অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানিতে প্রথমবারের মতো চীনকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। চীনের সঙ্গে শুল্কসংক্রান্ত অনিশ্চয়তায় দেশটির ওপর নির্ভরতা কমিয়ে এখন ভারতের দিকে ঝুঁকছে অ্যাপল। এ কারণেই ভারত চীনকে টেক্কা দিতে পেরেছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস।
সম্প্রতি প্রকাশিত ক্যানালিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া স্মার্টফোনের ৪৪ শতাংশই ভারতে তৈরি। আগের বছরের একই সময়ে এই হার ছিল মাত্র ১৩ শতাংশ। সেই হিসাবে ভারত থেকে রপ্তানি করা স্মার্টফোনের পরিমাণ বছরে ২৪০ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, চীনে তৈরি স্মার্টফোনের মার্কিন বাজারে অংশীদারত্ব কমে দাঁড়িয়েছে মাত্র ২৫ শতাংশে, আগের বছরের একই সময়ে যা ছিল ৬১ শতাংশ। ফলে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানিতে চীন নেমে গেছে তৃতীয় অবস্থানে। ভারতের পরেই রয়েছে ভিয়েতনাম।
ক্যানালিসের প্রধান বিশ্লেষক সন্যম চৌরাসিয়া জানান, ‘এই পরিবর্তনের মূল কারণ হলো অ্যাপলের উৎপাদন সরিয়ে ভারতের দিকে ঝোঁকা। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থির বাণিজ্য সম্পর্কের কারণে এ সিদ্ধান্ত এসেছে।’
চৌরাসিয়া আরও বলেন, ‘গত কয়েক বছরে অ্যাপল ভারতীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে এবং এখন পর্যন্ত মূলত মার্কিন বাজারের জন্যই তারা ভারতের রপ্তানি সক্ষমতা কাজে লাগাচ্ছে।’
তবে এখনো অ্যাপলের অনেক উৎপাদনকেন্দ্র চীনের ওপর নির্ভরশীল বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ থেকে অ্যাপলের অনেক পণ্য, যেমন—আইফোন ও ম্যাক ল্যাপটপ ছাড় পেয়েছে। এসব ডিভাইসের ওপর বর্তমানে কমপক্ষে ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য।
গত মে মাসে অ্যাপলের সিইও টিম কুক জানান, ‘আমি প্রত্যাশা করি, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া অধিকাংশ আইফোন ভারতের তৈরি হবে।’
চীনের বাইরে সম্ভাবনা খোঁজে অ্যাপল
ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্কনীতির ফলে যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশীয় উৎপাদন পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে চীনের ওপর। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করে। পাল্টা জবাবে চীন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। তবে মে মাসে উভয় দেশ ৯০ দিনের জন্য এসব শুল্ক প্রত্যাহারে সম্মত হয়।
চলতি সপ্তাহে সুইডেনে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য আলোচকেরা এই সাময়িক মীমাংসা দীর্ঘায়িত করতে বৈঠকে বসেছেন। তবে দীর্ঘমেয়াদি সমাধান না হওয়ায় অনেক উৎপাদক প্রতিষ্ঠান চীনের বাইরে বিকল্প খুঁজছে।
বিশেষ করে মহামারির সময় চীনের ‘জিরো কোভিড’ নীতি বিশ্বজুড়ে সরবরাহ চেইনকে বড় ধরনের ধাক্কা দেয়। তখন থেকেই বৈচিত্র্যপূর্ণ উৎপাদনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ বাড়তে থাকে।
ক্যানালিস জানায়, ‘চীনের সঙ্গে আলোচনা অনিশ্চিত হওয়ায় উৎপাদন সরিয়ে নিতে নির্মাতারা এখন আরও আগ্রহী হয়ে উঠছে।’
ভিয়েতনাম ও ভারতের মতো দ্রুতবর্ধনশীল এশীয় অর্থনীতিগুলো এখন চীনের বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: সিএনএন
যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানিতে প্রথমবারের মতো চীনকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। চীনের সঙ্গে শুল্কসংক্রান্ত অনিশ্চয়তায় দেশটির ওপর নির্ভরতা কমিয়ে এখন ভারতের দিকে ঝুঁকছে অ্যাপল। এ কারণেই ভারত চীনকে টেক্কা দিতে পেরেছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস।
সম্প্রতি প্রকাশিত ক্যানালিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া স্মার্টফোনের ৪৪ শতাংশই ভারতে তৈরি। আগের বছরের একই সময়ে এই হার ছিল মাত্র ১৩ শতাংশ। সেই হিসাবে ভারত থেকে রপ্তানি করা স্মার্টফোনের পরিমাণ বছরে ২৪০ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, চীনে তৈরি স্মার্টফোনের মার্কিন বাজারে অংশীদারত্ব কমে দাঁড়িয়েছে মাত্র ২৫ শতাংশে, আগের বছরের একই সময়ে যা ছিল ৬১ শতাংশ। ফলে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানিতে চীন নেমে গেছে তৃতীয় অবস্থানে। ভারতের পরেই রয়েছে ভিয়েতনাম।
ক্যানালিসের প্রধান বিশ্লেষক সন্যম চৌরাসিয়া জানান, ‘এই পরিবর্তনের মূল কারণ হলো অ্যাপলের উৎপাদন সরিয়ে ভারতের দিকে ঝোঁকা। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থির বাণিজ্য সম্পর্কের কারণে এ সিদ্ধান্ত এসেছে।’
চৌরাসিয়া আরও বলেন, ‘গত কয়েক বছরে অ্যাপল ভারতীয় উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে এবং এখন পর্যন্ত মূলত মার্কিন বাজারের জন্যই তারা ভারতের রপ্তানি সক্ষমতা কাজে লাগাচ্ছে।’
তবে এখনো অ্যাপলের অনেক উৎপাদনকেন্দ্র চীনের ওপর নির্ভরশীল বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ থেকে অ্যাপলের অনেক পণ্য, যেমন—আইফোন ও ম্যাক ল্যাপটপ ছাড় পেয়েছে। এসব ডিভাইসের ওপর বর্তমানে কমপক্ষে ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য।
গত মে মাসে অ্যাপলের সিইও টিম কুক জানান, ‘আমি প্রত্যাশা করি, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া অধিকাংশ আইফোন ভারতের তৈরি হবে।’
চীনের বাইরে সম্ভাবনা খোঁজে অ্যাপল
ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্কনীতির ফলে যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশীয় উৎপাদন পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে চীনের ওপর। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করে। পাল্টা জবাবে চীন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। তবে মে মাসে উভয় দেশ ৯০ দিনের জন্য এসব শুল্ক প্রত্যাহারে সম্মত হয়।
চলতি সপ্তাহে সুইডেনে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য আলোচকেরা এই সাময়িক মীমাংসা দীর্ঘায়িত করতে বৈঠকে বসেছেন। তবে দীর্ঘমেয়াদি সমাধান না হওয়ায় অনেক উৎপাদক প্রতিষ্ঠান চীনের বাইরে বিকল্প খুঁজছে।
বিশেষ করে মহামারির সময় চীনের ‘জিরো কোভিড’ নীতি বিশ্বজুড়ে সরবরাহ চেইনকে বড় ধরনের ধাক্কা দেয়। তখন থেকেই বৈচিত্র্যপূর্ণ উৎপাদনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ বাড়তে থাকে।
ক্যানালিস জানায়, ‘চীনের সঙ্গে আলোচনা অনিশ্চিত হওয়ায় উৎপাদন সরিয়ে নিতে নির্মাতারা এখন আরও আগ্রহী হয়ে উঠছে।’
ভিয়েতনাম ও ভারতের মতো দ্রুতবর্ধনশীল এশীয় অর্থনীতিগুলো এখন চীনের বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: সিএনএন
ইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কিনা তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।
১৯ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক অভিভাবকদের জন্য নতুন নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে। ‘ফ্যামিলি পেয়ারিং’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে এখন অভিভাবকেরা তাদের সন্তানদের (১৩ থেকে ১৭ বছর বয়সী) অ্যাকাউন্টের সঙ্গে নিজের অ্যাকাউন্ট লিংক করতে পারবেন এবং বিভিন্ন গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।
২০ ঘণ্টা আগে