প্রমিতি কিবরিয়া ইসলাম, ঢাকা
কিছুদিন পরেই ঈদুল আজহা। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে খুশির দিনটি উদ্যাপন করতে দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন অনেকে। কিছু গ্যাজেটের সাহায্যে এই যাত্রা আরামদায়ক ও বিরক্তিহীন করে তোলা যায়।
নয়েজ ক্যানসেলিং হেডফোন
ট্রেন বা বাসযাত্রায় চারপাশের শব্দে বিরক্ত হওয়াই স্বাভাবিক। নয়েজ ক্যানসেলিং হেডফোন যেমন আপনাকে গান শোনাবে, তেমনি আশপাশের শব্দ থেকেও রেহাই দেবে। গান না শুনলেও হেডফোনটি কানে লাগিয়ে রাখলে যাত্রাপথে আরামে ঘুমোতে অথবা বই পড়তে পারবেন।
ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টর
ট্রেনে বা বাসে অনেক সময় চার্জিং পোর্ট থাকে। পোর্টগুলো মোবাইল ফোন চার্জারের সঙ্গে মানানসই নাও হতে পারে। এ জন্য চার্জিং অ্যাডাপ্টর সঙ্গে না নিয়ে একটিমাত্র ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টর সঙ্গে রাখা ভালো। এর সঙ্গে অনেক পোর্ট থাকে, তাই একসঙ্গে একাধিক ডিভাইসও চার্জ দিতে পারবেন। যাত্রার সময় কাজে লাগার পাশাপাশি অন্য কারও বাড়িতে থাকার সময়ও ডিভাইস চার্জ দিতে এই অ্যাডাপ্টর সাহায্য করতে পারে।
পাওয়ার ব্যাংক
মোবাইল ফোন, ট্যাবলেট, ক্যামেরা ইত্যাদি ডিভাইস চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক খুবই কাজে লাগে। ঈদযাত্রায় ট্রেন বা বাসের ধীরগতির কারণে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অনেকের গ্রামের বাড়িতে পৌঁছাতে ১৪ থেকে ১৫ ঘণ্টা সময় লাগে। এত দীর্ঘ সময় স্মার্টফোনের চার্জ থাকে না। তাই একটি পাওয়া ব্যাংক অবশ্যই সঙ্গে থাকা উচিত। চার্জারের ক্ষমতা যথেষ্ট মাত্রায় থাকা উচিত, যাতে এটি আপনার ডিভাইসগুলো একাধিকবার চার্জ দিতে পারে।
ট্যাবলেট বা ই-রিডার
লম্বা যাত্রায় বিনোদনের জন্য ট্যাবলেট বা ই-রিডার দারুণ সঙ্গী। এতে বই, সিনেমা, টিভি শো, বিভিন্ন ভিডিও কিংবা গেমস ডাউনলোড করে রাখতে পারেন। সঙ্গে শিশু থাকলে দীর্ঘ যাত্রায় সেটি আপনাকে সহায়তা করবে বিভিন্নভাবে। ট্যাবলেট হিসেবে আইপ্যাড, স্যামসাং গ্যালাক্সি ট্যাব কিংবা শাওমি প্যাড নিতে পারেন। আর বই পড়ার জন্য কিন্ডল ই-রিডার।
ট্রাভেল অ্যাপ
যাত্রার সময় প্রয়োজনীয় অ্যাপগুলো আগে থেকেই ডাউনলোড করে রাখুন। অনেক সময় ইন্টারনেটের শক্তিশালী সংযোগ পাওয়া যায় না। ট্রেনে যাত্রা করলে অবশ্যই প্লে স্টোর থেকে বাংলাদেশ রেলওয়ের অ্যাপ ‘রেল সেবা’ ডাউনলোড করে নিন। প্রিন্ট করা টিকিট হারিয়ে গেলে কিংবা টিকিটের পিডিএফ মোবাইল ফোন থেকে মুছে গেলে এই অ্যাপ আপনাকে সহায়তা করবে।
রিচার্জেবল মিনি ফ্যান
ঈদযাত্রার সময় পছন্দমতো ট্রেন বা বাসের টিকিট পাওয়া মুশকিল। তাই অনেকে এসি সিট পান না। প্রচণ্ড গরমে যাত্রার সময় অস্বস্তিবোধ হতে পারে। অনেকে অসুস্থও হয়ে যেতে পারেন; বিশেষ করে শিশুরা। এ জন্য রিচার্জেবল মিনি ফ্যান ব্যবহার করতে পারেন। ফ্যানগুলো আকারে ছোট, তাই সহজে ব্যাগে রাখা যায়। এই গরমকালে ঈদের দীর্ঘ ভ্রমণে চার্জার ফ্যান ভীষণ জরুরি।
নেক পিলো
দীর্ঘ যাত্রাপথে ঘাড়ের ব্যথা এড়াতে আরামদায়ক নেক পিলো ব্যবহার করতে পারেন। আর ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার জন্য চোখের ওপর আই মাস্কও পরতে পারেন।
কিছুদিন পরেই ঈদুল আজহা। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে খুশির দিনটি উদ্যাপন করতে দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন অনেকে। কিছু গ্যাজেটের সাহায্যে এই যাত্রা আরামদায়ক ও বিরক্তিহীন করে তোলা যায়।
নয়েজ ক্যানসেলিং হেডফোন
ট্রেন বা বাসযাত্রায় চারপাশের শব্দে বিরক্ত হওয়াই স্বাভাবিক। নয়েজ ক্যানসেলিং হেডফোন যেমন আপনাকে গান শোনাবে, তেমনি আশপাশের শব্দ থেকেও রেহাই দেবে। গান না শুনলেও হেডফোনটি কানে লাগিয়ে রাখলে যাত্রাপথে আরামে ঘুমোতে অথবা বই পড়তে পারবেন।
ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টর
ট্রেনে বা বাসে অনেক সময় চার্জিং পোর্ট থাকে। পোর্টগুলো মোবাইল ফোন চার্জারের সঙ্গে মানানসই নাও হতে পারে। এ জন্য চার্জিং অ্যাডাপ্টর সঙ্গে না নিয়ে একটিমাত্র ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টর সঙ্গে রাখা ভালো। এর সঙ্গে অনেক পোর্ট থাকে, তাই একসঙ্গে একাধিক ডিভাইসও চার্জ দিতে পারবেন। যাত্রার সময় কাজে লাগার পাশাপাশি অন্য কারও বাড়িতে থাকার সময়ও ডিভাইস চার্জ দিতে এই অ্যাডাপ্টর সাহায্য করতে পারে।
পাওয়ার ব্যাংক
মোবাইল ফোন, ট্যাবলেট, ক্যামেরা ইত্যাদি ডিভাইস চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক খুবই কাজে লাগে। ঈদযাত্রায় ট্রেন বা বাসের ধীরগতির কারণে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অনেকের গ্রামের বাড়িতে পৌঁছাতে ১৪ থেকে ১৫ ঘণ্টা সময় লাগে। এত দীর্ঘ সময় স্মার্টফোনের চার্জ থাকে না। তাই একটি পাওয়া ব্যাংক অবশ্যই সঙ্গে থাকা উচিত। চার্জারের ক্ষমতা যথেষ্ট মাত্রায় থাকা উচিত, যাতে এটি আপনার ডিভাইসগুলো একাধিকবার চার্জ দিতে পারে।
ট্যাবলেট বা ই-রিডার
লম্বা যাত্রায় বিনোদনের জন্য ট্যাবলেট বা ই-রিডার দারুণ সঙ্গী। এতে বই, সিনেমা, টিভি শো, বিভিন্ন ভিডিও কিংবা গেমস ডাউনলোড করে রাখতে পারেন। সঙ্গে শিশু থাকলে দীর্ঘ যাত্রায় সেটি আপনাকে সহায়তা করবে বিভিন্নভাবে। ট্যাবলেট হিসেবে আইপ্যাড, স্যামসাং গ্যালাক্সি ট্যাব কিংবা শাওমি প্যাড নিতে পারেন। আর বই পড়ার জন্য কিন্ডল ই-রিডার।
ট্রাভেল অ্যাপ
যাত্রার সময় প্রয়োজনীয় অ্যাপগুলো আগে থেকেই ডাউনলোড করে রাখুন। অনেক সময় ইন্টারনেটের শক্তিশালী সংযোগ পাওয়া যায় না। ট্রেনে যাত্রা করলে অবশ্যই প্লে স্টোর থেকে বাংলাদেশ রেলওয়ের অ্যাপ ‘রেল সেবা’ ডাউনলোড করে নিন। প্রিন্ট করা টিকিট হারিয়ে গেলে কিংবা টিকিটের পিডিএফ মোবাইল ফোন থেকে মুছে গেলে এই অ্যাপ আপনাকে সহায়তা করবে।
রিচার্জেবল মিনি ফ্যান
ঈদযাত্রার সময় পছন্দমতো ট্রেন বা বাসের টিকিট পাওয়া মুশকিল। তাই অনেকে এসি সিট পান না। প্রচণ্ড গরমে যাত্রার সময় অস্বস্তিবোধ হতে পারে। অনেকে অসুস্থও হয়ে যেতে পারেন; বিশেষ করে শিশুরা। এ জন্য রিচার্জেবল মিনি ফ্যান ব্যবহার করতে পারেন। ফ্যানগুলো আকারে ছোট, তাই সহজে ব্যাগে রাখা যায়। এই গরমকালে ঈদের দীর্ঘ ভ্রমণে চার্জার ফ্যান ভীষণ জরুরি।
নেক পিলো
দীর্ঘ যাত্রাপথে ঘাড়ের ব্যথা এড়াতে আরামদায়ক নেক পিলো ব্যবহার করতে পারেন। আর ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার জন্য চোখের ওপর আই মাস্কও পরতে পারেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপের ওপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারির পরপরই হুয়াওয়ের এই ঘোষণা চীনের এআই কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী। এত দিন পর্যন্ত এনভিডিয়ার এইচ২০ চিপটি চীনা বাজারে অবাধে বিক্রি করার অনুমতি ছিল, যা ছিল চীনের এআই কোম্পানিগুলোর জন্য প্রধান চিপ।
৭ ঘণ্টা আগেপ্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
১২ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
১৩ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
১৬ ঘণ্টা আগে