নতুন আইফোন কেনায় বাধ্য করতে পুরোনো আইফোন ধীর গতির করে দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল অ্যাপলের বিরুদ্ধে। ২০১৭ সালে আইফোন ব্যবহারকারীদের করা এই মামলায় অবশেষে জরিমানা দিতে যাচ্ছে অ্যাপল।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি বিচারক এ রায় দিয়েছে বলে সিলিকন ভ্যালি ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রায় ৩০ লাখ মানুষ আইফোন ধীর গতি হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন। তিন বছরেরও বেশি সময় ধরে তাঁরা এ রায়ের অপেক্ষায় ছিলেন। এখন সবাই ৬৫ ডলার করে অর্থ পাবেন।
প্রতিবেদন অনুসারে, দুজন আইফোন ব্যবহারকারী এই মামলায় অ্যাপলের সমঝোতার কিছু শর্ত নিয়ে আপত্তি তোলায় অর্থ পরিশোধের প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে, নবম ইউএস সার্কিট কোর্ট অব আপিলস সেই আপত্তি খারিজ হয়ে যায়।
২০১৭ সালে আইফোন স্বীকার করে, তাদের আইওএস পুরোনো আইফোনগুলোর পারফরমেন্স ধীর গতির করে দিচ্ছে। তখন এ টেক জায়ান্ট ক্ষমা চায় এবং সফটওয়্যার হালনাগাদ করে। এর সঙ্গে ব্যাটারি বদলে দেওয়ার প্রস্তাবও দেয়।
তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরোনো আইফোন ধীর গতির করে দেওয়ার অভিযোগ অ্যাপল বরাবরই অস্বীকার করেছে। তারা বলছে, পুরোনো মডেলের ক্ষেত্রে কিছু জটিল কাজের সময় আইফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়া রোধ করতে একে ধীর গতির করা হয়েছে।
এই সমঝোতায় আইফোন ৬,৬ প্লাস, ৬ এস, ৬ এস প্লাস বা আইওএস ১২.২. ১ চালিত এসই মডেলগুলো অন্তর্ভুক্ত। এর মধ্যে ২১ ডিসেম্বর ২০১৭ সালের আইওএস ১১.২ চালিত আইফোন ৭ ও ৭ প্লাসও রয়েছে।
তবে সমঝোতার বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নতুন আইফোন কেনায় বাধ্য করতে পুরোনো আইফোন ধীর গতির করে দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল অ্যাপলের বিরুদ্ধে। ২০১৭ সালে আইফোন ব্যবহারকারীদের করা এই মামলায় অবশেষে জরিমানা দিতে যাচ্ছে অ্যাপল।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি বিচারক এ রায় দিয়েছে বলে সিলিকন ভ্যালি ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রায় ৩০ লাখ মানুষ আইফোন ধীর গতি হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন। তিন বছরেরও বেশি সময় ধরে তাঁরা এ রায়ের অপেক্ষায় ছিলেন। এখন সবাই ৬৫ ডলার করে অর্থ পাবেন।
প্রতিবেদন অনুসারে, দুজন আইফোন ব্যবহারকারী এই মামলায় অ্যাপলের সমঝোতার কিছু শর্ত নিয়ে আপত্তি তোলায় অর্থ পরিশোধের প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে, নবম ইউএস সার্কিট কোর্ট অব আপিলস সেই আপত্তি খারিজ হয়ে যায়।
২০১৭ সালে আইফোন স্বীকার করে, তাদের আইওএস পুরোনো আইফোনগুলোর পারফরমেন্স ধীর গতির করে দিচ্ছে। তখন এ টেক জায়ান্ট ক্ষমা চায় এবং সফটওয়্যার হালনাগাদ করে। এর সঙ্গে ব্যাটারি বদলে দেওয়ার প্রস্তাবও দেয়।
তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরোনো আইফোন ধীর গতির করে দেওয়ার অভিযোগ অ্যাপল বরাবরই অস্বীকার করেছে। তারা বলছে, পুরোনো মডেলের ক্ষেত্রে কিছু জটিল কাজের সময় আইফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়া রোধ করতে একে ধীর গতির করা হয়েছে।
এই সমঝোতায় আইফোন ৬,৬ প্লাস, ৬ এস, ৬ এস প্লাস বা আইওএস ১২.২. ১ চালিত এসই মডেলগুলো অন্তর্ভুক্ত। এর মধ্যে ২১ ডিসেম্বর ২০১৭ সালের আইওএস ১১.২ চালিত আইফোন ৭ ও ৭ প্লাসও রয়েছে।
তবে সমঝোতার বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
৩৩ মিনিট আগেচীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম।
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন মানুষের কণ্ঠ ও চেহারা অন্যায়ভাবে ব্যবহার না করে, তা নিয়ে ২০২৪ সালে বিক্ষোভ করে হলিউডের শক্তিশালী শ্রমিক ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। তাই গত বছরের শেষ দিকে এক চুক্তির মাধ্যমে শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হয়। তবে বোঝাই যাচ্ছিল, সিনেমাশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার
১৬ ঘণ্টা আগেআশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল স্কাইনেট নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে সচেতন হয়ে উঠে এবং মানবজাতিকে ধ্বংস করতে উদ্যোগী হয়। তখন সেটি ছিল নিছক বিজ্ঞান কল্পকাহিনি। তবে সময় বদলেছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কল্পকাহিনির বিষয় নয়, তা বাস্তব হয়ে উঠছে।
১৮ ঘণ্টা আগে