অ্যান্ড্রয়েড ১৪ আপডেট নেওয়ার পর গুগল পিক্সেল ফোনে স্টোরেজ সমস্যা দেখা যায়। এর সমাধানে গুগল নতুন আপডেট আনার ঘোষণা দিয়েছে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল জানিয়েছে।
গুগলের ডিভাইসে স্টোরেজভিত্তিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। অনেক ব্যবহারকারী মিডিয়া স্টোরেজে ঢুকতে পারছে না। আবার ফোনে হুট করে রিবুট করার জন্য ‘ফ্যাক্টরি ডেটা রিসেট’ মেসেজ দেখা যাচ্ছে। তবে এই রিবুটের জন্য ব্যবহারকারী সম্মত হলে ব্যাকআপবিহীন ডেটাগুলো হারিয়ে যেতে পারে। আবার ফ্যাক্টরি রিসেটের জন্য বাধা দিলে ডিভাইসটি বার বার ‘পিক্সেল ইজ স্টারটিং’ মেসেজ দিয়ে রিবুট হতে থাকবে।
গুগল বলছে, যেসব পিক্সেল ৬ ও পরবর্তী মডেলগুলো অ্যান্ড্রয়েড ১৪ আপডেট পেয়েছে এবং সেই সঙ্গে একাধিক ব্যবহারকারীর প্রোফাইল ব্যবহার করা হয়েছে, সেসব ডিভাইসে এ সমস্যা দেখা দিয়েছে।
এই সমস্যা অন্য ডিভাইসে যেন ছড়িয়ে না পড়ে, এ জন্য গুগল প্লে সার্ভিসেরও আপডেট নিয়ে আসা হয়েছে। আপডেটটি ইনস্টলের জন্য ফোনের সেটিংস থেকে সিকিউরিটি ও প্রাইভেসিতে যেতে হবে। এরপর সিস্টেম ও আপডেটে খুঁজে বের করে ট্যাপ করে গুগল প্লে সিস্টেম আপডেট করা যাবে।
যারা মিডিয়া স্টোরেজে ঢুকতে পারছে না না, তাদের জন্য নতুন আপডেট আনবে গুগল। এই আপডেটের পর ফ্যাক্টরি রিসেট ছাড়াই মিডিয়া ফাইলগুলো ব্যবহার করা যাবে বলে গুগল দাবি করছে।
ডেটা রিকোভারের জন্য গুগল কিছু প্রক্রিয়াও পরীক্ষা-নিরীক্ষা করছে। তবে এর বিস্তারিত পরে জানাবে গুগল।
পরবর্তী আপডেট না পাওয়া পর্যন্ত ডিভাইসগুলোতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার এড়াতে বলছে গুগল।
এই সমস্যার জন্য দুঃখপ্রকাশ করে গ্রাহকদের ধৈর্য ধরার জন্য ধন্যবাদ দেয় গুগল।
অ্যান্ড্রয়েড ১৪ আপডেট নেওয়ার পর গুগল পিক্সেল ফোনে স্টোরেজ সমস্যা দেখা যায়। এর সমাধানে গুগল নতুন আপডেট আনার ঘোষণা দিয়েছে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল জানিয়েছে।
গুগলের ডিভাইসে স্টোরেজভিত্তিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। অনেক ব্যবহারকারী মিডিয়া স্টোরেজে ঢুকতে পারছে না। আবার ফোনে হুট করে রিবুট করার জন্য ‘ফ্যাক্টরি ডেটা রিসেট’ মেসেজ দেখা যাচ্ছে। তবে এই রিবুটের জন্য ব্যবহারকারী সম্মত হলে ব্যাকআপবিহীন ডেটাগুলো হারিয়ে যেতে পারে। আবার ফ্যাক্টরি রিসেটের জন্য বাধা দিলে ডিভাইসটি বার বার ‘পিক্সেল ইজ স্টারটিং’ মেসেজ দিয়ে রিবুট হতে থাকবে।
গুগল বলছে, যেসব পিক্সেল ৬ ও পরবর্তী মডেলগুলো অ্যান্ড্রয়েড ১৪ আপডেট পেয়েছে এবং সেই সঙ্গে একাধিক ব্যবহারকারীর প্রোফাইল ব্যবহার করা হয়েছে, সেসব ডিভাইসে এ সমস্যা দেখা দিয়েছে।
এই সমস্যা অন্য ডিভাইসে যেন ছড়িয়ে না পড়ে, এ জন্য গুগল প্লে সার্ভিসেরও আপডেট নিয়ে আসা হয়েছে। আপডেটটি ইনস্টলের জন্য ফোনের সেটিংস থেকে সিকিউরিটি ও প্রাইভেসিতে যেতে হবে। এরপর সিস্টেম ও আপডেটে খুঁজে বের করে ট্যাপ করে গুগল প্লে সিস্টেম আপডেট করা যাবে।
যারা মিডিয়া স্টোরেজে ঢুকতে পারছে না না, তাদের জন্য নতুন আপডেট আনবে গুগল। এই আপডেটের পর ফ্যাক্টরি রিসেট ছাড়াই মিডিয়া ফাইলগুলো ব্যবহার করা যাবে বলে গুগল দাবি করছে।
ডেটা রিকোভারের জন্য গুগল কিছু প্রক্রিয়াও পরীক্ষা-নিরীক্ষা করছে। তবে এর বিস্তারিত পরে জানাবে গুগল।
পরবর্তী আপডেট না পাওয়া পর্যন্ত ডিভাইসগুলোতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার এড়াতে বলছে গুগল।
এই সমস্যার জন্য দুঃখপ্রকাশ করে গ্রাহকদের ধৈর্য ধরার জন্য ধন্যবাদ দেয় গুগল।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপের ওপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারির পরপরই হুয়াওয়ের এই ঘোষণা চীনের এআই কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী। এত দিন পর্যন্ত এনভিডিয়ার এইচ২০ চিপটি চীনা বাজারে অবাধে বিক্রি করার অনুমতি ছিল, যা ছিল চীনের এআই কোম্পানিগুলোর জন্য প্রধান চিপ।
৩ মিনিট আগেপ্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৪ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৬ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৮ ঘণ্টা আগে