Ajker Patrika

হোয়াটসঅ্যাপে ইমেইল ভ্যারিফিকেশন ফিচার চালু হল 

হোয়াটসঅ্যাপে ইমেইল ভ্যারিফিকেশন ফিচার চালু হল 

ইমেইল ভ্যারিফিকেশন ফিচার চালু করল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। গ্রাহকদের নিরাপত্তা আরও জোরদার করতে এই পদক্ষেপ নিয়েছে মেটা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

ফিচারটি আপাতত কিছুসংখ্যক অ্যান্ড্রয়েডের বেটা ভার্সন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। ইমেইলভিত্তিক ইউজার ভ্যারিফিকেশন সিস্টেমটি নিয়ে গত আগস্ট থেকে পরীক্ষা–নিরীক্ষা শুরু করে হোয়াটসঅ্যাপ। 

ডাব্লুএবেটাইনফোর প্রতিবেদন বলছে, আরও বেশি অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে ফিচারটি উন্মোচন করা হবে। তাই শিগগিরই স্টেবল ভার্সনেও ফিচারটি আসবে বলে ধারণা করা হচ্ছে। অ্যান্ড্রয়েড বেটা ভার্সনের সর্বশেষ আপডেটে ইমেইল ভ্যারিফিকেশন সিস্টেম পাওয়া যাবে। 

অ্যাপের সেটিংস থেকে অ্যাকাউন্ট অপশনে গিয়ে ফিচারটি চালু করা যাবে। ফোন নম্বর দিয়ে আইডি ভ্যারিফাই করার প্রক্রিয়াটি এখনো বহাল থাকবে। তবে এই পদ্ধতি কাজ না করলে ইমেইলের মাধ্যমে ভ্যারিফিকেশন হবে।

ফিচারটি যেভাবে কাজ করবে
ডাব্লুএবেটাইনফোর প্রতিবেদনে একটি স্ক্রিনশট প্রকাশ করা হয়। সেখানে ফিচারটি কীভাবে কাজ করে তা দেখানো হয়। 

ফিচারটি চালু করতে হোয়াটসঅ্যাপে গ্রাহকদের নিজস্ব ইমেইল আইডি যুক্ত করতে হবে। তবে ইমেইল অ্যাড্রেসগুলো সংগ্রহ করবে না বলে গ্রাহকদের কাছে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ। 

গ্রাহকদের অ্যাকাউন্টে ইমেইল ভ্যারিফিকেশন করার দরকার হবে। যদি স্বয়ংক্রিয়ভাবে ভ্যারিফিকেশন ব্যর্থ হয়, তাহলে একটি বাটনের মাধ্যমে এটি করা হবে। বাটনের মাধ্যমে নির্দিষ্ট অ্যাকাউন্টে ভ্যারিফিকশনের ইমেইলটি আবার পাঠানো হবে। 

ইমেইল ভ্যারিফিকেশন হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট ভ্যারিফাইয়ের কোনো প্রধান ফিচার নয়। এটি শুধুমাত্র একটি অতিরিক্ত নিরাপত্তা দেবে। কারও ফোন হারিয়ে গেলে বা চুরি হলে ফিচারটি কাজে দেবে। 

এ ছাড়া কোনো জায়গায় মোবাইলের নেটওয়ার্ক দুর্বল হলে বা না থাকলে নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরিতে এই ফিচার সাহায্য করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত