক্টা-কোর
  • র‍্যাম: ১৬ জিবি এলপিডিডিআর ৫ এক্স
  • ইন্টারনাল স্টোরেজ: ১ টেরাবাইট পর্যন্ত ইউএফএস ৪.০
  • ব্লুটুথ: ৫.৪
  • এনএফসি: আছে
  • জিপিএস: ডুয়েল ফ্রিকোয়েন্সি জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস, নাভআইসি
  • ইনফারেড পোর্ট: আছে
  • ইউএসবি: ইউএসবি টাইপ-সি
  • ফিচার: এআই রেকর্ডিং সামারি, এআই এলিমিনেশন ২.০, ৪কে ভিডিও রেকর্ডিং, লাইভ ফটো
  • ব্যাটারি: ৭২০০ এমএএইচ
  • চার্জিং: ১০০ ওয়াট দ্রুত তারযুক্ত চার্জিং

তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত