এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ভুয়া বা ডিপফেক ছবি তৈরি করা হয়। এসব ছবি এতটাই বাস্তব যে খালি চোখে আসল ও নকল ছবির পার্থক্য বের করা যায় না। তবে এআই দিয়ে তৈরি ভুয়া ছবি শনাক্তের নতুন কৌশল আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা।
ভুয়া ছবি শনাক্তের জন্য নতুন পদ্ধতি তৈরি করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হালের গবেষকেরা। চোখের মণির ওপর আলোর প্রতিফলন পর্যবেক্ষণ করেই ভুয়া ছবি শনাক্ত করা সম্ভব বলে জানিয়েছেন তাঁরা। এ জন্য একটি টুল ব্যবহার করেন তাঁরা। প্রাথমিকভাবে মহাকাশের ছায়াপথ পর্যবেক্ষণে জ্যোতির্বিজ্ঞানীদের সাহায্য করার জন্য টুলটি তৈরি করা হয়।
টুলটি কাজ করে যেভাবে
বর্তমানের এআই টুলগুলো শুধু মানুষের মুখের ছবি তৈরিতেই পারদর্শী নয়, সেই সঙ্গে গালের টোল, সুগঠিত নাক ও ত্বকের রঙের মতো মুখের বৈশিষ্ট্য সুনিপুণভাবে তৈরি করতে পারে। তবে চোখের মণির ওপর আলো প্রতিফলনের অসামঞ্জস্য দেখে বাস্তব ও এআই দিয়ে তৈরি ছবির মধ্যে পার্থক্য বোঝা যায়।
সূক্ষ্মভাবে চোখের মণির ওপর আলো প্রতিফলন পর্যবেক্ষণের জন্য নতুন কৌশল আবিষ্কার করেন গবেষকেরা। তাঁদের টুলের মাধ্যমে ডান পাশের চোখের আলোর প্রতিফলনের সঙ্গে বাঁ পাশের আলোর প্রতিফলন মিলিয়ে দেখেন।
এক ব্লগ পোস্টে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি বলে, দুটি চোখের প্রতিফলনে মিল থাকলে বোঝা যাবে ছবিটি কোনো মানুষের। আর দুটির প্রতিফলনে অসামঞ্জস্য দেখা দিলে বোঝা যাবে তা ভুয়া বা ডিপফেক ছবি।
জ্যোতির্বিজ্ঞানের টুল ব্যবহার করে গবেষকেরা স্বয়ংক্রিয়ভাবে চোখের প্রতিফলনের পরিমাণ নির্ণয় করতে পারেন। ছায়াপথের আকার নির্ণয়ে এসব টুল ব্যবহার করতেন জ্যোতির্বিজ্ঞানীরা।
টুলটির সীমাবদ্ধতা
এআই ছবির শনাক্তের নতুন টুলটি অনেক সম্ভাবনা থাকলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। ছবির চোখের মণি বড় করে ও স্পষ্টভাবে দেখা সম্ভব হলেই এই পদ্ধতি কাজে দেবে। এ ছাড়া বাস্তব ছবিতেও মানুষের দুই চোখের মণির ওপরে পড়া আলোর প্রতিফলনে পার্থক্য দেখা দিতে পারে।
এ ছাড়া ভবিষ্যতে চোখের মণির এই অসামঞ্জস্যও দূর করার ক্ষমতা অর্জন করতে পারে এআই মডেলগুলো।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ভুয়া বা ডিপফেক ছবি তৈরি করা হয়। এসব ছবি এতটাই বাস্তব যে খালি চোখে আসল ও নকল ছবির পার্থক্য বের করা যায় না। তবে এআই দিয়ে তৈরি ভুয়া ছবি শনাক্তের নতুন কৌশল আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা।
ভুয়া ছবি শনাক্তের জন্য নতুন পদ্ধতি তৈরি করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হালের গবেষকেরা। চোখের মণির ওপর আলোর প্রতিফলন পর্যবেক্ষণ করেই ভুয়া ছবি শনাক্ত করা সম্ভব বলে জানিয়েছেন তাঁরা। এ জন্য একটি টুল ব্যবহার করেন তাঁরা। প্রাথমিকভাবে মহাকাশের ছায়াপথ পর্যবেক্ষণে জ্যোতির্বিজ্ঞানীদের সাহায্য করার জন্য টুলটি তৈরি করা হয়।
টুলটি কাজ করে যেভাবে
বর্তমানের এআই টুলগুলো শুধু মানুষের মুখের ছবি তৈরিতেই পারদর্শী নয়, সেই সঙ্গে গালের টোল, সুগঠিত নাক ও ত্বকের রঙের মতো মুখের বৈশিষ্ট্য সুনিপুণভাবে তৈরি করতে পারে। তবে চোখের মণির ওপর আলো প্রতিফলনের অসামঞ্জস্য দেখে বাস্তব ও এআই দিয়ে তৈরি ছবির মধ্যে পার্থক্য বোঝা যায়।
সূক্ষ্মভাবে চোখের মণির ওপর আলো প্রতিফলন পর্যবেক্ষণের জন্য নতুন কৌশল আবিষ্কার করেন গবেষকেরা। তাঁদের টুলের মাধ্যমে ডান পাশের চোখের আলোর প্রতিফলনের সঙ্গে বাঁ পাশের আলোর প্রতিফলন মিলিয়ে দেখেন।
এক ব্লগ পোস্টে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি বলে, দুটি চোখের প্রতিফলনে মিল থাকলে বোঝা যাবে ছবিটি কোনো মানুষের। আর দুটির প্রতিফলনে অসামঞ্জস্য দেখা দিলে বোঝা যাবে তা ভুয়া বা ডিপফেক ছবি।
জ্যোতির্বিজ্ঞানের টুল ব্যবহার করে গবেষকেরা স্বয়ংক্রিয়ভাবে চোখের প্রতিফলনের পরিমাণ নির্ণয় করতে পারেন। ছায়াপথের আকার নির্ণয়ে এসব টুল ব্যবহার করতেন জ্যোতির্বিজ্ঞানীরা।
টুলটির সীমাবদ্ধতা
এআই ছবির শনাক্তের নতুন টুলটি অনেক সম্ভাবনা থাকলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। ছবির চোখের মণি বড় করে ও স্পষ্টভাবে দেখা সম্ভব হলেই এই পদ্ধতি কাজে দেবে। এ ছাড়া বাস্তব ছবিতেও মানুষের দুই চোখের মণির ওপরে পড়া আলোর প্রতিফলনে পার্থক্য দেখা দিতে পারে।
এ ছাড়া ভবিষ্যতে চোখের মণির এই অসামঞ্জস্যও দূর করার ক্ষমতা অর্জন করতে পারে এআই মডেলগুলো।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বুধবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেস
৮ ঘণ্টা আগেপ্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
১২ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
১৩ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
১৪ ঘণ্টা আগে