নিজেদের তৈরি নতুন চিপ দিয়ে নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপের যাত্রা শুরু করল অ্যাপল। চিপগুলো হলো ‘এম ১ প্রো’ এবং ‘এম ১ ম্যাক্স’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি মডেলের দুটি ম্যাকবুক প্রো’তে সংযুক্ত হয়েছে এম ১ প্রো এবং এম ১ ম্যাক্স নামে তাদের নিজস্ব কাস্টম বিল্ট-ইন-প্রসেসর।
অ্যাপল দাবি করছে, তাদের চিপ দুটির পারফরম্যান্স ৮ কোর পিসি চিপসের তুলনায় ১.৭ গুণ বেশি এবং তা চলবে ৭০ শতাংশ কম বিদ্যুতে।
অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, এম ১ ম্যাক্সের ট্রানজিস্টরের সংখ্যা ৫৭ বিলিয়ন এবং তা মূল এম১-এর তুলনায় সাড়ে তিনগুণ। এটি এখন পর্যন্ত তাদের নির্মিত সবচেয়ে শক্তিশালী চিপ।
নিজেদের তৈরি সিলিকন চালিত প্রথম ম্যাক কম্পিউটার আনার প্রায় এক বছর পর নতুন চিপ আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি এমন এক সময় নতুন চিপের ঘোষণা দিল, যখন বিশ্বব্যাপী কম্পিউটার চিপের অপ্রতুলতার জন্য নিজেদের আইফোন ১৩ উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়েছে অ্যাপল।
তবে অ্যাপলের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। বহু বছর ধরে অ্যাপল ইন্টেলের ডিজাইন করা চিপ ব্যবহার করেছে। তবে অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ ডিজাইন করার পদক্ষেপটি ফার্মের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বের অন্যতম মোবাইল ও ওয়্যারলেস বাজার বিশ্লেষক সংস্থা সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড বলেছেন, ‘নিজস্ব সিলিকন ডিজাইন করার পদক্ষেপটি অ্যাপলের জন্য বেশ ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।’
অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) গ্রেগ জোসভিয়াক বলেন, নতুন ম্যাকবুক চালু করতে পেরে আমার আনন্দিত। এর পারফরম্যান্স অসাধারণ।
নিজেদের তৈরি নতুন চিপ দিয়ে নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপের যাত্রা শুরু করল অ্যাপল। চিপগুলো হলো ‘এম ১ প্রো’ এবং ‘এম ১ ম্যাক্স’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি মডেলের দুটি ম্যাকবুক প্রো’তে সংযুক্ত হয়েছে এম ১ প্রো এবং এম ১ ম্যাক্স নামে তাদের নিজস্ব কাস্টম বিল্ট-ইন-প্রসেসর।
অ্যাপল দাবি করছে, তাদের চিপ দুটির পারফরম্যান্স ৮ কোর পিসি চিপসের তুলনায় ১.৭ গুণ বেশি এবং তা চলবে ৭০ শতাংশ কম বিদ্যুতে।
অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, এম ১ ম্যাক্সের ট্রানজিস্টরের সংখ্যা ৫৭ বিলিয়ন এবং তা মূল এম১-এর তুলনায় সাড়ে তিনগুণ। এটি এখন পর্যন্ত তাদের নির্মিত সবচেয়ে শক্তিশালী চিপ।
নিজেদের তৈরি সিলিকন চালিত প্রথম ম্যাক কম্পিউটার আনার প্রায় এক বছর পর নতুন চিপ আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি এমন এক সময় নতুন চিপের ঘোষণা দিল, যখন বিশ্বব্যাপী কম্পিউটার চিপের অপ্রতুলতার জন্য নিজেদের আইফোন ১৩ উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়েছে অ্যাপল।
তবে অ্যাপলের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। বহু বছর ধরে অ্যাপল ইন্টেলের ডিজাইন করা চিপ ব্যবহার করেছে। তবে অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ ডিজাইন করার পদক্ষেপটি ফার্মের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বের অন্যতম মোবাইল ও ওয়্যারলেস বাজার বিশ্লেষক সংস্থা সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড বলেছেন, ‘নিজস্ব সিলিকন ডিজাইন করার পদক্ষেপটি অ্যাপলের জন্য বেশ ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।’
অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) গ্রেগ জোসভিয়াক বলেন, নতুন ম্যাকবুক চালু করতে পেরে আমার আনন্দিত। এর পারফরম্যান্স অসাধারণ।
এআই চ্যাটবট কি একদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে? নতুন এক গবেষণা বলছে, হ্যাঁ পারে। এটি আর নিছক বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো দিন দিন আরও তীক্ষ্ণ ও ধূর্ত হয়ে উঠছে।
১২ মিনিট আগেইন্টারনেটে যে কেউ হঠাৎ ভাইরাল হতে পারে। অনেক সময় তার পেছনে কোনো পরিষ্কার ব্যাখ্যাও থাকে না। এমনই এক ঘটনা ঘটেছে জাপানের এক নারী সাওরি আরাকিকে ঘিরে।
৭ ঘণ্টা আগেআর্দ্র আবহাওয়াতেও কার্যকরভাবে কাজ করতে পারে—এমন একধরনের ভাঁজযোগ্য সৌরকোষ তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। এটি খুব কম খরচেই তৈরি করা সম্ভব বলে দাবি করেছেন গবেষকেরা। তাই এই উদ্ভাবন সৌরপ্রযুক্তির ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
৭ ঘণ্টা আগেমিস্টার বিস্ট নামে পরিচিত ইউটিবের সুপারস্টার জিমি ডোনাল্ডসন নতুন ইতিহাস গড়লেন। তাঁর প্রধান চ্যানেল ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি সাবস্ক্রাইবার পার করায় বিশ্বের প্রথম একক ক্রিয়েটরের স্বীকৃতি পেলেন তিনি। এই উপলক্ষে ইউটিউব তাঁকে একটি বিশেষ ধরনের প্লে বাটন ট্রফি প্রদান করে, যা এই অবিস্মরণীয় কৃতিত্বের স্মারক।
১০ ঘণ্টা আগে