নিকট ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বুদ্ধিমত্তার যে উন্নতি ঘটবে, তা মানুষের মতো না হয়ে কুকুরের মতো হবে বলে মন্তব্য করেছেন মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। প্রযুক্তি বিশ্লেষকদের বিপরীতে গিয়ে তিনি এমন অবস্থান নিয়েছেন বলে বিজনেস ইনসাইডার জানিয়েছে।
সম্প্রতি এনভিডিয়ার সিইও জেনসন হুয়াং বলেন, আগামী ৫ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। এরপর গত সপ্তাহে সানফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে এআই প্রযুক্তির বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেন লেকুন।
এআইয়ের জনপ্রিয়তা বাড়লে চিপ বিক্রি করে মুনাফা হবে বলে হুয়াওয়ের প্রধান এমন মন্তব্য করেছেন বলে তিনি মনে করেন। লেকুন বলেন, ‘আমি জেনসনকে চিনি। এআই প্রযুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আর তিনি এতে অস্ত্র সরবরাহ করছেন।’
ফেসবুকের মূল কোম্পানি মেটার এআই বিজ্ঞানী বলেন, ‘মানুষের মতো বুদ্ধিমত্তা অর্জনের আগে কুকুর বা বিড়ালের মতো বুদ্ধিমত্তা অর্জন করবে এআই। কারণ, এআই প্রযুক্তি প্রশিক্ষণে যে ল্যাঙ্গুয়েজ মডেল ও টেক্সট ব্যবহার করা হয়, তা উন্নত মানের এআই তৈরির জন্য পর্যাপ্ত নয়। ২০ হাজার বছরের পুরোনো তথ্য দেওয়া হলেও এ ও বি অক্ষরের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা এই সিস্টেমের নেই।’
গত জুলাইতেও এ ধরনের মন্তব্য করেন লেকুন। তিনি বলেন, এআইয়ের বুদ্ধিমত্তা সীমিত। মানুষের জ্ঞান শুধু ভাষার মাধ্যমে অর্জিত হয় না, এর সঙ্গে অভিজ্ঞতাও জড়িত।
তবে ‘এআই মানবতার জন্য হুমকি’—এমন ধারণাকে বাতিল করে দেন লেকুন। এই ধরনের ভবিষ্যদ্বাণীকে ‘হাস্যকর’ ও ‘অতিরঞ্জিত’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
নিকট ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বুদ্ধিমত্তার যে উন্নতি ঘটবে, তা মানুষের মতো না হয়ে কুকুরের মতো হবে বলে মন্তব্য করেছেন মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। প্রযুক্তি বিশ্লেষকদের বিপরীতে গিয়ে তিনি এমন অবস্থান নিয়েছেন বলে বিজনেস ইনসাইডার জানিয়েছে।
সম্প্রতি এনভিডিয়ার সিইও জেনসন হুয়াং বলেন, আগামী ৫ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। এরপর গত সপ্তাহে সানফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে এআই প্রযুক্তির বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেন লেকুন।
এআইয়ের জনপ্রিয়তা বাড়লে চিপ বিক্রি করে মুনাফা হবে বলে হুয়াওয়ের প্রধান এমন মন্তব্য করেছেন বলে তিনি মনে করেন। লেকুন বলেন, ‘আমি জেনসনকে চিনি। এআই প্রযুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আর তিনি এতে অস্ত্র সরবরাহ করছেন।’
ফেসবুকের মূল কোম্পানি মেটার এআই বিজ্ঞানী বলেন, ‘মানুষের মতো বুদ্ধিমত্তা অর্জনের আগে কুকুর বা বিড়ালের মতো বুদ্ধিমত্তা অর্জন করবে এআই। কারণ, এআই প্রযুক্তি প্রশিক্ষণে যে ল্যাঙ্গুয়েজ মডেল ও টেক্সট ব্যবহার করা হয়, তা উন্নত মানের এআই তৈরির জন্য পর্যাপ্ত নয়। ২০ হাজার বছরের পুরোনো তথ্য দেওয়া হলেও এ ও বি অক্ষরের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা এই সিস্টেমের নেই।’
গত জুলাইতেও এ ধরনের মন্তব্য করেন লেকুন। তিনি বলেন, এআইয়ের বুদ্ধিমত্তা সীমিত। মানুষের জ্ঞান শুধু ভাষার মাধ্যমে অর্জিত হয় না, এর সঙ্গে অভিজ্ঞতাও জড়িত।
তবে ‘এআই মানবতার জন্য হুমকি’—এমন ধারণাকে বাতিল করে দেন লেকুন। এই ধরনের ভবিষ্যদ্বাণীকে ‘হাস্যকর’ ও ‘অতিরঞ্জিত’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
এআই চ্যাটবট কি একদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে? নতুন এক গবেষণা বলছে, হ্যাঁ পারে। এটি আর নিছক বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো দিন দিন আরও তীক্ষ্ণ ও ধূর্ত হয়ে উঠছে।
৮ ঘণ্টা আগেইন্টারনেটে যে কেউ হঠাৎ ভাইরাল হতে পারে। অনেক সময় তার পেছনে কোনো পরিষ্কার ব্যাখ্যাও থাকে না। এমনই এক ঘটনা ঘটেছে জাপানের এক নারী সাওরি আরাকিকে ঘিরে।
১৫ ঘণ্টা আগেআর্দ্র আবহাওয়াতেও কার্যকরভাবে কাজ করতে পারে—এমন একধরনের ভাঁজযোগ্য সৌরকোষ তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। এটি খুব কম খরচেই তৈরি করা সম্ভব বলে দাবি করেছেন গবেষকেরা। তাই এই উদ্ভাবন সৌরপ্রযুক্তির ক্ষেত্রে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
১৫ ঘণ্টা আগেমিস্টার বিস্ট নামে পরিচিত ইউটিবের সুপারস্টার জিমি ডোনাল্ডসন নতুন ইতিহাস গড়লেন। তাঁর প্রধান চ্যানেল ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি সাবস্ক্রাইবার পার করায় বিশ্বের প্রথম একক ক্রিয়েটরের স্বীকৃতি পেলেন তিনি। এই উপলক্ষে ইউটিউব তাঁকে একটি বিশেষ ধরনের প্লে বাটন ট্রফি প্রদান করে, যা এই অবিস্মরণীয় কৃতিত্বের স্মারক।
১৮ ঘণ্টা আগে