গুগলকে টেক্কা দিতে ওপেনএআইয়ের মত উন্নত ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল তৈরি করছে মেটা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের মধ্যে মডেলটি প্রস্তুত করা হবে। লামা ২ এর বাণিজ্যিক সংস্করণের চেয়ে এই মডেল আরও শক্তিশালী হবে।
মেটার ওপেন সোর্স এআই ল্যাঙ্গুয়েজ মডেল হল লামা ২। মডেলটি গত জুলাইয়ে বাজারে ছাড়া হয়। মাইক্রোসফট আজুর ক্লাউড সার্ভিসের মাধ্যমে এটি বিতরণ করা হয়। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের বার্ড প্ল্যাটফর্মের সঙ্গে পাল্লা দিতে এই মডেল তৈরি করা হবে বলে ধারণা করা হচ্ছে।
পরিকল্পনাটি সফল হলে মডেলটির পরিশীলিত টেক্সট, বিশ্লেষণ ও বিভিন্ন টুল ব্যবহার করে অন্য কোম্পানিগুলো তাদের পরিষেবা উন্নত করতে পারবে।
২০২৪ সালের প্রথম থেকে এআই মডেলটির প্রশিক্ষণ শুরু করার আশা করছে মেটা। যদিও মেটা কোম্পানি এ সম্পর্কে কোন মন্তব্য করেনি।
গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর থেকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কোম্পানি এই পরিষেবা ব্যবহার করছে।
যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ প্রতিবেদনে বলছে, গুগল বার্ডস ও চ্যাটজিপিটির মত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অ্যাপলও কাজ করছে। এই মডেলের নাম দিয়েছে ‘অ্যাজাক্স’। অ্যাপল নিজস্ব একটি চ্যাটবট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, যাকে অ্যাপলচ্যাট বলা হচ্ছে।
আগস্টে মেটা একটি এআই মডেল প্রকাশ করে যা কয়েক ডজন ভাষায় অনুবাদ ও প্রতিলিপি করতে সক্ষম। কোম্পানি এক ব্লগ পোস্টে বলে, সিমলেসএমফোরটি মডেল প্রায় ১০০টি ভাষায় টেক্সট থেকে স্পিচে রূপান্তরিত করতে পারে আর ৩৫টি ভাষায় স্পিচ টু স্পিচে পরিবর্তন করার সুবিধা দিতে পারে।
গুগলকে টেক্কা দিতে ওপেনএআইয়ের মত উন্নত ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল তৈরি করছে মেটা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের মধ্যে মডেলটি প্রস্তুত করা হবে। লামা ২ এর বাণিজ্যিক সংস্করণের চেয়ে এই মডেল আরও শক্তিশালী হবে।
মেটার ওপেন সোর্স এআই ল্যাঙ্গুয়েজ মডেল হল লামা ২। মডেলটি গত জুলাইয়ে বাজারে ছাড়া হয়। মাইক্রোসফট আজুর ক্লাউড সার্ভিসের মাধ্যমে এটি বিতরণ করা হয়। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের বার্ড প্ল্যাটফর্মের সঙ্গে পাল্লা দিতে এই মডেল তৈরি করা হবে বলে ধারণা করা হচ্ছে।
পরিকল্পনাটি সফল হলে মডেলটির পরিশীলিত টেক্সট, বিশ্লেষণ ও বিভিন্ন টুল ব্যবহার করে অন্য কোম্পানিগুলো তাদের পরিষেবা উন্নত করতে পারবে।
২০২৪ সালের প্রথম থেকে এআই মডেলটির প্রশিক্ষণ শুরু করার আশা করছে মেটা। যদিও মেটা কোম্পানি এ সম্পর্কে কোন মন্তব্য করেনি।
গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর থেকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কোম্পানি এই পরিষেবা ব্যবহার করছে।
যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ প্রতিবেদনে বলছে, গুগল বার্ডস ও চ্যাটজিপিটির মত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অ্যাপলও কাজ করছে। এই মডেলের নাম দিয়েছে ‘অ্যাজাক্স’। অ্যাপল নিজস্ব একটি চ্যাটবট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, যাকে অ্যাপলচ্যাট বলা হচ্ছে।
আগস্টে মেটা একটি এআই মডেল প্রকাশ করে যা কয়েক ডজন ভাষায় অনুবাদ ও প্রতিলিপি করতে সক্ষম। কোম্পানি এক ব্লগ পোস্টে বলে, সিমলেসএমফোরটি মডেল প্রায় ১০০টি ভাষায় টেক্সট থেকে স্পিচে রূপান্তরিত করতে পারে আর ৩৫টি ভাষায় স্পিচ টু স্পিচে পরিবর্তন করার সুবিধা দিতে পারে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৪ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৪ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৭ ঘণ্টা আগে