Ajker Patrika

রাশিয়ার জ্বালানির মতো চীনা ব্যাটারির ওপর নির্ভরশীল হচ্ছে ইইউ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১: ১৪
রাশিয়ার জ্বালানির মতো চীনা ব্যাটারির ওপর নির্ভরশীল হচ্ছে ইইউ

লিথিয়াম আয়ন ব্যাটারি ও জ্বালানি কোষের (ফুয়েল সেল) জন্য ২০৩০ সালের মধ্যে চীনের ওপর খুব বেশি নির্ভরশীল হতে পারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধের আগে জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল ইউরোপীয় ইউনিয়ন। জোরালো পদক্ষেপ না নিলে এবার চীনের ওপর নির্ভরশীলতা বাড়বে।

স্পেনের গ্রেনাডায় আগামী ৫ অক্টোবর অনুষ্ঠেয় বৈঠকে ইইউ নেতাদের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আলোচনার ওপর ভিত্তি করে নথিটি তৈরি করা হয়েছে। বিশ্বজুড়ে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন ইইউ নেতারা। চীননির্ভরতার ঝুঁকি কমানো এবং আফ্রিকা ও লাতিন আমেরিকার সঙ্গে কাজ করার জন্য ইউরোপীয় কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা করবেন নেতারা। 

নথিতে আরও বলা হয়, ২০৫০ সালের মধ্যে নেট জিরো বা কার্বন-ডাই অক্সাইড নিঃসরণের মাত্রা কমাতে চায় ইউরোপ। এ জন্য সৌর বা বায়ুর মতো পুনর্ব্যবহারযোগ্য শক্তির সঞ্চয় করতে হবে। এ জন্য আগামী বছরগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি, জ্বালানি কোষ ও ইলেক্ট্রোলাইজারের চাহিদা ১০ থেকে ৩০ গুণ বৃদ্ধি পাবে। 

ইলেক্ট্রোলাইজার তৈরির ক্ষেত্রে মধ্যবর্তী ও সমাবেশ পর্যায়ে ইইউর একটি শক্তিশালী অবস্থান রয়েছে।  যেখানে ইইউর ৫০ শতাংশরও বেশি শেয়ার বিশ্ববাজারে রয়েছে। বিদ্যুৎচালিত গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি ও ফুয়েল সেল ব্যবহার করা হয়। তাই  চীনের ওপর  ইউরোপীয় ইউনিয়নের নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। 

ইউরোপীয় কমিশনের মতে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর আগে ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে। ইইউয়ের মোট গ্যাস ব্যবহারের ৪০ শতাংশেরও বেশি রাশিয়া থেকে আমদানি করা হয়। এই আমদানি করা জ্বালানির মধ্যে  ২৭ শতাংশ তেল ও ৪৬ শতাংশ কয়লা রয়েছে। 

একই ধরনের সমস্যা ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রেও দেখা দিতে পারে। কারণ, এই দশকে বিভিন্ন ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা সেন্সর, ড্রোন, ডেটা, ডেটা সার্ভার, স্টোরেজের সরঞ্জাম ও ডেটা ট্রান্সফার নেটওয়ার্কের চাহিদা বৃদ্ধি পাবে।

২০৩০ সাল নাগাদ অন্যান্য দেশের ওপর নির্ভরতা ইউরোপীয় শিল্প ও পরিষেবা খাতের লাভকে গুরুতর বাধা দিতে পারে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় কৃষিব্যবস্থার আধুনিকীকরণকে বাধাগ্রস্ত করার আশঙ্কা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত