Ajker Patrika

গেমারদের জন্য এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড, দাম কত

অনলাইন ডেস্ক
নতুন জিপিইউ সিরিজটি ১০০ টিরও বেশি গেমে অসাধারণ গ্রাফিকস, উচ্চ ফ্রেমরেট এবং দ্রুত প্রতিক্রিয়াশীলতা নিশ্চিত করবে।’ ছবি: এনভিডিয়া
নতুন জিপিইউ সিরিজটি ১০০ টিরও বেশি গেমে অসাধারণ গ্রাফিকস, উচ্চ ফ্রেমরেট এবং দ্রুত প্রতিক্রিয়াশীলতা নিশ্চিত করবে।’ ছবি: এনভিডিয়া

বহুল প্রতীক্ষিত জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজের গ্রাফিকস কার্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে এনভিডিয়া। এই সিরিজে তিনটি আলাদা মডেল আসছে, যার মধ্যে আরটিএক্স ৫০৬০ টিআই-এর ১৬ জিবি ও ৮ জিবি সংস্করণ আজ থেকেই বাজারে পাওয়া যাবে। অন্যদিকে তুলনামূলক সস্তা আরটিএক্স ৫০৬০ (নন-টিআই) মডেলটি আগামী মে মাসে বাজারে আসবে এবং এতেও থাকবে ৮ জিবি ভিডিও মেমোরি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনভিডিয়ার জিফোর্স মার্কেটিং-এর ভাইস প্রেসিডেন্ট ম্যাট ওয়েবলিং বলেন, ‘আরটিএক্স ৫০৬০ সিরিজ গেমারদের জন্য নতুন প্রজন্মের পারফরম্যান্স এবং এআই-ভিত্তিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিয়ে এসেছে মাত্র ২৯৯ ডলারে।’

তিনি আরও বলেন, ‘উন্নত এনভিডিয়া ব্ল্যাকওয়েল আর্কিটেকচারে নির্মিত এবং ডিএলএসএস ৪ প্রযুক্তি সমৃদ্ধ এই নতুন জিপিইউ সিরিজটি ১০০ টিরও বেশি গেমে অসাধারণ গ্রাফিকস, উচ্চ ফ্রেমরেট এবং দ্রুত প্রতিক্রিয়াশীলতা নিশ্চিত করবে।’

আরটিএক্স ৫০৬০ সিরিজের সব কার্ডেই রয়েছে ডিএলএসএস ৪ প্রযুক্তি, যার মধ্যে আছে মাল্টি ফ্রেম জেনারেশন, সুপার রেজল্যুশন এবং এনভিডিয়া রিফ্লেক্স।

এই ফিচারগুলো ফ্রেমরেট বাড়ানো, রেজল্যুশন উন্নত করা এবং ল্যাটেন্সি কমানোয় সাহায্য করে।

ফলে তুলনামূলক কম খরচে এখন সাধারণ গেমাররাও উপভোগ করতে পারবেন হাই-এন্ড গেমিং অভিজ্ঞতা।

এনভিডিয়া এবার নতুন আরটিএক্স ৫০৬০ ও ৫০৬০ টিআই গ্রাফিকস কার্ডের মাধ্যমে উচ্চমানের প্রযুক্তিকে সাধারণ গেমারদের হাতের নাগালে নিয়ে এসেছে। যারা ২ হাজার ডলারের গ্রাফিকস কার্ড কিনতে পারেন না, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ।

এই নতুন কার্ডগুলোতে রয়েছে ডিএলএসএস ৪ (ডিপ লার্নিং সুপার স্যাম্পলিং) সাপোর্ট, যা গেমের ভিজ্যুয়াল কোয়ালিটি বজায় রেখে ফ্রেমরেট অনেক গুণ বাড়াতে পারে। ফলে হাই-এন্ড গেমগুলো কম শক্তিশালী হার্ডওয়্যারের মাধ্যমেও ল্যাগবিহীন গেম খেলা সম্ভব হয়।

এ ছাড়া, সম্পূর্ণ রে ট্রেসিং ক্ষমতা থাকার কারণে গেমের আলো, ছায়া ও প্রতিচ্ছবিগুলো আরও বাস্তবধর্মীভাবে দেখা যায়। এটি গেমিং অভিজ্ঞতাকে নতুন এক উচ্চতায় নিয়ে যায়।

দাম

এনভিডিয়ার নতুন আরটিএক্স ৫০৬০ কার্ডের প্রারম্ভিক মূল্য ২৯৯ ডলার (প্রায় ৩৬ হাজার ৩৫৫ টাকা), যা আরটিএক্স ৪০৬০ এর প্রাথমিক মূল্যের সমান। তবে এখনো অনিশ্চিত যে, লঞ্চের সময় চাহিদা ও সরবরাহের সামঞ্জস্য থাকবে কিনা। এর আগের মডেলগুলো, যেমন আরটিএক্স ৫০৮০ ও ৫০৯০, প্রায়ই উচ্চ দামে বিক্রি হয়েছে।

আরটিএক্স ৫০৬০ টিআই ১৬ জিবি ও ৮ জিবি মডেল যথাক্রমে ৪২৯ ডলার (প্রায় ৫২ হাজার ১৭১ টাকা) ও ৩৭৯ ডলার (প্রায় ৪৬ হাজার ৮৩ টাকা) দামে বাজারে আসছে। বর্তমানে অনেক গেমেই ৮ জিবি ভিডিও মেমোরি কম হয়ে যাচ্ছে, তাই ভবিষ্যতের কথা ভেবে ১৬ জিবি সংস্করণটি বেশি জনপ্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে।

পারফরম্যান্স

এনভিডিয়া যেসব বেঞ্চমার্ক প্রকাশ করেছে, সেগুলোর বেশির ভাগেই ফ্রেম জেনারেশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মতভেদ আছে। উদাহরণস্বরূপ, ডেল্টা ফোর্স গেমে আরটিএক্স ৫০৬০ টিআই এর ফ্রেমরেট আরটিএক্স ৪০৬০ টিআই এর তুলনায় প্রায় ১০০ থেকে ১৩০ এফপিএস পর্যন্ত বেড়েছে।

নতুন আরটিএক্স ৫০-সিরিজ কার্ডগুলো ৪ গুণ ফ্রেম জেনারেশন সাপোর্ট করে, যেখানে পুরোনো কার্ডগুলো ২ গুণ পর্যন্ত সীমিত। এটি আরটিএক্স ৫০৬০ টিআই-কে আরও এগিয়ে রাখে।

তুলনামূলক বাজার পরিস্থিতি

বর্তমানে এএমডি-এর নতুন রেডিয়ন আরএক্স ৯০০০-সিরিজে ৩০০ ডলারের কাছাকাছি দামে কোনো মডেল নেই। তাদের আরএক্স ৯০৭০ এর দাম ৫৪৯ ডলার। যদিও শিগগিরই রেডিয়ন আরএক্স ৯০৬০ সিরিজ আসবে বলে গুঞ্জন চলছে—যেখানে ৮ জিবি ও ১৬ জিবি সংস্করণ দেখা যেতে পারে।

বর্তমানে রেডিয়ন আরএক্স ৭৬০০ পাওয়া যাচ্ছে প্রায় ৩০০ ডলারে এবং ৭৬০০ এক্সটি এর দাম ৪০০ ডলারের বেশি। এনভিডিয়ার বর্তমান আরটিএক্স ৪০৬০ ৮ জিবি বিক্রি হচ্ছে ৩৩০ ডলার এর আশপাশে, এবং আরটিএক্স ৪০৬০ টিআই পাওয়া যাচ্ছে ৬০০ ডলারের নিচে, যদিও ১৬ জিবি মডেলটি এখনো ৭০০ ডলারের নিচে পাওয়া দুষ্কর।

আরটিএক্স ৫০৬০ সিরিজ এর আগমনে পুরোনো মডেলগুলোর দাম কমে যেতে পারে, যদি যথেষ্ট মজুত থাকে।

তথ্যসূত্র: ফোর্বস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত