অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা অবিশ্বাস রকম বাড়ছে। এমনকি এর সক্ষমতা নিয়ে সতর্ক করেছেন ইলন মাস্কের মতো প্রযুক্তি উদ্যোক্তারা। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এক এআই নিরাপত্তা সম্মেলনে মাস্ক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বলেন, সর্বক্ষেত্রে এআইয়ের ব্যবহার এতই বেড়ে যাবে যে মানুষের আর চাকরি করার প্রয়োজন হবে না।
তবে এখন মনে হচ্ছে তাঁর এ সতর্কতাবাণী সত্য হতে চলেছে। সম্প্রতি স্পেনের এক ইনফ্লুয়েন্সার সংস্থা একটি এআই মডেল তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে আইতানা লোপেজ। ২৫ বছর বয়সী নারীর অবয়ব ও চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে এটিকে এটি তৈরি করা হয়েছে।
ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোলাপি চুলের লোপেজ ইনস্টাগ্রামে দারুণ জনপ্রিয়। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ১ লাখ ২২ হাজার।
প্রতিবেদনে বলা হয়, আইতানা লোপেজকে প্রতি সপ্তাহে অনেক সেলিব্রেটি ব্যক্তিগত মেসেজ পাঠায়, তার সঙ্গে ডেটে যেতে চায়। দ্য ক্লুলেস নামের সংস্থাটির ডিজাইনার রুবেন ক্রুজ বলেন, ‘আমরা কীভাবে কাজ করছি এর ওপর বিশ্লেষণ করা শুরু করি এবং দেখতে পাই, আমাদের অনেক প্রকল্পই আটকে আছে বা বাতিল হয়ে যাচ্ছে এমনসব সমস্যার কারণে যার ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। প্রায়ই তা ইনফ্লুয়েন্সার বা মডেলের ভুলের কারণে হচ্ছিল, ডিজাইনের জন্য নয়।’
এজেন্সিটি বিভিন্ন ব্র্যান্ডের প্রমোটার হিসেবে আইতানা লোপেজকে ব্যবহার করে।
ক্রুজ বলেন, ভার্চুয়াল এ মডেলটি মাসে ১০ হাজার ইউরোরও (১২ লাখ ৬ হাজার টাকা) বেশি আয় করতে পারে। তার গড় মাসিক আয় ৩ হাজার ইউরো (৩ লাখ ৬১ হাজার ৯০০ টাকা)।
ভালো উপার্জনের উদ্দেশ্যেই আইতানাকে তৈরি করা হয়েছে উল্লেখ করে ক্রুজ বলেন, ‘অহংকার দেখায় বা শুধু পোজ দিয়েই অনেক পয়সা কামাতে চায় এমন মানুষদের ওপর আমাদের আর নির্ভর করতে না হয়।’
বর্তমানে একটি স্পোর্টস সাপ্লিমেন্ট কোম্পানি আইতানাকে ব্যবহার করছে। ফ্যানভ্যুতেও এর ছবি আপলোড করা হচ্ছে। এটি অনলিফ্যানের মতো একটি প্ল্যাটফর্ম।
‘একদিন এক বিখ্যাত লাতিন–মার্কিন অভিনেতা আইতানার সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দেন। এ অভিনেতার ৫০ লাখেরও বেশি ফলোয়ার আছে এবং আমাদের টিমের কয়েকজন শৈশবে তাঁর অভিনীত টিভি সিরিজ দেখেছে। বাস্তবে আইতানার যে অস্তিত্ব নেই, এ নিয়ে তাঁর কোনো ধারণাই ছিল না!’ , বলেন ক্রুজ।
আইতানাকে আরও দক্ষ ও বাস্তব করে তুলতে কাজ করছে একটি দল। ছকে বাঁধা দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে।
আইতানা এতটাই সফল হয়েছে যে এর ডিজাইনাররা ‘মাইয়া’ নামের আরেকটি ভার্চুয়াল মডেল তৈরি করেছে। কোনো নামই শুধু হেঁয়ালি করে দেওয়া হয়নি। প্রত্যেকটি নামই স্প্যানিশ ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা অবিশ্বাস রকম বাড়ছে। এমনকি এর সক্ষমতা নিয়ে সতর্ক করেছেন ইলন মাস্কের মতো প্রযুক্তি উদ্যোক্তারা। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এক এআই নিরাপত্তা সম্মেলনে মাস্ক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বলেন, সর্বক্ষেত্রে এআইয়ের ব্যবহার এতই বেড়ে যাবে যে মানুষের আর চাকরি করার প্রয়োজন হবে না।
তবে এখন মনে হচ্ছে তাঁর এ সতর্কতাবাণী সত্য হতে চলেছে। সম্প্রতি স্পেনের এক ইনফ্লুয়েন্সার সংস্থা একটি এআই মডেল তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে আইতানা লোপেজ। ২৫ বছর বয়সী নারীর অবয়ব ও চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে এটিকে এটি তৈরি করা হয়েছে।
ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোলাপি চুলের লোপেজ ইনস্টাগ্রামে দারুণ জনপ্রিয়। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ১ লাখ ২২ হাজার।
প্রতিবেদনে বলা হয়, আইতানা লোপেজকে প্রতি সপ্তাহে অনেক সেলিব্রেটি ব্যক্তিগত মেসেজ পাঠায়, তার সঙ্গে ডেটে যেতে চায়। দ্য ক্লুলেস নামের সংস্থাটির ডিজাইনার রুবেন ক্রুজ বলেন, ‘আমরা কীভাবে কাজ করছি এর ওপর বিশ্লেষণ করা শুরু করি এবং দেখতে পাই, আমাদের অনেক প্রকল্পই আটকে আছে বা বাতিল হয়ে যাচ্ছে এমনসব সমস্যার কারণে যার ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। প্রায়ই তা ইনফ্লুয়েন্সার বা মডেলের ভুলের কারণে হচ্ছিল, ডিজাইনের জন্য নয়।’
এজেন্সিটি বিভিন্ন ব্র্যান্ডের প্রমোটার হিসেবে আইতানা লোপেজকে ব্যবহার করে।
ক্রুজ বলেন, ভার্চুয়াল এ মডেলটি মাসে ১০ হাজার ইউরোরও (১২ লাখ ৬ হাজার টাকা) বেশি আয় করতে পারে। তার গড় মাসিক আয় ৩ হাজার ইউরো (৩ লাখ ৬১ হাজার ৯০০ টাকা)।
ভালো উপার্জনের উদ্দেশ্যেই আইতানাকে তৈরি করা হয়েছে উল্লেখ করে ক্রুজ বলেন, ‘অহংকার দেখায় বা শুধু পোজ দিয়েই অনেক পয়সা কামাতে চায় এমন মানুষদের ওপর আমাদের আর নির্ভর করতে না হয়।’
বর্তমানে একটি স্পোর্টস সাপ্লিমেন্ট কোম্পানি আইতানাকে ব্যবহার করছে। ফ্যানভ্যুতেও এর ছবি আপলোড করা হচ্ছে। এটি অনলিফ্যানের মতো একটি প্ল্যাটফর্ম।
‘একদিন এক বিখ্যাত লাতিন–মার্কিন অভিনেতা আইতানার সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দেন। এ অভিনেতার ৫০ লাখেরও বেশি ফলোয়ার আছে এবং আমাদের টিমের কয়েকজন শৈশবে তাঁর অভিনীত টিভি সিরিজ দেখেছে। বাস্তবে আইতানার যে অস্তিত্ব নেই, এ নিয়ে তাঁর কোনো ধারণাই ছিল না!’ , বলেন ক্রুজ।
আইতানাকে আরও দক্ষ ও বাস্তব করে তুলতে কাজ করছে একটি দল। ছকে বাঁধা দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে।
আইতানা এতটাই সফল হয়েছে যে এর ডিজাইনাররা ‘মাইয়া’ নামের আরেকটি ভার্চুয়াল মডেল তৈরি করেছে। কোনো নামই শুধু হেঁয়ালি করে দেওয়া হয়নি। প্রত্যেকটি নামই স্প্যানিশ ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সম্প্রতি একটি নতুন আইন প্রণয়ন করেছে যুক্তরাজ্য সরকার। এই আইন অনুসারে, এআই টুল ব্যবহার করে শিশু যৌন নিপীড়নে ছবি তৈরি করাকে অপরাধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে। এই ধরনের অপরাধের বিরুদ্ধে আইন প্রণয়নের ক্ষেত্রে এটি বিশ্বের প্রথম দেশ।
৫ মিনিট আগেইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধীরা বিশ্বাসযোগ্য কলার আইডি ব্যবহার করে নিজেকে গুগল সাপোর্টের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে। এ ক্ষেত্রে তারা প্রথমে জিমেইল ব্যবহারকারী জানায় যে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তারা সেটি পুনরুদ্ধার করতে সহায়তা করছে।
১৪ ঘণ্টা আগেস্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
১৯ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
২ দিন আগে