কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির সাহায্য নিয়ে উপন্যাস লিখেছেন জাপানের লেখিকা রি কুদান। শুধু তাই নয়, সেই উপন্যাসের কল্যাণেই জাপানের সবচেয়ে সম্মানজনক আকুতাগাওয়া সাহিত্য পুরস্কার জিতেছেন তিনি!
চ্যাটজিপিটি ব্যবহার করে বই লেখার কথা অবশ্য স্বীকারও করেছেন ৩৩ বছর বয়সী এই লেখিকা। তিনি বলেন, ‘আমি আমার উপন্যাস লেখায় এআইয়ের ব্যবহার চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। সেই সঙ্গে এর মাধ্যমে আমার সৃজনশীলতাকে সম্পূর্ণরূপে প্রকাশ করব।’
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেরা উপন্যাসের জন্য এই নতুন লেখিকাকে গত বুধবার আকুতাগাওয়া পুরস্কার দেওয়া হয়।
এক সংবাদ সম্মেলনে লেখিকা বলেন, ‘দ্য টোকিও টাওয়ার অব সিম্প্যাথি’ নামের উপন্যাসের ৫ শতাংশ এআই ব্যবহার করে লেখা। পুরস্কার প্রদান কমিটির সদস্যরা বইয়ের ওই অংশকে ‘কার্যত ত্রুটিহীন’ বলে মত দিয়েছেন।
এআইকে ভবিষ্যতের গগনচুম্বী অট্টালিকা ডিজাইন করতে বলেছিলেন একজন স্থপতি। এই গল্পকে উপজীব্য করেই চ্যাটবটটি উপন্যাসের ভিত্তি তৈরি করে দেয়। টোকিও শহরে বহুতলবিশিষ্ট আরামদায়ক কারাগার নির্মাণে দায়িত্বপ্রাপ্ত একজন স্থপতির উভয়সংকটকে কেন্দ্র করে এই উপন্যাসের গল্প এগিয়েছে। উপন্যাসর থিম একটি এআই। গল্পে আইন ভঙ্গকারীদের পুনর্বাসনের কথা বলা হয়েছে।
কুদান বলেন, তিনি নিজের জীবনের যেসব সমস্যার কথা অন্য কাউকে বলতে পারেন না, সেগুলোর সমাধানে এআইয়ের পরামর্শ নেন।
অবশ্য কুদানই প্রথম নন, যিনি সৃষ্টিশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিতর্ক তৈরি করেছেন। এই প্রযুক্তির বিকাশের মাধ্যমে অনেক সৃজনশীল মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে বলেও অনেকে আশঙ্কা করছেন।
এআই ব্যবহার করে ছবি তৈরি করার কারণেই গত বছর সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড থেকে বার্লিনভিত্তিক ফটোগ্রাফার বরিস এলডাগসেনের পুরস্কার প্রত্যাহার করা হয়।
এ ছাড়া চ্যাটজিপিটি প্রস্তুতকারক কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে গত বছর মামলা করেন ‘গেম অব থ্রনস’–এর লেখক জর্জ আর আর মার্টিন, জোডি পিকাউল্ট ও জন গ্রিশাম। এআই মডেলটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় মেধাস্বত্ব লঙ্ঘন করার অভিযোগে মামলা করেছে নিউইয়র্ক টাইমসের মতো সংবাদমাধ্যম।
তবে এক্স (টুইটার) প্ল্যাটফর্মে জাপানি লেখক ও পুরস্কার কমিটির সদস্য কেচিরো হিরানো বলেন, এআই ব্যবহার করে রি কুদানের পুরস্কার জেতার ঘটনায় তিনি কোনো সমস্যা দেখছেন না।
তিনি আরও বলেন, রি কুদানের উপন্যাসটিতে এআই ব্যবহার করার বিষয়টিকে ভুলভাবে নেওয়া হচ্ছে। কেউ যদি পুরো বইটি পড়ে তাহলে দেখতে পারবে, এতে এআই ব্যবহার করার কথা উল্লেখ রয়েছে। এই প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে আরও সমস্যা হবে। তবে রি কুদানের বইয়ের ক্ষেত্রে এটি কোনো সমস্যা নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সৃজনশীলভাবে এআই ব্যবহারে কুদানের কাজের প্রতি আগ্রহ দেখিয়েছে। আবার আরেক দল বলছে, যেসব লেখক এআই ব্যবহার না করে লেখেন তাঁদের জন্য এটি ‘অসম্মানজনক’।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির সাহায্য নিয়ে উপন্যাস লিখেছেন জাপানের লেখিকা রি কুদান। শুধু তাই নয়, সেই উপন্যাসের কল্যাণেই জাপানের সবচেয়ে সম্মানজনক আকুতাগাওয়া সাহিত্য পুরস্কার জিতেছেন তিনি!
চ্যাটজিপিটি ব্যবহার করে বই লেখার কথা অবশ্য স্বীকারও করেছেন ৩৩ বছর বয়সী এই লেখিকা। তিনি বলেন, ‘আমি আমার উপন্যাস লেখায় এআইয়ের ব্যবহার চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। সেই সঙ্গে এর মাধ্যমে আমার সৃজনশীলতাকে সম্পূর্ণরূপে প্রকাশ করব।’
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেরা উপন্যাসের জন্য এই নতুন লেখিকাকে গত বুধবার আকুতাগাওয়া পুরস্কার দেওয়া হয়।
এক সংবাদ সম্মেলনে লেখিকা বলেন, ‘দ্য টোকিও টাওয়ার অব সিম্প্যাথি’ নামের উপন্যাসের ৫ শতাংশ এআই ব্যবহার করে লেখা। পুরস্কার প্রদান কমিটির সদস্যরা বইয়ের ওই অংশকে ‘কার্যত ত্রুটিহীন’ বলে মত দিয়েছেন।
এআইকে ভবিষ্যতের গগনচুম্বী অট্টালিকা ডিজাইন করতে বলেছিলেন একজন স্থপতি। এই গল্পকে উপজীব্য করেই চ্যাটবটটি উপন্যাসের ভিত্তি তৈরি করে দেয়। টোকিও শহরে বহুতলবিশিষ্ট আরামদায়ক কারাগার নির্মাণে দায়িত্বপ্রাপ্ত একজন স্থপতির উভয়সংকটকে কেন্দ্র করে এই উপন্যাসের গল্প এগিয়েছে। উপন্যাসর থিম একটি এআই। গল্পে আইন ভঙ্গকারীদের পুনর্বাসনের কথা বলা হয়েছে।
কুদান বলেন, তিনি নিজের জীবনের যেসব সমস্যার কথা অন্য কাউকে বলতে পারেন না, সেগুলোর সমাধানে এআইয়ের পরামর্শ নেন।
অবশ্য কুদানই প্রথম নন, যিনি সৃষ্টিশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিতর্ক তৈরি করেছেন। এই প্রযুক্তির বিকাশের মাধ্যমে অনেক সৃজনশীল মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে বলেও অনেকে আশঙ্কা করছেন।
এআই ব্যবহার করে ছবি তৈরি করার কারণেই গত বছর সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড থেকে বার্লিনভিত্তিক ফটোগ্রাফার বরিস এলডাগসেনের পুরস্কার প্রত্যাহার করা হয়।
এ ছাড়া চ্যাটজিপিটি প্রস্তুতকারক কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে গত বছর মামলা করেন ‘গেম অব থ্রনস’–এর লেখক জর্জ আর আর মার্টিন, জোডি পিকাউল্ট ও জন গ্রিশাম। এআই মডেলটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় মেধাস্বত্ব লঙ্ঘন করার অভিযোগে মামলা করেছে নিউইয়র্ক টাইমসের মতো সংবাদমাধ্যম।
তবে এক্স (টুইটার) প্ল্যাটফর্মে জাপানি লেখক ও পুরস্কার কমিটির সদস্য কেচিরো হিরানো বলেন, এআই ব্যবহার করে রি কুদানের পুরস্কার জেতার ঘটনায় তিনি কোনো সমস্যা দেখছেন না।
তিনি আরও বলেন, রি কুদানের উপন্যাসটিতে এআই ব্যবহার করার বিষয়টিকে ভুলভাবে নেওয়া হচ্ছে। কেউ যদি পুরো বইটি পড়ে তাহলে দেখতে পারবে, এতে এআই ব্যবহার করার কথা উল্লেখ রয়েছে। এই প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে আরও সমস্যা হবে। তবে রি কুদানের বইয়ের ক্ষেত্রে এটি কোনো সমস্যা নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সৃজনশীলভাবে এআই ব্যবহারে কুদানের কাজের প্রতি আগ্রহ দেখিয়েছে। আবার আরেক দল বলছে, যেসব লেখক এআই ব্যবহার না করে লেখেন তাঁদের জন্য এটি ‘অসম্মানজনক’।
এআই চ্যাটবট কি একদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে? নতুন এক গবেষণা বলছে, হ্যাঁ পারে। এটি আর নিছক বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো দিন দিন আরও তীক্ষ্ণ ও ধূর্ত হয়ে উঠছে।
৫ ঘণ্টা আগেইন্টারনেটে যে কেউ হঠাৎ ভাইরাল হতে পারে। অনেক সময় তার পেছনে কোনো পরিষ্কার ব্যাখ্যাও থাকে না। এমনই এক ঘটনা ঘটেছে জাপানের এক নারী সাওরি আরাকিকে ঘিরে।
১২ ঘণ্টা আগেআর্দ্র আবহাওয়াতেও কার্যকরভাবে কাজ করতে পারে—এমন একধরনের ভাঁজযোগ্য সৌরকোষ তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। এটি খুব কম খরচেই তৈরি করা সম্ভব বলে দাবি করেছেন গবেষকেরা। তাই এই উদ্ভাবন সৌরপ্রযুক্তির ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
১২ ঘণ্টা আগেমিস্টার বিস্ট নামে পরিচিত ইউটিবের সুপারস্টার জিমি ডোনাল্ডসন নতুন ইতিহাস গড়লেন। তাঁর প্রধান চ্যানেল ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি সাবস্ক্রাইবার পার করায় বিশ্বের প্রথম একক ক্রিয়েটরের স্বীকৃতি পেলেন তিনি। এই উপলক্ষে ইউটিউব তাঁকে একটি বিশেষ ধরনের প্লে বাটন ট্রফি প্রদান করে, যা এই অবিস্মরণীয় কৃতিত্বের স্মারক।
১৫ ঘণ্টা আগে