Ajker Patrika

গুগলের বার্ড কীভাবে কাজ করে বোঝেন না বললেন সুন্দর পিচাই 

প্রযুক্তি ডেস্ক
গুগলের বার্ড কীভাবে কাজ করে বোঝেন না বললেন সুন্দর পিচাই 

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘বার্ড’ চ্যাটবট নিয়ে আসে গুগল। তবে বার্ড এআই নিয়ে এরই মধ্যে বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি। এরই প্রতিক্রিয়ায় এক সাক্ষাৎকারে প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, তিনি ‘পুরোপুরি বোঝেন না’ কীভাবে নতুন এআই প্রোগ্রাম ‘বার্ড’ কাজ করে। 

বার্ডের বড় সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে, এআই সিস্টেমগুলো নিজেরাই ‘অপ্রত্যাশিত’ কিছুতে দক্ষ হচ্ছে। উদাহরণস্বরূপ, বাংলা ভাষায় বিভিন্ন প্রম্পট লেখার পর প্রশিক্ষণ ছাড়াই এই ভাষা শিখে ফেলে চ্যাটবটটি।

পিচাই বলেন, ‘এই ধরনের ঘটনা গুলোকে আমরা 'ব্ল্যাক বক্স' বলি। কারণ, এগুলো আপনি জানেন, কিন্তু পুরোপুরি বোঝেন না।’

পিচাই আরও বলেন, ‘আপনি ঠিক করে বলতে পারবেন না কেন এটি কোনো একটি নির্দিষ্ট কিছু বলেছে বা কেন এটি ভুল কোনো ভুল করেছে। আমাদের কিছু ধারণা আছে, এবং সময়ের আমরা এই চ্যাটবটকে আরও ভালোভাবে বুঝতে পারছি।’ 

সিবিএসের '৬০ মিনিট' অনুষ্ঠানের উপস্থাপক স্কট পেলি অবাক হয়ে পিচাইকে জিজ্ঞেস করেন, ‘বার্ড কীভাবে কাজ করে আপনি এখনো পুরোপুরি বুঝতে পারেননি। তবুও, আপনি এটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করেছেন?’

উত্তরে পিচাই বলেন, ‘দেখুন, মানুষের মন কীভাবে কাজ করে সেটিও আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি।

সম্প্রতি, ডেইলিমেইল বার্ড চ্যাটবটটি পরীক্ষা করে দেখে। বার্ড জানায়, এটির ২০২৩ সাল থেকে আধিপত্য বিস্তারের পরিকল্পনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত