Ajker Patrika

ফর্মুলা ভুলে গেলেও সমস্যা নেই, এক্সেলে যুক্ত হলো নতুন ফিচার

প্রযুক্তি ডেস্ক
ফর্মুলা ভুলে গেলেও সমস্যা নেই, এক্সেলে যুক্ত হলো নতুন ফিচার

মাইক্রোসফট এক্সেলে স্বয়ংক্রিয়ভাবে ফর্মুলা পূরণ হওয়াকে আরও স্মার্ট করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অন্তত মাইক্রোসফট ৩৬৫–এর সঙ্গে আসা ওয়েব সংস্করণে এই সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি যুক্ত করা হচ্ছে আরও বেশ কিছু সুবিধা। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সহজে বিভিন্ন হিসাব নিকাশের জন্য এক্সেলের বেশ কিছু ফর্মুলা রয়েছে। তবে অনেক সময় দেখা যায়, সঠিক ফর্মুলা না জানা বা মনে না থাকার কারণে কাজে দেরি হয়। সমস্যা সমাধানে এক্সেলে ‘ফর্মুলা সাজেশন’ নামে নতুন ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। এ ফিচার চালু হওয়ায় কাজের সময় স্বয়ংক্রিয়ভাবে সহায়ক ফর্মুলাগুলো দেখতে পাবেন ব্যবহারকারী। এর ফলে দ্রুত সঠিক ফর্মুলা ব্যবহারও করতে পারবেন তিনি। 

তবে এটি নতুন কোনো ফিচার নয়। এমন ফিচার গুগল শিটে কিছু সময়ের জন্য ছিল। এ ছাড়া, এক্সেলের ‘অটোসাম’ ফিচার ব্যবহার করে অনেক দিন আগে থেকেই স্বয়ংক্রিয়ভাবে ফর্মুলা প্রয়োগ করা যেত। তবে কিছু নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রে নতুন ফিচারটি বেশ কাজে আসবে। 

মাইক্রোসফটের একটি ব্লগ পোস্ট অনুযায়ী, বৈশিষ্ট্যটি বর্তমানে শুধু ইংরেজি ভাষায় কাজ করছে। ফিচারটি যোগফল, গড়, গণনা, সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান নির্ণয় সূত্রের পরামর্শ দেবে। 

বিভিন্ন সেলে সরাসরি ছবি যুক্ত করার সুবিধাও যুক্ত হয়েছে এক্সেলে। পাওয়া যাবে সার্চ বার ব্যবহারের সুযোগও। 

এ ছাড়া, ‘সাজেস্টেড লিংক’ নামের একটি সুবিধা যুক্ত হয়েছে এক্সেলে। ফলে এক্সেলে ইনপুট দেওয়া কোনো লিংক ‘ভেঙে গেলে’ তা সহজেই সমাধান করা যাবে। 

নতুন এসব সুবিধা উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমসহ ওয়েব সংস্করণে পর্যায়ক্রমে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত