নতুন আইফোন কেনায় বাধ্য করতে পুরোনো আইফোন ধীর গতির করে দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল অ্যাপলের বিরুদ্ধে। ২০১৭ সালে আইফোন ব্যবহারকারীদের করা এই মামলায় অবশেষে জরিমানা দিতে যাচ্ছে অ্যাপল।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি বিচারক এ রায় দিয়েছে বলে সিলিকন ভ্যালি ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রায় ৩০ লাখ মানুষ আইফোন ধীর গতি হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন। তিন বছরেরও বেশি সময় ধরে তাঁরা এ রায়ের অপেক্ষায় ছিলেন। এখন সবাই ৬৫ ডলার করে অর্থ পাবেন।
প্রতিবেদন অনুসারে, দুজন আইফোন ব্যবহারকারী এই মামলায় অ্যাপলের সমঝোতার কিছু শর্ত নিয়ে আপত্তি তোলায় অর্থ পরিশোধের প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে, নবম ইউএস সার্কিট কোর্ট অব আপিলস সেই আপত্তি খারিজ হয়ে যায়।
২০১৭ সালে আইফোন স্বীকার করে, তাদের আইওএস পুরোনো আইফোনগুলোর পারফরমেন্স ধীর গতির করে দিচ্ছে। তখন এ টেক জায়ান্ট ক্ষমা চায় এবং সফটওয়্যার হালনাগাদ করে। এর সঙ্গে ব্যাটারি বদলে দেওয়ার প্রস্তাবও দেয়।
তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরোনো আইফোন ধীর গতির করে দেওয়ার অভিযোগ অ্যাপল বরাবরই অস্বীকার করেছে। তারা বলছে, পুরোনো মডেলের ক্ষেত্রে কিছু জটিল কাজের সময় আইফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়া রোধ করতে একে ধীর গতির করা হয়েছে।
এই সমঝোতায় আইফোন ৬,৬ প্লাস, ৬ এস, ৬ এস প্লাস বা আইওএস ১২.২. ১ চালিত এসই মডেলগুলো অন্তর্ভুক্ত। এর মধ্যে ২১ ডিসেম্বর ২০১৭ সালের আইওএস ১১.২ চালিত আইফোন ৭ ও ৭ প্লাসও রয়েছে।
তবে সমঝোতার বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নতুন আইফোন কেনায় বাধ্য করতে পুরোনো আইফোন ধীর গতির করে দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল অ্যাপলের বিরুদ্ধে। ২০১৭ সালে আইফোন ব্যবহারকারীদের করা এই মামলায় অবশেষে জরিমানা দিতে যাচ্ছে অ্যাপল।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি বিচারক এ রায় দিয়েছে বলে সিলিকন ভ্যালি ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রায় ৩০ লাখ মানুষ আইফোন ধীর গতি হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন। তিন বছরেরও বেশি সময় ধরে তাঁরা এ রায়ের অপেক্ষায় ছিলেন। এখন সবাই ৬৫ ডলার করে অর্থ পাবেন।
প্রতিবেদন অনুসারে, দুজন আইফোন ব্যবহারকারী এই মামলায় অ্যাপলের সমঝোতার কিছু শর্ত নিয়ে আপত্তি তোলায় অর্থ পরিশোধের প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে, নবম ইউএস সার্কিট কোর্ট অব আপিলস সেই আপত্তি খারিজ হয়ে যায়।
২০১৭ সালে আইফোন স্বীকার করে, তাদের আইওএস পুরোনো আইফোনগুলোর পারফরমেন্স ধীর গতির করে দিচ্ছে। তখন এ টেক জায়ান্ট ক্ষমা চায় এবং সফটওয়্যার হালনাগাদ করে। এর সঙ্গে ব্যাটারি বদলে দেওয়ার প্রস্তাবও দেয়।
তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরোনো আইফোন ধীর গতির করে দেওয়ার অভিযোগ অ্যাপল বরাবরই অস্বীকার করেছে। তারা বলছে, পুরোনো মডেলের ক্ষেত্রে কিছু জটিল কাজের সময় আইফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়া রোধ করতে একে ধীর গতির করা হয়েছে।
এই সমঝোতায় আইফোন ৬,৬ প্লাস, ৬ এস, ৬ এস প্লাস বা আইওএস ১২.২. ১ চালিত এসই মডেলগুলো অন্তর্ভুক্ত। এর মধ্যে ২১ ডিসেম্বর ২০১৭ সালের আইওএস ১১.২ চালিত আইফোন ৭ ও ৭ প্লাসও রয়েছে।
তবে সমঝোতার বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
মেটার নতুন সুপারইনটেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানী হিসেবে নিয়োগ পেলেন চ্যাটজিপিটির সহনির্মাতা শেংইয়া ঝাও। গত শুক্রবার (২৫ জুলাই) থ্রেডসে এ তথ্য জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
২ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনতে যাচ্ছে মেটা। অ্যান্ড্রয়েড অ্যাপে পরীক্ষা-নিরীক্ষাধীন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে নিজেদের প্রোফাইল ছবি ইমপোর্ট করতে পারবেন। ফলে প্রোফাইল সেটআপ আরও সহজ হবে। মেটার মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে...
২ ঘণ্টা আগেদুই দশক পর প্রথমবারের মতো নিজের নাম লিখতে সক্ষম হয়েছেন এক পক্ষাঘাতগ্রস্ত নারী। তাও শুধু চিন্তার মাধ্যমে। এই অবিশ্বাস্য অর্জন সম্ভব হয়েছে নিউরালিংক কোম্পানির উদ্ভাবিত উন্নত ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির সাহায্যে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের বা ১ হাজার ৬৫০ কোটি ডলারের চিপ সরবরাহ চুক্তি করেছে টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। আজ সোমবার (২৮ জুলাই) এক্সে এ তথ্য জানিয়েছেন টেসলার প্রধান ইলন মাস্ক।
৪ ঘণ্টা আগে