ক্যামেরায় ত্রুটির জন্য যুক্তরাষ্ট্রের বাজার থেকে ২ লাখ গাড়ি তুলে নেবে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা। সফটওয়্যার ত্রুটির জন্য ক্যামেরাগুলো ঠিকমতো কাজ করছে না, যা গাড়ি ঘোরানোর সময় পেছনে দেখার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এজন্য টেসলার এস, এক্স ও ওয়াই মডেলের গাড়িগুলো প্রত্যাহারের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)।
টেসলা বলছে, ২০২৩ সালে প্রায় ১৮ লাখ গাড়ি সরবরাহ করেছে কোম্পানিটি। তাই প্রত্যাহার করা গাড়ির সংখ্যা হবে বার্ষিক উৎপাদনের ১০ শতাংশের বেশি। এসব গাড়ির সবগুলোতেই ‘ফুল সেলফ ড্রাইভিং’ (মানুষ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে) কম্পিউটার ৪.০ ফিচার যুক্ত আছে। এগুলোতে ২০২৩.৪৪.৩০ থেকে ২০২৩.৪৪. ৩০.৬ বা ২০২৩.৪৪. ১০০ সংস্করণের সফটওয়্যার আছে। টেসলার গাড়ির গ্রাহকেরা কোন সংস্করণ ব্যবহার করছেন তা নিরীক্ষা করে দেখতে পারে। মার্কিন সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এনএইচটিএসএ বলছে, এই ত্রুটি সংশোধনে কোম্পানিটি ওভার-দ্য-এয়ার (ওটিএ) সফটওয়্যার আপডেট চালু করেছে।
গত বছরের ডিসেম্বরেই সমস্যাটি ধরা পড়ে। এ বছরের ১২ জানুয়ারিতে গাড়িগুলো প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়। আগামী ২২ মার্চের মধ্যেই গাড়ির মালিকদের কাছে এ বিষয় নিয়ে সতর্কবার্তা পৌঁছে যাবে।
কোম্পানিটি বলছে, ত্রুটির সঙ্গে সম্পর্কিত কোনো ক্র্যাশ (দুঘর্টনার কবলে পড়ে গাড়ি বিধস্ত হওয়া), আঘাত বা মৃত্যুর বিষয়ে অবগত নয় টেসলা।
অটোপাইলট অ্যাডভান্সড ড্রাইভার-সহায়তা সিস্টেমে গুরুতর নিরাপত্তাজনিত ত্রুটি দেখার পরে ২০ লাখের বেশি গাড়ি তুলে নেয় টেসলা। এর মাত্র ছয় সপ্তাহ পরে নতুন করে এই গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাড়ির জানালা তুলনামূলক খুব দ্রুত বন্ধ হয় ও জানালার কাচ আঙুল শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় ২০২২ সালে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ১১ লাখ গাড়ি তুলে নিয়েছিল টেসলা।
ক্যামেরায় ত্রুটির জন্য যুক্তরাষ্ট্রের বাজার থেকে ২ লাখ গাড়ি তুলে নেবে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা। সফটওয়্যার ত্রুটির জন্য ক্যামেরাগুলো ঠিকমতো কাজ করছে না, যা গাড়ি ঘোরানোর সময় পেছনে দেখার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এজন্য টেসলার এস, এক্স ও ওয়াই মডেলের গাড়িগুলো প্রত্যাহারের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)।
টেসলা বলছে, ২০২৩ সালে প্রায় ১৮ লাখ গাড়ি সরবরাহ করেছে কোম্পানিটি। তাই প্রত্যাহার করা গাড়ির সংখ্যা হবে বার্ষিক উৎপাদনের ১০ শতাংশের বেশি। এসব গাড়ির সবগুলোতেই ‘ফুল সেলফ ড্রাইভিং’ (মানুষ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে) কম্পিউটার ৪.০ ফিচার যুক্ত আছে। এগুলোতে ২০২৩.৪৪.৩০ থেকে ২০২৩.৪৪. ৩০.৬ বা ২০২৩.৪৪. ১০০ সংস্করণের সফটওয়্যার আছে। টেসলার গাড়ির গ্রাহকেরা কোন সংস্করণ ব্যবহার করছেন তা নিরীক্ষা করে দেখতে পারে। মার্কিন সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এনএইচটিএসএ বলছে, এই ত্রুটি সংশোধনে কোম্পানিটি ওভার-দ্য-এয়ার (ওটিএ) সফটওয়্যার আপডেট চালু করেছে।
গত বছরের ডিসেম্বরেই সমস্যাটি ধরা পড়ে। এ বছরের ১২ জানুয়ারিতে গাড়িগুলো প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়। আগামী ২২ মার্চের মধ্যেই গাড়ির মালিকদের কাছে এ বিষয় নিয়ে সতর্কবার্তা পৌঁছে যাবে।
কোম্পানিটি বলছে, ত্রুটির সঙ্গে সম্পর্কিত কোনো ক্র্যাশ (দুঘর্টনার কবলে পড়ে গাড়ি বিধস্ত হওয়া), আঘাত বা মৃত্যুর বিষয়ে অবগত নয় টেসলা।
অটোপাইলট অ্যাডভান্সড ড্রাইভার-সহায়তা সিস্টেমে গুরুতর নিরাপত্তাজনিত ত্রুটি দেখার পরে ২০ লাখের বেশি গাড়ি তুলে নেয় টেসলা। এর মাত্র ছয় সপ্তাহ পরে নতুন করে এই গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাড়ির জানালা তুলনামূলক খুব দ্রুত বন্ধ হয় ও জানালার কাচ আঙুল শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় ২০২২ সালে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ১১ লাখ গাড়ি তুলে নিয়েছিল টেসলা।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৮ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৮ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২১ ঘণ্টা আগে