মাহিন আলম
প্রযুক্তি দুনিয়ায় বদল আসে প্রায় প্রতিদিনই। নিত্যনতুন কৌশল এসে চমক জাগায় প্রযুক্তিপ্রেমীদের মনে। এবার তেমনই এক পরিবর্তন আসতে চলেছে মাইক্রোসফটের কি-বোর্ডে। দীর্ঘ ৩০ বছর ধরে যে মাইক্রোসফট কি-বোর্ড ব্যবহারে আমরা অভ্যস্ত, তাতেই আসতে চলেছে আমূল পরিবর্তন। মাইক্রোসফট কি-বোর্ডে ব্যবহৃত হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির একটি বোতাম। এই বোতাম ব্যবহার করেই পাওয়া যাবে মাইক্রোসফটের এআই টুল কো-পাইলট চালানোর সুযোগ।
এ ক্ষেত্রে মনে রাখতে হবে, উইন্ডোজ সেভেন, উইন্ডোজ এইট কিংবা উইন্ডোজ টেনের মতো পুরোনো ভার্সনগুলোতে কাজ করবে না এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোতাম। কেবল উইন্ডোজ ইলেভেনের নতুন সংস্করণেই ব্যবহার করা যাবে কো-পাইলট। একটিমাত্র বোতামের ক্যারিশমাতেই হবে কাজ। এমনটিই জানা গেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো বা সিইএস থেকে। এখন সেদিকেই তাকিয়ে প্রযুক্তি বিশ্ব।
বিশ্বজুড়ে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির সহযোগিতায় এই আধুনিক প্রযুক্তির প্রয়োগ করতে পারছে মাইক্রোসফট। চ্যাটজিপিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ওপেন এআইতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে মাইক্রোসফট। দুই সংস্থার মিলিত প্রয়াসে নতুন এ প্রযুক্তির সেবা পাবেন বিশ্বের কোটি কোটি মানুষ। তবে নতুন এ প্রযুক্তি ব্যবহার করার জন্য ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কো-পাইলটের জন্য।
কি-বোর্ডের স্পেস বারের ঠিক ডান দিকে অবস্থান করবে এআই বাটন কো-পাইলট। ১৯৯৪ সালে মাইক্রোসফট তার কি-বোর্ডে উইন্ডোজ বা স্টার্ট বোতামটি নিয়ে এসেছিল। এর প্রায় ৩০ বছর পর কি-বোর্ডের সব থেকে বড় পরিবর্তন হতে চলেছে এ বছর। সময়ের সঙ্গে সঙ্গে এ প্রযুক্তি আরও উন্নত এবং ব্যবহারের উপযোগী হয়ে উঠবে বলেই মনে করছেন প্রযুক্তিবিদেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আজকের সময়ে ই-মেইল লেখা, বিভিন্ন লেখার সারমর্ম খুঁজে বের করাসহ আরও অনেক কিছু করা সম্ভব।
মাইক্রোসফটের কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদি তাঁর ব্লগে এ বিষয়ে লিখেছেন, ‘এআই সিস্টেমে খুব সহজে সিলিকন হার্ডওয়্যার থেকে উইন্ডোজের বিভিন্ন কাজ করা যাবে।’ এখন অপেক্ষা, সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা কতটা রপ্ত করতে পারেন ওপেন এআইয়ের ব্যবহার।
সূত্র: দ্য ভার্জ, টেকক্রাঞ্চ
প্রযুক্তি দুনিয়ায় বদল আসে প্রায় প্রতিদিনই। নিত্যনতুন কৌশল এসে চমক জাগায় প্রযুক্তিপ্রেমীদের মনে। এবার তেমনই এক পরিবর্তন আসতে চলেছে মাইক্রোসফটের কি-বোর্ডে। দীর্ঘ ৩০ বছর ধরে যে মাইক্রোসফট কি-বোর্ড ব্যবহারে আমরা অভ্যস্ত, তাতেই আসতে চলেছে আমূল পরিবর্তন। মাইক্রোসফট কি-বোর্ডে ব্যবহৃত হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির একটি বোতাম। এই বোতাম ব্যবহার করেই পাওয়া যাবে মাইক্রোসফটের এআই টুল কো-পাইলট চালানোর সুযোগ।
এ ক্ষেত্রে মনে রাখতে হবে, উইন্ডোজ সেভেন, উইন্ডোজ এইট কিংবা উইন্ডোজ টেনের মতো পুরোনো ভার্সনগুলোতে কাজ করবে না এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোতাম। কেবল উইন্ডোজ ইলেভেনের নতুন সংস্করণেই ব্যবহার করা যাবে কো-পাইলট। একটিমাত্র বোতামের ক্যারিশমাতেই হবে কাজ। এমনটিই জানা গেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো বা সিইএস থেকে। এখন সেদিকেই তাকিয়ে প্রযুক্তি বিশ্ব।
বিশ্বজুড়ে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির সহযোগিতায় এই আধুনিক প্রযুক্তির প্রয়োগ করতে পারছে মাইক্রোসফট। চ্যাটজিপিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ওপেন এআইতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে মাইক্রোসফট। দুই সংস্থার মিলিত প্রয়াসে নতুন এ প্রযুক্তির সেবা পাবেন বিশ্বের কোটি কোটি মানুষ। তবে নতুন এ প্রযুক্তি ব্যবহার করার জন্য ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কো-পাইলটের জন্য।
কি-বোর্ডের স্পেস বারের ঠিক ডান দিকে অবস্থান করবে এআই বাটন কো-পাইলট। ১৯৯৪ সালে মাইক্রোসফট তার কি-বোর্ডে উইন্ডোজ বা স্টার্ট বোতামটি নিয়ে এসেছিল। এর প্রায় ৩০ বছর পর কি-বোর্ডের সব থেকে বড় পরিবর্তন হতে চলেছে এ বছর। সময়ের সঙ্গে সঙ্গে এ প্রযুক্তি আরও উন্নত এবং ব্যবহারের উপযোগী হয়ে উঠবে বলেই মনে করছেন প্রযুক্তিবিদেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আজকের সময়ে ই-মেইল লেখা, বিভিন্ন লেখার সারমর্ম খুঁজে বের করাসহ আরও অনেক কিছু করা সম্ভব।
মাইক্রোসফটের কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদি তাঁর ব্লগে এ বিষয়ে লিখেছেন, ‘এআই সিস্টেমে খুব সহজে সিলিকন হার্ডওয়্যার থেকে উইন্ডোজের বিভিন্ন কাজ করা যাবে।’ এখন অপেক্ষা, সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা কতটা রপ্ত করতে পারেন ওপেন এআইয়ের ব্যবহার।
সূত্র: দ্য ভার্জ, টেকক্রাঞ্চ
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৮ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৮ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২১ ঘণ্টা আগে