Ajker Patrika

মহাকাশে ভেঙে গেল টয়লেট, ডায়াপার পরে ফিরছেন ৪ মহাকাশচারী

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৫: ৪১
মহাকাশে ভেঙে গেল টয়লেট, ডায়াপার পরে ফিরছেন ৪ মহাকাশচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভেঙে গেল টয়লেট। এতে খুব বিপদে পড়ে গেছেন মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা। টয়লেট ভেঙে যাওয়ায় ডায়াপার পরে ফিরতে হচ্ছে মহাকাশচারীদের। নাসার পক্ষ থেকে স্থানীয় সময় শনিবার ভোরে এ খবর দেওয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

মহাকাশে থাকা ওই নভোচারীরা হলেন—মেগান ম্যাকআর্থারও জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট। 

সংবাদ সম্মেলনে নাসা জানিয়েছে, পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে টয়লেট ভেঙে গেছে। পৃথিবীতে ফিরতে টানা ২০ ঘণ্টা ধরে ডায়াপার পরে অপেক্ষা করতে হচ্ছে চার মহাকাশচারীকে।

জানা গেছে, এই চার মহাকাশচারীই ছয় মাস ধরে ছিলেন মহাকাশে। সেখানে তাঁরা ভরশূন্য অবস্থায় বিভিন্ন গবেষণা চালানোর জন্য গিয়েছিলেন। তাঁদের এবার পৃথিবীতে ফিরে আসার কথা। এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু-২ মিশন রকেটে চাপিয়ে ওই চার মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা। কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ থাকায় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে সঠিক সময়ে উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছিল না স্পেস এক্সের রকেট। নাসা জানিয়েছে, মার্কিন স্থানীয় সময় সোমবার ওই মহাকাশচারীরা পৃথিবীতে এসে পৌঁছাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত