বিভিন্ন পণ্যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি যুক্ত করছে মাইক্রোসফট। তারই ধারাবাহিকতায় উইন্ডোজের জনপ্রিয় অ্যাপ নোটপ্যাডে এআই প্রযুক্তি যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। ফাঁস হওয়া তথ্যমতে, ‘কোরাইটার’ নামের একটি নতুন ফিচার যুক্ত করবে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা এআই ভিত্তিক টেক্সট তৈরি ও এডিট করতে পারবে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে উইন্ডোজের তথ্য প্রকাশকারী অ্যাকাউন্ট ফ্যান্টমওশেন ৩ বলেছে, নোটপ্যাডের ভি ১১.২৩১২. ১৭.০ ভার্সনে কোরাইটার ফিচারটি দেখা গিয়েছে। এই প্রসঙ্গে অ্যাকাউন্ট থেকে একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়।
স্ক্রিনশটে দেখা যায়, নোটপ্যাডে কোরাইটার নামে একটি মেনু যুক্ত করা হয়েছে। এই মেনুতে রিরাইট ফাংকশন, টেক্সটে ছোট–বড়, টোন ও ফরম্যাট পরিবর্তনের অপশন দেখা যাবে।
গত বছর থেকেই এআই প্রযুক্তি নিয়ে মাইক্রোসফট পরীক্ষা–নিরীক্ষা করছে। তাই নোটপ্যাডে এআই যুক্ত করা কোনো অপ্রত্যাশিত কিছু নয়। কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি ওপেনএআইতে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। উইন্ডোজ ১১ এ এআইভিত্তিক ফিচার মাইক্রোসফট কোপাইলট এবং অফিস স্যুট অ্যাপে মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট যুক্ত করেছে কোম্পানিটি।
এছাড়া পেইন্ট অ্যাপেও কোক্রিয়েটর নামে এআইভিত্তিক ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। এটি বিং ইমেজ ক্রিয়েটরের মতো কাজ করে। পেইন্ট অ্যাপে টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে এটি ছবি তৈরি করে দিতে পারে। ওপেনএআইয়ের ডাল–ই মডেলের ওপর ভিত্তি করে উইন্ডোজ ১১ এর পেইন্ট অ্যাপে এই ফিচার যুক্ত করা হয়েছে।
নোটপ্যাড জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো এটি খুবই সাধারণ একটি অ্যাপ। খুব দ্রুত কোনো কিছু লিখে রাখতে গ্রাহকেরা এটি ব্যবহার করে থাকেন। এআই ভিত্তিক ফিচার যুক্ত ফলে অ্যাপটি ব্যবহার সাধারণ গ্রাহকদের কাছে জটিল হয়ে যেতে পারে। নোটপ্যাডে স্পেল বা বানান চেক ও ক্লাউড সিনক্রোনাইজেশনের মত সাধারণ ফিচারগুলোও নেই।
মাইক্রোসফট যদিও ফিচারটি নিয়ে কোনো মন্তব্য করেনি। তাই ফিচারটি আসলেই বাজারে আসবে নাকি তা নিশ্চিত নয়। ফিচারটি নোটপ্যাডে যুক্ত করলে এটি ব্যবহারের জন্য গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হতে পারে।
বিভিন্ন পণ্যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি যুক্ত করছে মাইক্রোসফট। তারই ধারাবাহিকতায় উইন্ডোজের জনপ্রিয় অ্যাপ নোটপ্যাডে এআই প্রযুক্তি যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। ফাঁস হওয়া তথ্যমতে, ‘কোরাইটার’ নামের একটি নতুন ফিচার যুক্ত করবে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা এআই ভিত্তিক টেক্সট তৈরি ও এডিট করতে পারবে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে উইন্ডোজের তথ্য প্রকাশকারী অ্যাকাউন্ট ফ্যান্টমওশেন ৩ বলেছে, নোটপ্যাডের ভি ১১.২৩১২. ১৭.০ ভার্সনে কোরাইটার ফিচারটি দেখা গিয়েছে। এই প্রসঙ্গে অ্যাকাউন্ট থেকে একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়।
স্ক্রিনশটে দেখা যায়, নোটপ্যাডে কোরাইটার নামে একটি মেনু যুক্ত করা হয়েছে। এই মেনুতে রিরাইট ফাংকশন, টেক্সটে ছোট–বড়, টোন ও ফরম্যাট পরিবর্তনের অপশন দেখা যাবে।
গত বছর থেকেই এআই প্রযুক্তি নিয়ে মাইক্রোসফট পরীক্ষা–নিরীক্ষা করছে। তাই নোটপ্যাডে এআই যুক্ত করা কোনো অপ্রত্যাশিত কিছু নয়। কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি ওপেনএআইতে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। উইন্ডোজ ১১ এ এআইভিত্তিক ফিচার মাইক্রোসফট কোপাইলট এবং অফিস স্যুট অ্যাপে মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট যুক্ত করেছে কোম্পানিটি।
এছাড়া পেইন্ট অ্যাপেও কোক্রিয়েটর নামে এআইভিত্তিক ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। এটি বিং ইমেজ ক্রিয়েটরের মতো কাজ করে। পেইন্ট অ্যাপে টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে এটি ছবি তৈরি করে দিতে পারে। ওপেনএআইয়ের ডাল–ই মডেলের ওপর ভিত্তি করে উইন্ডোজ ১১ এর পেইন্ট অ্যাপে এই ফিচার যুক্ত করা হয়েছে।
নোটপ্যাড জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো এটি খুবই সাধারণ একটি অ্যাপ। খুব দ্রুত কোনো কিছু লিখে রাখতে গ্রাহকেরা এটি ব্যবহার করে থাকেন। এআই ভিত্তিক ফিচার যুক্ত ফলে অ্যাপটি ব্যবহার সাধারণ গ্রাহকদের কাছে জটিল হয়ে যেতে পারে। নোটপ্যাডে স্পেল বা বানান চেক ও ক্লাউড সিনক্রোনাইজেশনের মত সাধারণ ফিচারগুলোও নেই।
মাইক্রোসফট যদিও ফিচারটি নিয়ে কোনো মন্তব্য করেনি। তাই ফিচারটি আসলেই বাজারে আসবে নাকি তা নিশ্চিত নয়। ফিচারটি নোটপ্যাডে যুক্ত করলে এটি ব্যবহারের জন্য গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হতে পারে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। এআই যুগের সঙ্গে তাল মেলাতে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হবে। এমনকি ইউটিউবে যুক্ত হতে পারে স্বয়ংক্রিয় ডাবিংও। তবে এসব এআই ভিত্তিক ফিচারগুলো তৈরি হবে কনটেন্ট নির্মাতাদের ডেটার ওপর...
২ ঘণ্টা আগেবিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
৪ ঘণ্টা আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
৫ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১ দিন আগে