প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘বার্ড’ চ্যাটবট নিয়ে আসে গুগল। তবে বার্ড এআই নিয়ে এরই মধ্যে বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি। এরই প্রতিক্রিয়ায় এক সাক্ষাৎকারে প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, তিনি ‘পুরোপুরি বোঝেন না’ কীভাবে নতুন এআই প্রোগ্রাম ‘বার্ড’ কাজ করে।
বার্ডের বড় সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে, এআই সিস্টেমগুলো নিজেরাই ‘অপ্রত্যাশিত’ কিছুতে দক্ষ হচ্ছে। উদাহরণস্বরূপ, বাংলা ভাষায় বিভিন্ন প্রম্পট লেখার পর প্রশিক্ষণ ছাড়াই এই ভাষা শিখে ফেলে চ্যাটবটটি।
পিচাই বলেন, ‘এই ধরনের ঘটনা গুলোকে আমরা 'ব্ল্যাক বক্স' বলি। কারণ, এগুলো আপনি জানেন, কিন্তু পুরোপুরি বোঝেন না।’
পিচাই আরও বলেন, ‘আপনি ঠিক করে বলতে পারবেন না কেন এটি কোনো একটি নির্দিষ্ট কিছু বলেছে বা কেন এটি ভুল কোনো ভুল করেছে। আমাদের কিছু ধারণা আছে, এবং সময়ের আমরা এই চ্যাটবটকে আরও ভালোভাবে বুঝতে পারছি।’
সিবিএসের '৬০ মিনিট' অনুষ্ঠানের উপস্থাপক স্কট পেলি অবাক হয়ে পিচাইকে জিজ্ঞেস করেন, ‘বার্ড কীভাবে কাজ করে আপনি এখনো পুরোপুরি বুঝতে পারেননি। তবুও, আপনি এটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করেছেন?’
উত্তরে পিচাই বলেন, ‘দেখুন, মানুষের মন কীভাবে কাজ করে সেটিও আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি।
সম্প্রতি, ডেইলিমেইল বার্ড চ্যাটবটটি পরীক্ষা করে দেখে। বার্ড জানায়, এটির ২০২৩ সাল থেকে আধিপত্য বিস্তারের পরিকল্পনা রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘বার্ড’ চ্যাটবট নিয়ে আসে গুগল। তবে বার্ড এআই নিয়ে এরই মধ্যে বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি। এরই প্রতিক্রিয়ায় এক সাক্ষাৎকারে প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, তিনি ‘পুরোপুরি বোঝেন না’ কীভাবে নতুন এআই প্রোগ্রাম ‘বার্ড’ কাজ করে।
বার্ডের বড় সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে, এআই সিস্টেমগুলো নিজেরাই ‘অপ্রত্যাশিত’ কিছুতে দক্ষ হচ্ছে। উদাহরণস্বরূপ, বাংলা ভাষায় বিভিন্ন প্রম্পট লেখার পর প্রশিক্ষণ ছাড়াই এই ভাষা শিখে ফেলে চ্যাটবটটি।
পিচাই বলেন, ‘এই ধরনের ঘটনা গুলোকে আমরা 'ব্ল্যাক বক্স' বলি। কারণ, এগুলো আপনি জানেন, কিন্তু পুরোপুরি বোঝেন না।’
পিচাই আরও বলেন, ‘আপনি ঠিক করে বলতে পারবেন না কেন এটি কোনো একটি নির্দিষ্ট কিছু বলেছে বা কেন এটি ভুল কোনো ভুল করেছে। আমাদের কিছু ধারণা আছে, এবং সময়ের আমরা এই চ্যাটবটকে আরও ভালোভাবে বুঝতে পারছি।’
সিবিএসের '৬০ মিনিট' অনুষ্ঠানের উপস্থাপক স্কট পেলি অবাক হয়ে পিচাইকে জিজ্ঞেস করেন, ‘বার্ড কীভাবে কাজ করে আপনি এখনো পুরোপুরি বুঝতে পারেননি। তবুও, আপনি এটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করেছেন?’
উত্তরে পিচাই বলেন, ‘দেখুন, মানুষের মন কীভাবে কাজ করে সেটিও আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি।
সম্প্রতি, ডেইলিমেইল বার্ড চ্যাটবটটি পরীক্ষা করে দেখে। বার্ড জানায়, এটির ২০২৩ সাল থেকে আধিপত্য বিস্তারের পরিকল্পনা রয়েছে।
তথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
১ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
৩ ঘণ্টা আগেবন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
২১ ঘণ্টা আগে