মাহিন আলম
প্রযুক্তি দুনিয়ায় বদল আসে প্রায় প্রতিদিনই। নিত্যনতুন কৌশল এসে চমক জাগায় প্রযুক্তিপ্রেমীদের মনে। এবার তেমনই এক পরিবর্তন আসতে চলেছে মাইক্রোসফটের কি-বোর্ডে। দীর্ঘ ৩০ বছর ধরে যে মাইক্রোসফট কি-বোর্ড ব্যবহারে আমরা অভ্যস্ত, তাতেই আসতে চলেছে আমূল পরিবর্তন। মাইক্রোসফট কি-বোর্ডে ব্যবহৃত হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির একটি বোতাম। এই বোতাম ব্যবহার করেই পাওয়া যাবে মাইক্রোসফটের এআই টুল কো-পাইলট চালানোর সুযোগ।
এ ক্ষেত্রে মনে রাখতে হবে, উইন্ডোজ সেভেন, উইন্ডোজ এইট কিংবা উইন্ডোজ টেনের মতো পুরোনো ভার্সনগুলোতে কাজ করবে না এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোতাম। কেবল উইন্ডোজ ইলেভেনের নতুন সংস্করণেই ব্যবহার করা যাবে কো-পাইলট। একটিমাত্র বোতামের ক্যারিশমাতেই হবে কাজ। এমনটিই জানা গেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো বা সিইএস থেকে। এখন সেদিকেই তাকিয়ে প্রযুক্তি বিশ্ব।
বিশ্বজুড়ে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির সহযোগিতায় এই আধুনিক প্রযুক্তির প্রয়োগ করতে পারছে মাইক্রোসফট। চ্যাটজিপিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ওপেন এআইতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে মাইক্রোসফট। দুই সংস্থার মিলিত প্রয়াসে নতুন এ প্রযুক্তির সেবা পাবেন বিশ্বের কোটি কোটি মানুষ। তবে নতুন এ প্রযুক্তি ব্যবহার করার জন্য ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কো-পাইলটের জন্য।
কি-বোর্ডের স্পেস বারের ঠিক ডান দিকে অবস্থান করবে এআই বাটন কো-পাইলট। ১৯৯৪ সালে মাইক্রোসফট তার কি-বোর্ডে উইন্ডোজ বা স্টার্ট বোতামটি নিয়ে এসেছিল। এর প্রায় ৩০ বছর পর কি-বোর্ডের সব থেকে বড় পরিবর্তন হতে চলেছে এ বছর। সময়ের সঙ্গে সঙ্গে এ প্রযুক্তি আরও উন্নত এবং ব্যবহারের উপযোগী হয়ে উঠবে বলেই মনে করছেন প্রযুক্তিবিদেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আজকের সময়ে ই-মেইল লেখা, বিভিন্ন লেখার সারমর্ম খুঁজে বের করাসহ আরও অনেক কিছু করা সম্ভব।
মাইক্রোসফটের কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদি তাঁর ব্লগে এ বিষয়ে লিখেছেন, ‘এআই সিস্টেমে খুব সহজে সিলিকন হার্ডওয়্যার থেকে উইন্ডোজের বিভিন্ন কাজ করা যাবে।’ এখন অপেক্ষা, সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা কতটা রপ্ত করতে পারেন ওপেন এআইয়ের ব্যবহার।
সূত্র: দ্য ভার্জ, টেকক্রাঞ্চ
প্রযুক্তি দুনিয়ায় বদল আসে প্রায় প্রতিদিনই। নিত্যনতুন কৌশল এসে চমক জাগায় প্রযুক্তিপ্রেমীদের মনে। এবার তেমনই এক পরিবর্তন আসতে চলেছে মাইক্রোসফটের কি-বোর্ডে। দীর্ঘ ৩০ বছর ধরে যে মাইক্রোসফট কি-বোর্ড ব্যবহারে আমরা অভ্যস্ত, তাতেই আসতে চলেছে আমূল পরিবর্তন। মাইক্রোসফট কি-বোর্ডে ব্যবহৃত হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির একটি বোতাম। এই বোতাম ব্যবহার করেই পাওয়া যাবে মাইক্রোসফটের এআই টুল কো-পাইলট চালানোর সুযোগ।
এ ক্ষেত্রে মনে রাখতে হবে, উইন্ডোজ সেভেন, উইন্ডোজ এইট কিংবা উইন্ডোজ টেনের মতো পুরোনো ভার্সনগুলোতে কাজ করবে না এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোতাম। কেবল উইন্ডোজ ইলেভেনের নতুন সংস্করণেই ব্যবহার করা যাবে কো-পাইলট। একটিমাত্র বোতামের ক্যারিশমাতেই হবে কাজ। এমনটিই জানা গেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো বা সিইএস থেকে। এখন সেদিকেই তাকিয়ে প্রযুক্তি বিশ্ব।
বিশ্বজুড়ে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির সহযোগিতায় এই আধুনিক প্রযুক্তির প্রয়োগ করতে পারছে মাইক্রোসফট। চ্যাটজিপিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ওপেন এআইতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে মাইক্রোসফট। দুই সংস্থার মিলিত প্রয়াসে নতুন এ প্রযুক্তির সেবা পাবেন বিশ্বের কোটি কোটি মানুষ। তবে নতুন এ প্রযুক্তি ব্যবহার করার জন্য ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কো-পাইলটের জন্য।
কি-বোর্ডের স্পেস বারের ঠিক ডান দিকে অবস্থান করবে এআই বাটন কো-পাইলট। ১৯৯৪ সালে মাইক্রোসফট তার কি-বোর্ডে উইন্ডোজ বা স্টার্ট বোতামটি নিয়ে এসেছিল। এর প্রায় ৩০ বছর পর কি-বোর্ডের সব থেকে বড় পরিবর্তন হতে চলেছে এ বছর। সময়ের সঙ্গে সঙ্গে এ প্রযুক্তি আরও উন্নত এবং ব্যবহারের উপযোগী হয়ে উঠবে বলেই মনে করছেন প্রযুক্তিবিদেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আজকের সময়ে ই-মেইল লেখা, বিভিন্ন লেখার সারমর্ম খুঁজে বের করাসহ আরও অনেক কিছু করা সম্ভব।
মাইক্রোসফটের কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদি তাঁর ব্লগে এ বিষয়ে লিখেছেন, ‘এআই সিস্টেমে খুব সহজে সিলিকন হার্ডওয়্যার থেকে উইন্ডোজের বিভিন্ন কাজ করা যাবে।’ এখন অপেক্ষা, সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা কতটা রপ্ত করতে পারেন ওপেন এআইয়ের ব্যবহার।
সূত্র: দ্য ভার্জ, টেকক্রাঞ্চ
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধীরা বিশ্বাসযোগ্য কলার আইডি ব্যবহার করে নিজেকে গুগল সাপোর্টের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে। এ ক্ষেত্রে তারা প্রথমে জিমেইল ব্যবহারকারী জানায় যে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তারা সেটি পুনরুদ্ধার করতে সহায়তা করছে।
৮ ঘণ্টা আগেস্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
১৩ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
২ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
২ দিন আগে