নিজেদের তৈরি নতুন চিপ দিয়ে নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপের যাত্রা শুরু করল অ্যাপল। চিপগুলো হলো ‘এম ১ প্রো’ এবং ‘এম ১ ম্যাক্স’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি মডেলের দুটি ম্যাকবুক প্রো’তে সংযুক্ত হয়েছে এম ১ প্রো এবং এম ১ ম্যাক্স নামে তাদের নিজস্ব কাস্টম বিল্ট-ইন-প্রসেসর।
অ্যাপল দাবি করছে, তাদের চিপ দুটির পারফরম্যান্স ৮ কোর পিসি চিপসের তুলনায় ১.৭ গুণ বেশি এবং তা চলবে ৭০ শতাংশ কম বিদ্যুতে।
অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, এম ১ ম্যাক্সের ট্রানজিস্টরের সংখ্যা ৫৭ বিলিয়ন এবং তা মূল এম১-এর তুলনায় সাড়ে তিনগুণ। এটি এখন পর্যন্ত তাদের নির্মিত সবচেয়ে শক্তিশালী চিপ।
নিজেদের তৈরি সিলিকন চালিত প্রথম ম্যাক কম্পিউটার আনার প্রায় এক বছর পর নতুন চিপ আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি এমন এক সময় নতুন চিপের ঘোষণা দিল, যখন বিশ্বব্যাপী কম্পিউটার চিপের অপ্রতুলতার জন্য নিজেদের আইফোন ১৩ উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়েছে অ্যাপল।
তবে অ্যাপলের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। বহু বছর ধরে অ্যাপল ইন্টেলের ডিজাইন করা চিপ ব্যবহার করেছে। তবে অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ ডিজাইন করার পদক্ষেপটি ফার্মের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বের অন্যতম মোবাইল ও ওয়্যারলেস বাজার বিশ্লেষক সংস্থা সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড বলেছেন, ‘নিজস্ব সিলিকন ডিজাইন করার পদক্ষেপটি অ্যাপলের জন্য বেশ ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।’
অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) গ্রেগ জোসভিয়াক বলেন, নতুন ম্যাকবুক চালু করতে পেরে আমার আনন্দিত। এর পারফরম্যান্স অসাধারণ।
নিজেদের তৈরি নতুন চিপ দিয়ে নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপের যাত্রা শুরু করল অ্যাপল। চিপগুলো হলো ‘এম ১ প্রো’ এবং ‘এম ১ ম্যাক্স’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি মডেলের দুটি ম্যাকবুক প্রো’তে সংযুক্ত হয়েছে এম ১ প্রো এবং এম ১ ম্যাক্স নামে তাদের নিজস্ব কাস্টম বিল্ট-ইন-প্রসেসর।
অ্যাপল দাবি করছে, তাদের চিপ দুটির পারফরম্যান্স ৮ কোর পিসি চিপসের তুলনায় ১.৭ গুণ বেশি এবং তা চলবে ৭০ শতাংশ কম বিদ্যুতে।
অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, এম ১ ম্যাক্সের ট্রানজিস্টরের সংখ্যা ৫৭ বিলিয়ন এবং তা মূল এম১-এর তুলনায় সাড়ে তিনগুণ। এটি এখন পর্যন্ত তাদের নির্মিত সবচেয়ে শক্তিশালী চিপ।
নিজেদের তৈরি সিলিকন চালিত প্রথম ম্যাক কম্পিউটার আনার প্রায় এক বছর পর নতুন চিপ আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি এমন এক সময় নতুন চিপের ঘোষণা দিল, যখন বিশ্বব্যাপী কম্পিউটার চিপের অপ্রতুলতার জন্য নিজেদের আইফোন ১৩ উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়েছে অ্যাপল।
তবে অ্যাপলের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। বহু বছর ধরে অ্যাপল ইন্টেলের ডিজাইন করা চিপ ব্যবহার করেছে। তবে অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ ডিজাইন করার পদক্ষেপটি ফার্মের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বের অন্যতম মোবাইল ও ওয়্যারলেস বাজার বিশ্লেষক সংস্থা সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড বলেছেন, ‘নিজস্ব সিলিকন ডিজাইন করার পদক্ষেপটি অ্যাপলের জন্য বেশ ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।’
অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) গ্রেগ জোসভিয়াক বলেন, নতুন ম্যাকবুক চালু করতে পেরে আমার আনন্দিত। এর পারফরম্যান্স অসাধারণ।
প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় এক দশক পর তাদের ‘জি’ লোগোতে পরিবর্তন এনেছে। গতকাল ১২ মে থেকে এই নতুন আইকন ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি।
১২ ঘণ্টা আগেবিশ্বের প্রথম ৫০০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি গেমিং মনিটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্যামসাং। ওডিসি ওএলইডি জি৬ নামের এই গেমিং মনিটরটি প্রথম প্রদর্শিত হয়েছিল সিইএস ২০২৫-সম্মেলনে। এবার এটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার পদ্ধতি বয়সভেদে ভিন্ন হয়ে থাকে। তরুণেরা একে যেন নিজের পরামর্শদাতা বা গুরুর মতো ব্যবহার করে, আর তুলনামূলকভাবে বয়স্করা এটি ব্যবহার করেন সার্চ ইঞ্জিনের বিকল্প হিসেবে। গত ২ মে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় আগামী ৯০ দিনের জন্য উচ্চ শুল্ক আরোপ শিথিল হলেও, প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৭ সিরিজের দাম বাড়াতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
১৪ ঘণ্টা আগে