মইনুল হাসান, ফ্রান্স
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত একটি বিশাল কৃত্রিম দ্বীপ অচিরেই প্রশান্ত মহাসাগরে ভেসে বেড়াবে। শুধু তা-ই নয়, তার চলার পথে যেখানেই প্লাস্টিক বর্জ্য সামনে পড়বে তা পাকড়াও করবে এবং দ্বীপে থাকা কারখানায় সেই প্লাস্টিক বর্জ্য চূর্ণ করবে। পরে তা তীব্র চাপে সংকুচিত করে মূল দ্বীপের সঙ্গে যুক্ত করবে। এভাবেই ধীরে ধীরে আয়তনে বৃদ্ধি পাবে ভাসমান দ্বীপটি।
‘পলিমেরোপলিস’ নামের এই দ্বীপ নগরীতে আবাস হবে চার হাজার মানুষের। সেখানে থাকবে সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা। বিদ্যুৎ, সুপেয় পানির জন্য কোথাও নোঙর ফেলতে হবে না। সাগরের জোয়ার-ভাটা, বাতাস আর সূর্যের আলোয় উৎপাদিত হবে বিদ্যুৎ, বিপুল নবায়নযোগ্য শক্তি। ‘বিপরীত অভিস্রবণ’ প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের নোনা পানি থেকে উৎপাদিত হবে সুপেয় পানি। দূষণমুক্ত পরিবেশে শস্য, সবজি-তরকারি উৎপাদনের ব্যবস্থা থাকবে। ভাসমান দ্বীপের অধিবাসীদের আমিষ, অর্থাৎ প্রোটিনের চাহিদা মেটাতে দ্বীপের মাঝে সৃষ্টি করা কৃত্রিম হ্রদগুলোতে চাষ করা হবে নানান প্রজাতির মাছ। এক কথায় এ দ্বীপটিতে যাঁরা বসবাস করবেন, তাঁদের কারও মুখাপেক্ষী থাকতে হবে না। দ্বীপবাসী অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হবেন। প্লাস্টিক বর্জ্য পরিষ্কারকারী মহাসাগরে এমন ভাসমান দ্বীপের মহাপরিকল্পনা করেছেন দুজন স্থপতি, খোয়ান ম্যানুয়েল প্রিয়েটো ও ক্লারা ফোকাসিয়া। ইতিমধ্যে এই দ্বীপের নকশাও করা হয়ে গেছে। নকশা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাশিল্পী ম্যাক্সি আরায়ার সহায়তায় মিডজার্নি। তবে এই প্রকল্পে কত খরচ পড়বে বা কোন কোন সংস্থা অর্থায়ন করবে, তা এখনো জানা যায়নি।
এমন পরিকল্পনার পেছনে সংশ্লিষ্টদের অকাট্য যুক্তি হলো, বৈশ্বিক তাপমাত্রা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। জমে থাকা মেরু অঞ্চলে হিমবাহ ও বরফ গলছে। সাগর, মহাসাগরের পানি বাড়ছে। আগামী বছরগুলোতে পানির নিচে হারিয়ে যাবে সাগরতীরের বহু জনপদ। আর তার সঙ্গে যোগ হয়েছে বিশ্বব্যাপী প্লাস্টিকদূষণ। প্লাস্টিকদূষণের কারণে পুরো পৃথিবী এখন মহা বিপর্যয়ের মুখোমুখি বলা চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিশেষজ্ঞ জেনা জ্যামবেক হিসাব করে বলে দিয়েছেন, প্রতিবছর ৮০ লাখ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে জমা হচ্ছে। ফলে জীববৈচিত্র্য যেমন মারাত্মক হুমকির সম্মুখীন এবং তেমনি মানুষের অস্তিত্বের প্রশ্ন এখন সামনে চলে এসেছে। আর সে কারণেই জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, সৌদি আরব এবং আরও বেশ কিছু দেশ ভাসমান কৃত্রিম দ্বীপসহ পানিতে বসবাসের মেগা প্রকল্প হাতে নিয়েছে।
জলবায়ু পরিবর্তন আজ নির্মম বাস্তবতা। এমন বাস্তবতার মোকাবিলায় উদ্ভাবন করতে হবে নতুন উপায়। সে ক্ষেত্রে পথ দেখাবে পলিমেরোপলিস নামের এই প্লাস্টিকখেকো ভাসমান কৃত্রিম দ্বীপ।
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত একটি বিশাল কৃত্রিম দ্বীপ অচিরেই প্রশান্ত মহাসাগরে ভেসে বেড়াবে। শুধু তা-ই নয়, তার চলার পথে যেখানেই প্লাস্টিক বর্জ্য সামনে পড়বে তা পাকড়াও করবে এবং দ্বীপে থাকা কারখানায় সেই প্লাস্টিক বর্জ্য চূর্ণ করবে। পরে তা তীব্র চাপে সংকুচিত করে মূল দ্বীপের সঙ্গে যুক্ত করবে। এভাবেই ধীরে ধীরে আয়তনে বৃদ্ধি পাবে ভাসমান দ্বীপটি।
‘পলিমেরোপলিস’ নামের এই দ্বীপ নগরীতে আবাস হবে চার হাজার মানুষের। সেখানে থাকবে সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা। বিদ্যুৎ, সুপেয় পানির জন্য কোথাও নোঙর ফেলতে হবে না। সাগরের জোয়ার-ভাটা, বাতাস আর সূর্যের আলোয় উৎপাদিত হবে বিদ্যুৎ, বিপুল নবায়নযোগ্য শক্তি। ‘বিপরীত অভিস্রবণ’ প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের নোনা পানি থেকে উৎপাদিত হবে সুপেয় পানি। দূষণমুক্ত পরিবেশে শস্য, সবজি-তরকারি উৎপাদনের ব্যবস্থা থাকবে। ভাসমান দ্বীপের অধিবাসীদের আমিষ, অর্থাৎ প্রোটিনের চাহিদা মেটাতে দ্বীপের মাঝে সৃষ্টি করা কৃত্রিম হ্রদগুলোতে চাষ করা হবে নানান প্রজাতির মাছ। এক কথায় এ দ্বীপটিতে যাঁরা বসবাস করবেন, তাঁদের কারও মুখাপেক্ষী থাকতে হবে না। দ্বীপবাসী অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হবেন। প্লাস্টিক বর্জ্য পরিষ্কারকারী মহাসাগরে এমন ভাসমান দ্বীপের মহাপরিকল্পনা করেছেন দুজন স্থপতি, খোয়ান ম্যানুয়েল প্রিয়েটো ও ক্লারা ফোকাসিয়া। ইতিমধ্যে এই দ্বীপের নকশাও করা হয়ে গেছে। নকশা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাশিল্পী ম্যাক্সি আরায়ার সহায়তায় মিডজার্নি। তবে এই প্রকল্পে কত খরচ পড়বে বা কোন কোন সংস্থা অর্থায়ন করবে, তা এখনো জানা যায়নি।
এমন পরিকল্পনার পেছনে সংশ্লিষ্টদের অকাট্য যুক্তি হলো, বৈশ্বিক তাপমাত্রা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। জমে থাকা মেরু অঞ্চলে হিমবাহ ও বরফ গলছে। সাগর, মহাসাগরের পানি বাড়ছে। আগামী বছরগুলোতে পানির নিচে হারিয়ে যাবে সাগরতীরের বহু জনপদ। আর তার সঙ্গে যোগ হয়েছে বিশ্বব্যাপী প্লাস্টিকদূষণ। প্লাস্টিকদূষণের কারণে পুরো পৃথিবী এখন মহা বিপর্যয়ের মুখোমুখি বলা চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিশেষজ্ঞ জেনা জ্যামবেক হিসাব করে বলে দিয়েছেন, প্রতিবছর ৮০ লাখ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে জমা হচ্ছে। ফলে জীববৈচিত্র্য যেমন মারাত্মক হুমকির সম্মুখীন এবং তেমনি মানুষের অস্তিত্বের প্রশ্ন এখন সামনে চলে এসেছে। আর সে কারণেই জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, সৌদি আরব এবং আরও বেশ কিছু দেশ ভাসমান কৃত্রিম দ্বীপসহ পানিতে বসবাসের মেগা প্রকল্প হাতে নিয়েছে।
জলবায়ু পরিবর্তন আজ নির্মম বাস্তবতা। এমন বাস্তবতার মোকাবিলায় উদ্ভাবন করতে হবে নতুন উপায়। সে ক্ষেত্রে পথ দেখাবে পলিমেরোপলিস নামের এই প্লাস্টিকখেকো ভাসমান কৃত্রিম দ্বীপ।
টিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
১ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
২ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
৩ ঘণ্টা আগেসৌদি কোম্পানি হিউমেইনকে ১৮ হাজারেরও বেশি সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি-আমেরিকান বিনিয়োগ ফোরামে এই ঘোষণা দেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ চিপগুলো সৌদি আরবে বৃহৎ পরিসরে
৪ ঘণ্টা আগে