Ajker Patrika

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ মে ২০২৫, ২৩: ২৪
বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এক দম্পতির বিরুদ্ধে গৃহপালিত বিড়াল নির্যাতনের অভিযোগ উঠে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। চাকরিজীবী ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ করেছেন এক তরুণী, যিনি দাবি করেছেন, তাঁর পোষা বিড়ালটিকে রড দিয়ে নির্মমভাবে পিটিয়েছে তাঁদের গৃহকর্মী।

ঘটনার পরপরই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্ত ব্যক্তিদের কর্মস্থল গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মাকে ট্যাগ করে একের পর এক পোস্ট করতে থাকেন। প্রাণী অধিকারে সোচ্চার বহু ব্যবহারকারী এ বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনার সূত্রপাত হয় গত সোমবার সন্ধ্যায়। ‘ক্যাট সোসাইটি অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘ইলমা ইলমা’ নামের একটি আইডি থেকে পোস্ট আসে, যেখানে ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়।

ইলমা লেখেন, ‘আজ (সোমবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে আমার ছোট ভাই স্কুল থেকে ফিরে এসে জানায়, সে একটি বিড়ালের চিৎকার শুনেছে। আমি দৌড়ে শব্দের উৎস খুঁজতে গিয়ে ওপর তলায় গিয়ে দেখি আমার প্রতিবেশী ... ... (ডেপুটি ডিরেক্টর, গ্রামীণফোন) এবং ... ... (কর্মকর্তা, অ্যারিস্টোফার্মা) ফ্ল্যাটের দরজা খোলা। আমি তাদের ফ্ল্যাটে গিয়ে দেখি তাদের গৃহকর্মী মজিদা একটি সাদা বিড়ালকে লোহার রড দিয়ে নির্মমভাবে মারছে।’

ইলমা আরও বলেন, ‘আমি গিয়ে বিড়ালটিকে উদ্ধার করি এবং বুঝতে পারি, এটা আমারই বিড়াল। ৫ মাস বয়সী একটি ছোট মেয়েবিড়াল, যাকে আমি কয়েক মাস আগে রাস্তা থেকে উদ্ধার করেছিলাম। বিড়ালটি বাসা থেকে বের হতো না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সোমবার বেরিয়ে যায়।’

ইলমা অভিযোগ করেন, ‘গৃহকর্মী মজিদা একটি ধাতব রড দিয়ে বিড়ালটিকে মারছিল। আমি গিয়ে দেখি বিড়ালটি পড়ে রয়েছে, কাঁপছে এবং সাহায্যের জন্য কাঁদছে। সেটি তার শরীর নাড়াতে পারছে না, এটির নাক থেকে রক্ত ঝরছে।

‘আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, বিড়ালটি মাত্র ১০ মিনিটের জন্য তাদের বাড়িতে গিয়েছিল এবং তাঁরা আমার বাচ্চাটিকে (বিড়াল) প্রায় মেরেই ফেলেছিল।’

এই পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ার পরপরই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অভিযুক্ত দম্পতির ছবি, তাঁদের পদবি ও কর্মস্থলের তথ্য অনলাইনে পোস্ট করতে শুরু করেন। এ ঘটনায় ইলমা কিংবা ওই দম্পতির সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি বলে জানা গেছে।

ঘটনার জেরে গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা—দুটি প্রতিষ্ঠানই ফেসবুক পেজে নিজেদের অবস্থান তুলে ধরে বিবৃতি প্রকাশ করেছে।

গ্রামীণফোন লিখেছে, ‘গ্রামীণফোন সকল প্রাণীর প্রতি শ্রদ্ধাশীল এবং মানুষ ও প্রাণীর সহাবস্থানে বিশ্বাস করে। সম্প্রতি আমরা একটি পোষা প্রাণী ও আমাদের একজন কর্মীকে ঘিরে একটি ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। আমরা যেকোনো প্রাণীর প্রতি বিরূপ আচরণের কঠোর নিন্দা জানাই। ঘটনাটি আমরা দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কাজ করছি।’

অন্যদিকে অ্যারিস্টোফার্মার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা সব সময় সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখি এবং সকল জীবের মানবিক আচরণের প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের এক কর্মীর বিরুদ্ধে একটি পোষা প্রাণী আহত করার বিষয় নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পর্কে আমরা অবগত হয়েছি। আমরা বিশ্বাস করি, যেকোনো প্রাণীর প্রতি অসহনশীল আচরণ নিন্দনীয়। আমরা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।’

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা গেছে। মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমকসহ অনেকে ইলমার পোস্ট শেয়ার করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত