অনলাইন ডেস্ক
বর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই হবে না, দর্শক বা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
পেজটিকে কার্যকারী করে তুলকে অনেক বড় ভূমিকা পালন করে এই ছোট বাটন। এটি এমন বাটন, যার মাধ্যমে ভিজিটরেরা আপনার সঙ্গে খুব সহজে যোগাযোগ করতে পারেন, কিছু কিনতে পারেন, বুকিং দিতে পারেন বা পেজ–সম্পর্কিত অন্য ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।
ফেসবুক পেজের অ্যাকশন বাটন কী
অ্যাকশন বাটন হলো ফেসবুক পেজের একটি বিশেষ সুবিধা, যা পেজের ভিজিটরদের নির্দিষ্ট একটি কাজ করতে উৎসাহিত করে। এটির মূল নাম ‘কল-টু-অ্যাকশন বাটন’, যা পেজের কভার ছবির নিচে দেখা যায়। বাটনগুলো ব্যবসা বা উদ্দেশ্য অনুযায়ী কাস্টমাইজ করা যায়।
এই বাটনের মাধ্যমে একজন ভিজিটর খুব সহজেই–
ফেসবুক অ্যাকশন বাটনের কিছু জনপ্রিয় অপশন হলো—কল নাও, সেন্ড মেসেজে, বুক নাও, সাইন আপ, লার্ন মোর, ওয়াচ ভিডিও ও ভিসিট ওয়েবসাইট।
ব্যবসা বা উদ্যোগের ধরন অনুযায়ী এই অপশনগুলো থেকে পছন্দের অ্যাকশন বাটন বেছে নেওয়া যায়।
অ্যাকশন বাটন যুক্ত করবেন যেভাবে—
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. পেজেস ইউ ম্যানেজ সেকশনের নিচে আপনার তৈরি সবগুলো পেজ একত্রে দেখতে পারবেন। এখন যে পেজে অ্যাকশন বাটন যুক্ত করতে চান, তার ওপর ট্যাপ করুন।
৫. এবার সুইচ বাটনে ট্যাপ করুন। ফলে সেই পেজে আপনার প্রোফাইল হিসেবে চালু হবে।
৬. এই পেজ থেকে আবার ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৭. এখন সবচেয়ে ওপরের দিকে মেনু শব্দের নিচে পেজের নাম দেখা যাবে। পেজের নামের ওপর ট্যাপ করুন। ফলে পেজের প্রোফাইল চালু হবে।
৮. এখন ‘অ্যাডভারটাইজ’ বাটনের পাশে থাকা তিন ডটে (মেনু) ট্যাপ করুন।
৯. এবার অনেকগুলো অপশন দেখা যাবে। অপশনগুলো থেকে ‘অ্যাড অ্যাকশন বাটন’–এ ট্যাপ করুন।
১০. এরপর ‘এডিট বাটন’–এ ট্যাপ করুন। এখন অ্যাকশন বাটনের জন্য বিভিন্ন অপশন দেখা যাবে। যে অ্যাকশন বাটন পেজের সঙ্গে যুক্ত করতে চান, তার পাশের চেকবক্সে ট্যাপ করুন। ।
১১. এবার অ্যাকশন বাটনের নিচে টেক্সট বক্স দেখা যাবে। সেই বক্সে প্রয়োজনীয় তথ্য লিখুন। যেমন: কল অ্যাকশন বাটন নিবার্চন করলে টেক্সট বক্সে ফোন নম্বর টাইপ করুন। আবার ই–মেইল অ্যাকশন বাটন নিবার্চন করলে টেক্সট বক্সে ই–মেইল ঠিকানা দিন।
১২. এভাবে অ্যাকশন বাটনগুলো সেট করার পর নিচের দিকে থাকা ‘সেভ’ বাটনে ট্যাপ করুন। ফলে বাটনগুলো প্রোফাইলের সামনের দিকে যুক্ত হবে।
অ্যাকশন বাটন ব্যবহারের সুবিধা—
ফেসবুক পেজে অ্যাকশন বাটন হলো একধরনের ডিজিটাল ‘পাওয়ার বাটন’। এর মাধ্যমে সেবা বা পণ্যে সহজেই পৌঁছাতে পারেন গ্রাহকেরা।
কার্যকর অ্যাকশন বাটন তৈরির জন্য নিচের পরামর্শগুলো অনুসরণ করতে পারেন—
বর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই হবে না, দর্শক বা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
পেজটিকে কার্যকারী করে তুলকে অনেক বড় ভূমিকা পালন করে এই ছোট বাটন। এটি এমন বাটন, যার মাধ্যমে ভিজিটরেরা আপনার সঙ্গে খুব সহজে যোগাযোগ করতে পারেন, কিছু কিনতে পারেন, বুকিং দিতে পারেন বা পেজ–সম্পর্কিত অন্য ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।
ফেসবুক পেজের অ্যাকশন বাটন কী
অ্যাকশন বাটন হলো ফেসবুক পেজের একটি বিশেষ সুবিধা, যা পেজের ভিজিটরদের নির্দিষ্ট একটি কাজ করতে উৎসাহিত করে। এটির মূল নাম ‘কল-টু-অ্যাকশন বাটন’, যা পেজের কভার ছবির নিচে দেখা যায়। বাটনগুলো ব্যবসা বা উদ্দেশ্য অনুযায়ী কাস্টমাইজ করা যায়।
এই বাটনের মাধ্যমে একজন ভিজিটর খুব সহজেই–
ফেসবুক অ্যাকশন বাটনের কিছু জনপ্রিয় অপশন হলো—কল নাও, সেন্ড মেসেজে, বুক নাও, সাইন আপ, লার্ন মোর, ওয়াচ ভিডিও ও ভিসিট ওয়েবসাইট।
ব্যবসা বা উদ্যোগের ধরন অনুযায়ী এই অপশনগুলো থেকে পছন্দের অ্যাকশন বাটন বেছে নেওয়া যায়।
অ্যাকশন বাটন যুক্ত করবেন যেভাবে—
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. পেজেস ইউ ম্যানেজ সেকশনের নিচে আপনার তৈরি সবগুলো পেজ একত্রে দেখতে পারবেন। এখন যে পেজে অ্যাকশন বাটন যুক্ত করতে চান, তার ওপর ট্যাপ করুন।
৫. এবার সুইচ বাটনে ট্যাপ করুন। ফলে সেই পেজে আপনার প্রোফাইল হিসেবে চালু হবে।
৬. এই পেজ থেকে আবার ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৭. এখন সবচেয়ে ওপরের দিকে মেনু শব্দের নিচে পেজের নাম দেখা যাবে। পেজের নামের ওপর ট্যাপ করুন। ফলে পেজের প্রোফাইল চালু হবে।
৮. এখন ‘অ্যাডভারটাইজ’ বাটনের পাশে থাকা তিন ডটে (মেনু) ট্যাপ করুন।
৯. এবার অনেকগুলো অপশন দেখা যাবে। অপশনগুলো থেকে ‘অ্যাড অ্যাকশন বাটন’–এ ট্যাপ করুন।
১০. এরপর ‘এডিট বাটন’–এ ট্যাপ করুন। এখন অ্যাকশন বাটনের জন্য বিভিন্ন অপশন দেখা যাবে। যে অ্যাকশন বাটন পেজের সঙ্গে যুক্ত করতে চান, তার পাশের চেকবক্সে ট্যাপ করুন। ।
১১. এবার অ্যাকশন বাটনের নিচে টেক্সট বক্স দেখা যাবে। সেই বক্সে প্রয়োজনীয় তথ্য লিখুন। যেমন: কল অ্যাকশন বাটন নিবার্চন করলে টেক্সট বক্সে ফোন নম্বর টাইপ করুন। আবার ই–মেইল অ্যাকশন বাটন নিবার্চন করলে টেক্সট বক্সে ই–মেইল ঠিকানা দিন।
১২. এভাবে অ্যাকশন বাটনগুলো সেট করার পর নিচের দিকে থাকা ‘সেভ’ বাটনে ট্যাপ করুন। ফলে বাটনগুলো প্রোফাইলের সামনের দিকে যুক্ত হবে।
অ্যাকশন বাটন ব্যবহারের সুবিধা—
ফেসবুক পেজে অ্যাকশন বাটন হলো একধরনের ডিজিটাল ‘পাওয়ার বাটন’। এর মাধ্যমে সেবা বা পণ্যে সহজেই পৌঁছাতে পারেন গ্রাহকেরা।
কার্যকর অ্যাকশন বাটন তৈরির জন্য নিচের পরামর্শগুলো অনুসরণ করতে পারেন—
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কিনা তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।
১৩ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক অভিভাবকদের জন্য নতুন নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে। ‘ফ্যামিলি পেয়ারিং’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে এখন অভিভাবকেরা তাদের সন্তানদের (১৩ থেকে ১৭ বছর বয়সী) অ্যাকাউন্টের সঙ্গে নিজের অ্যাকাউন্ট লিংক করতে পারবেন এবং বিভিন্ন গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানিতে প্রথমবারের মতো চীনকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। চীনের সঙ্গে শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তায় দেশটির ওপর নির্ভরতা কমিয়ে এখন ভারতের দিকে ঝুঁকছে অ্যাপল। একারণেই ভারত চীনকে টেক্কা দিতে পেরেছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস।
১৬ ঘণ্টা আগে