অনলাইন ডেস্ক
সৌদি কোম্পানি হিউমেইনকে ১৮ হাজারেরও বেশি সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি-আমেরিকান বিনিয়োগ ফোরামে এ ঘোষণা দেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এই চিপগুলো সৌদি আরবে বৃহৎ পরিসরে এআই অবকাঠামো গড়ে তুলতে এবং হিউমেইনের পরিকল্পিত ডেটা সেন্টার ও এআই মডেল উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।
এনভিডিয়া জানিয়েছে, সৌদি আরবে মোট ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টারে ব্যবহৃত হবে এনভিডিয়ার সর্বাধুনিক ব্ল্যাকওয়েল চিপ। প্রথম ধাপে ব্যবহৃত হবে তাদের নতুন প্রজন্মের জিবি ৩০০ ব্ল্যাকওয়েল চিপ, যা এই মুহূর্তে কোম্পানিটির সবচেয়ে উন্নত চিপ। চলতি বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে চিপটি উন্মোচন করা হয়েছে।
এই ঘোষণা ট্রাম্প প্রশাসনের জন্য একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, বিভিন্ন দেশ এখন চ্যাটজিপিটির মতো উন্নত এআই সফটওয়্যার চালানোর জন্য এই চিপগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে।
হুয়াং বলেন, ‘এখানে এসে আমি সত্যিই আনন্দিত, সৌদি আরবের এআই অবকাঠামো নির্মাণের দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রশংসনীয়।’
এই ঘোষণার পর গত মঙ্গলবারের লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করে যে, তারা প্রেসিডেন্ট জো বাইডেনের এআই-বিষয়ক একটি নিয়ম বাতিল করতে যাচ্ছে এবং তার পরিবর্তে একটি ‘আরও সহজ নিয়ম’ কার্যকর করবে। এই নিয়মের কারণে ২০২৩ সাল থেকে এনভিডিয়াকে তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির জন্য অনুমতি (এক্সপোর্ট লাইসেন্স) নিতে হচ্ছে। তাই নিয়ম পরিবর্তিত হলে মধ্যপ্রাচ্যে এনভিডিয়া সহজেই এআই চিপ রপ্তানি করতে পারবে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, হিউমেইন সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মালিকানাধীন থাকবে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্নয়ন ও ডেটা সেন্টার অবকাঠামো নির্মাণে কাজ করবে। ভবিষ্যতে হিউমেইনের পরিকল্পনার মধ্যে রয়েছে ‘কয়েক লাখ’ এনভিডিয়া গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) স্থাপন করা।
হুয়াং বলেন, সৌদি আরব শক্তিতে সমৃদ্ধ এবং তারা এই শক্তিকে রূপান্তর করছে এনভিডিয়ার এই বিশাল এআই সুপারকম্পিউটারগুলোর মাধ্যমে, যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির কারখানা।
গত মঙ্গলবার এএমডি জানিয়েছে, হিউমেইনের সঙ্গে একটি চুক্তির অংশ হিসেবে তারাও এই প্রকল্পে চিপ সরবরাহ করবে, যার মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ-শক্তির এআই সক্ষমতা তৈরি করা হবে। এএমডি আরও জানায়, হিউমেইন এ প্রকল্পে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবারের লেনদেনে এএমডির শেয়ারের দাম ৪ শতাংশ বেড়েছে।
এদিকে মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ডোনাল্ড ট্রাম্প এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে প্রশংসা এবং অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে তুলনা করেন।
ট্রাম্প বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ, জেনসেন। আমি বলতে চাই, টিম কুক এখানে নেই, আপনি আছেন।’
তবে অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
তথ্যসূত্র: সিএনবিসি
সৌদি কোম্পানি হিউমেইনকে ১৮ হাজারেরও বেশি সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি-আমেরিকান বিনিয়োগ ফোরামে এ ঘোষণা দেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এই চিপগুলো সৌদি আরবে বৃহৎ পরিসরে এআই অবকাঠামো গড়ে তুলতে এবং হিউমেইনের পরিকল্পিত ডেটা সেন্টার ও এআই মডেল উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।
এনভিডিয়া জানিয়েছে, সৌদি আরবে মোট ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টারে ব্যবহৃত হবে এনভিডিয়ার সর্বাধুনিক ব্ল্যাকওয়েল চিপ। প্রথম ধাপে ব্যবহৃত হবে তাদের নতুন প্রজন্মের জিবি ৩০০ ব্ল্যাকওয়েল চিপ, যা এই মুহূর্তে কোম্পানিটির সবচেয়ে উন্নত চিপ। চলতি বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে চিপটি উন্মোচন করা হয়েছে।
এই ঘোষণা ট্রাম্প প্রশাসনের জন্য একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, বিভিন্ন দেশ এখন চ্যাটজিপিটির মতো উন্নত এআই সফটওয়্যার চালানোর জন্য এই চিপগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে।
হুয়াং বলেন, ‘এখানে এসে আমি সত্যিই আনন্দিত, সৌদি আরবের এআই অবকাঠামো নির্মাণের দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রশংসনীয়।’
এই ঘোষণার পর গত মঙ্গলবারের লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করে যে, তারা প্রেসিডেন্ট জো বাইডেনের এআই-বিষয়ক একটি নিয়ম বাতিল করতে যাচ্ছে এবং তার পরিবর্তে একটি ‘আরও সহজ নিয়ম’ কার্যকর করবে। এই নিয়মের কারণে ২০২৩ সাল থেকে এনভিডিয়াকে তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির জন্য অনুমতি (এক্সপোর্ট লাইসেন্স) নিতে হচ্ছে। তাই নিয়ম পরিবর্তিত হলে মধ্যপ্রাচ্যে এনভিডিয়া সহজেই এআই চিপ রপ্তানি করতে পারবে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, হিউমেইন সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মালিকানাধীন থাকবে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্নয়ন ও ডেটা সেন্টার অবকাঠামো নির্মাণে কাজ করবে। ভবিষ্যতে হিউমেইনের পরিকল্পনার মধ্যে রয়েছে ‘কয়েক লাখ’ এনভিডিয়া গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) স্থাপন করা।
হুয়াং বলেন, সৌদি আরব শক্তিতে সমৃদ্ধ এবং তারা এই শক্তিকে রূপান্তর করছে এনভিডিয়ার এই বিশাল এআই সুপারকম্পিউটারগুলোর মাধ্যমে, যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির কারখানা।
গত মঙ্গলবার এএমডি জানিয়েছে, হিউমেইনের সঙ্গে একটি চুক্তির অংশ হিসেবে তারাও এই প্রকল্পে চিপ সরবরাহ করবে, যার মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ-শক্তির এআই সক্ষমতা তৈরি করা হবে। এএমডি আরও জানায়, হিউমেইন এ প্রকল্পে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবারের লেনদেনে এএমডির শেয়ারের দাম ৪ শতাংশ বেড়েছে।
এদিকে মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ডোনাল্ড ট্রাম্প এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে প্রশংসা এবং অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে তুলনা করেন।
ট্রাম্প বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ, জেনসেন। আমি বলতে চাই, টিম কুক এখানে নেই, আপনি আছেন।’
তবে অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
তথ্যসূত্র: সিএনবিসি
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২০ ঘণ্টা আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
১ দিন আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১ দিন আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১ দিন আগে