পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে লিংকডইন ব্যবহার করা হয়। তবে এই প্ল্যাটফর্মকে ডেটিং অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলছে জেনারেশন জেড (জেন জেড)। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডের প্রতিবেদনে এক নারী অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
জেন জেড প্রজন্মের ওই নারী বলেন, যার একটি স্থিতিশীল চাকরি আছে এবং সচ্ছলভাবে চলতে পারে এমন কাউকে খুঁজে পেতে সে প্ল্যাটফর্মটি ব্যবহার করে। তিনি এটাও স্পষ্ট করেছেন যে, তিনি কোনো সুগার ড্যাডিকে খুঁজছেন না বরং এমন একজনকে খুঁজছেন যিনি নিজের যত্ন নিতে পারেন। লিংকডইনে তালিকাভুক্ত কাজের ইতিহাস, শিক্ষাগত পটভূমি ও কর্মজীবনের লক্ষ্যগুলো মূল্যায়নের মাধ্যমে পছন্দের মতো একজন সম্ভাব্য রোমান্টিক পার্টনার বা প্রেমিক খুঁজে পেতে পারেন বলে তিনি আশা করেন।
টেম্পল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের একজন অধ্যাপক ডাস্টিন কিড বলেন, লিংকডইনকে ডেটিং অ্যাপ হিসেবে ব্যবহার করা গতানুগতিক ‘ডেটিং কৌশল’ থেকে এসেছে। একটি ডেটিং ঠিক করার উদ্দেশ্যে লিংকডইনের অনলাইন টুলগুলো ব্যবহার করা হচ্ছে।
কিড বলেন, এই ঘটনার মূল কারণ হলো লিংকডইনে সরাসরি মেসেজিং (ডিএম) ফিচার ব্যবহার করা যায়।
পেশাদারি কাজের ব্যবহার জন্য লিংকডইনের নকশা তৈরি করা হয়েছে। তবে সরাসরি-ম্যাসেজিং অপশনে থাকলে যেকোনো প্ল্যাটফর্মকেই ডেটিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যক্তির ছবি পোস্ট করা গেলে তা একটি ডেটিং অ্যাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এই প্রতিবেদন থেকে বোঝা যায়। লিংকডইনের একটি সুবিধা হল এটি একজন ব্যক্তির কিউরেটেড জীবনের বাইরে চলে যায়।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনটি পড়ার পর কৌতূহলী নেটিজেনরা লিংকডইনকে একটি ডেটিং অ্যাপে পরিণত করার বিষয়ে তাদের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
প্ল্যাটফর্মে ডেটিং ও প্রেম নিবেদন বিষয়ে লিংকডইনের ১ হাজারের বেশি নারী ব্যবহারকারীর ওপর জরিপ করা হয়েছিল। জরিপটি বৈজ্ঞানিকভাবে না করা হলেও প্রতিবেদনে বলা হয়, ৯১ শতাংশ নারী এই প্ল্যাটফর্মে অনুপযুক্ত বার্তা পেয়েছে।
লিংকডইনে ডেটিং নিয়ে যোগাযোগ পরামর্শদাতা ক্যাটলিন বেগের নিজস্ব তত্ত্ব রয়েছে। তিনি বলেন, যেসব ব্যাক্তি মনে করে সে অন্যদের থেকে বিছিন্ন তাদের মধ্যে লিংকডইন ব্যবহার করে ডেটিং করার আগ্রহ জন্মে। আন্তরিক ও ধীর গতির সম্পর্ক তৈরি করতে বেশি মানুষ আগ্রহী হচ্ছে।
বেগ আরও বলেন, ‘নোটিফিকেশন সংস্কৃতি’ সবকিছুর ওপর প্রভাব বিস্তার করছে। এটি ডেটিং অ্যাপের সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে করোনা মহামারীর পর সবাই এই ধরনের বিষয় নিয়ে সবাই ক্লান্তবোধ করছে। ডেটিং অ্যাপে একই ধরনের ফিচার ও প্রচারণা নিয়ে সবাই বিরক্ত হয়ে গেছে।
১৯৯৭ সাল থেকে ২০১২ সালে জন্ম নেওয়া সবাই জেনারেশন জেড প্রজন্মের অংশ। এর আগের প্রজন্মকে বলা হয় মিলেনিয়াল। ২০১০ এর পর থেকে ২০২৪ সাল পর্যন্ত জন্ম নেওয়াদের বলা হবে জেনারেশন আলফা ও এর পরে জন্ম নেওয়াদের বলা হবে জেনারেশন বেটা।
পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে লিংকডইন ব্যবহার করা হয়। তবে এই প্ল্যাটফর্মকে ডেটিং অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলছে জেনারেশন জেড (জেন জেড)। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডের প্রতিবেদনে এক নারী অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
জেন জেড প্রজন্মের ওই নারী বলেন, যার একটি স্থিতিশীল চাকরি আছে এবং সচ্ছলভাবে চলতে পারে এমন কাউকে খুঁজে পেতে সে প্ল্যাটফর্মটি ব্যবহার করে। তিনি এটাও স্পষ্ট করেছেন যে, তিনি কোনো সুগার ড্যাডিকে খুঁজছেন না বরং এমন একজনকে খুঁজছেন যিনি নিজের যত্ন নিতে পারেন। লিংকডইনে তালিকাভুক্ত কাজের ইতিহাস, শিক্ষাগত পটভূমি ও কর্মজীবনের লক্ষ্যগুলো মূল্যায়নের মাধ্যমে পছন্দের মতো একজন সম্ভাব্য রোমান্টিক পার্টনার বা প্রেমিক খুঁজে পেতে পারেন বলে তিনি আশা করেন।
টেম্পল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের একজন অধ্যাপক ডাস্টিন কিড বলেন, লিংকডইনকে ডেটিং অ্যাপ হিসেবে ব্যবহার করা গতানুগতিক ‘ডেটিং কৌশল’ থেকে এসেছে। একটি ডেটিং ঠিক করার উদ্দেশ্যে লিংকডইনের অনলাইন টুলগুলো ব্যবহার করা হচ্ছে।
কিড বলেন, এই ঘটনার মূল কারণ হলো লিংকডইনে সরাসরি মেসেজিং (ডিএম) ফিচার ব্যবহার করা যায়।
পেশাদারি কাজের ব্যবহার জন্য লিংকডইনের নকশা তৈরি করা হয়েছে। তবে সরাসরি-ম্যাসেজিং অপশনে থাকলে যেকোনো প্ল্যাটফর্মকেই ডেটিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যক্তির ছবি পোস্ট করা গেলে তা একটি ডেটিং অ্যাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এই প্রতিবেদন থেকে বোঝা যায়। লিংকডইনের একটি সুবিধা হল এটি একজন ব্যক্তির কিউরেটেড জীবনের বাইরে চলে যায়।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনটি পড়ার পর কৌতূহলী নেটিজেনরা লিংকডইনকে একটি ডেটিং অ্যাপে পরিণত করার বিষয়ে তাদের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
প্ল্যাটফর্মে ডেটিং ও প্রেম নিবেদন বিষয়ে লিংকডইনের ১ হাজারের বেশি নারী ব্যবহারকারীর ওপর জরিপ করা হয়েছিল। জরিপটি বৈজ্ঞানিকভাবে না করা হলেও প্রতিবেদনে বলা হয়, ৯১ শতাংশ নারী এই প্ল্যাটফর্মে অনুপযুক্ত বার্তা পেয়েছে।
লিংকডইনে ডেটিং নিয়ে যোগাযোগ পরামর্শদাতা ক্যাটলিন বেগের নিজস্ব তত্ত্ব রয়েছে। তিনি বলেন, যেসব ব্যাক্তি মনে করে সে অন্যদের থেকে বিছিন্ন তাদের মধ্যে লিংকডইন ব্যবহার করে ডেটিং করার আগ্রহ জন্মে। আন্তরিক ও ধীর গতির সম্পর্ক তৈরি করতে বেশি মানুষ আগ্রহী হচ্ছে।
বেগ আরও বলেন, ‘নোটিফিকেশন সংস্কৃতি’ সবকিছুর ওপর প্রভাব বিস্তার করছে। এটি ডেটিং অ্যাপের সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে করোনা মহামারীর পর সবাই এই ধরনের বিষয় নিয়ে সবাই ক্লান্তবোধ করছে। ডেটিং অ্যাপে একই ধরনের ফিচার ও প্রচারণা নিয়ে সবাই বিরক্ত হয়ে গেছে।
১৯৯৭ সাল থেকে ২০১২ সালে জন্ম নেওয়া সবাই জেনারেশন জেড প্রজন্মের অংশ। এর আগের প্রজন্মকে বলা হয় মিলেনিয়াল। ২০১০ এর পর থেকে ২০২৪ সাল পর্যন্ত জন্ম নেওয়াদের বলা হবে জেনারেশন আলফা ও এর পরে জন্ম নেওয়াদের বলা হবে জেনারেশন বেটা।
দীর্ঘ সময় ধরে স্মার্টফোনে স্ক্রলিং, গেম খেলা কিংবা ভিডিও দেখার পর হাতের ফোনটি বেশ গরম অনুভূত হয়। বিষয়টা একটু চিন্তার মনে হতে পারে, এর পেছনে একাধিক যৌক্তিক ও প্রযুক্তিগত কারণ।
২১ মিনিট আগেবিজ্ঞাপন জালিয়াতি রোধে গত বছর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। ২০২৪ সালে ৩ কোটি ৯২ লাখ বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট স্থগিত করেছে কোম্পানিটি, যা আগের বছরের তুলনায় তিন গুণেরও বেশি। নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অ্যাকাউন্টগুলো সনাক্ত করেছে এই টেক...
১ ঘণ্টা আগেবিমানযাত্রীদের জন্য বিনা মূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই সুবিধা চালু করতে যাচ্ছে আমেরিকান এয়ারলাইনস। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই সেবা চালু হবে বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই উদ্যোগে স্পনসর করছে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, বছরে ২০ লাখের বেশি ফ্লাইটে তারা...
৪ ঘণ্টা আগেডিজিটাল জগতে নতুন চমক আনতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। একাধিক সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, এক্স-এর (সাবেক টুইটার) আদলে একটি সামাজিক যোগাযোগমাধ্যম নির্মাণে কাজ করছে প্রতিষ্ঠানটি।
৫ ঘণ্টা আগে