Ajker Patrika

ঈদযাত্রায় সঙ্গী হোক গ্যাজেট

প্রমিতি কিবরিয়া ইসলাম, ঢাকা 
ঈদযাত্রায় সঙ্গী হোক গ্যাজেট

কিছুদিন পরেই ঈদুল আজহা। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে খুশির দিনটি উদ্‌যাপন করতে দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন অনেকে। কিছু গ্যাজেটের সাহায্যে এই যাত্রা আরামদায়ক ও বিরক্তিহীন করে তোলা যায়। 

নয়েজ ক্যানসেলিং হেডফোন
ট্রেন বা বাসযাত্রায় চারপাশের শব্দে বিরক্ত হওয়াই স্বাভাবিক। নয়েজ ক্যানসেলিং হেডফোন যেমন আপনাকে গান শোনাবে, তেমনি আশপাশের শব্দ থেকেও রেহাই দেবে। গান না শুনলেও হেডফোনটি কানে লাগিয়ে রাখলে যাত্রাপথে আরামে ঘুমোতে অথবা বই পড়তে পারবেন। 

ছবি:সংগৃহীতইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টর
ট্রেনে বা বাসে অনেক সময় চার্জিং পোর্ট থাকে। পোর্টগুলো মোবাইল ফোন চার্জারের সঙ্গে মানানসই নাও হতে পারে। এ জন্য চার্জিং অ্যাডাপ্টর সঙ্গে না নিয়ে একটিমাত্র ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টর সঙ্গে রাখা ভালো। এর সঙ্গে অনেক পোর্ট থাকে, তাই একসঙ্গে একাধিক ডিভাইসও চার্জ দিতে পারবেন। যাত্রার সময় কাজে লাগার পাশাপাশি অন্য কারও বাড়িতে থাকার সময়ও ডিভাইস চার্জ দিতে এই অ্যাডাপ্টর সাহায্য করতে পারে।

ছবি:সংগৃহীতপাওয়ার ব্যাংক
মোবাইল ফোন, ট্যাবলেট, ক্যামেরা ইত্যাদি ডিভাইস চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক খুবই কাজে লাগে। ঈদযাত্রায় ট্রেন বা বাসের ধীরগতির কারণে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অনেকের গ্রামের বাড়িতে পৌঁছাতে ১৪ থেকে ১৫ ঘণ্টা সময় লাগে। এত দীর্ঘ সময় স্মার্টফোনের চার্জ থাকে না। তাই একটি পাওয়া ব্যাংক অবশ্যই সঙ্গে থাকা উচিত। চার্জারের ক্ষমতা যথেষ্ট মাত্রায় থাকা উচিত, যাতে এটি আপনার ডিভাইসগুলো একাধিকবার চার্জ দিতে পারে। 

ছবি:সংগৃহীতট্যাবলেট বা ই-রিডার
লম্বা যাত্রায় বিনোদনের জন্য ট্যাবলেট বা ই-রিডার দারুণ সঙ্গী। এতে বই, সিনেমা, টিভি শো, বিভিন্ন ভিডিও কিংবা গেমস ডাউনলোড করে রাখতে পারেন। সঙ্গে শিশু থাকলে দীর্ঘ যাত্রায় সেটি আপনাকে সহায়তা করবে বিভিন্নভাবে। ট্যাবলেট হিসেবে আইপ্যাড, স্যামসাং গ্যালাক্সি ট্যাব কিংবা শাওমি প্যাড নিতে পারেন। আর বই পড়ার জন্য কিন্ডল ই-রিডার। 

ছবি:সংগৃহীতট্রাভেল অ্যাপ
যাত্রার সময় প্রয়োজনীয় অ্যাপগুলো আগে থেকেই ডাউনলোড করে রাখুন। অনেক সময় ইন্টারনেটের শক্তিশালী সংযোগ পাওয়া যায় না। ট্রেনে যাত্রা করলে অবশ্যই প্লে স্টোর থেকে বাংলাদেশ রেলওয়ের অ্যাপ ‘রেল সেবা’ ডাউনলোড করে নিন। প্রিন্ট করা টিকিট হারিয়ে গেলে কিংবা টিকিটের পিডিএফ মোবাইল ফোন থেকে মুছে গেলে এই অ্যাপ আপনাকে সহায়তা করবে।  

ছবি:সংগৃহীতরিচার্জেবল মিনি ফ্যান
ঈদযাত্রার সময় পছন্দমতো ট্রেন বা বাসের টিকিট পাওয়া মুশকিল। তাই অনেকে এসি সিট পান না। প্রচণ্ড গরমে যাত্রার সময় অস্বস্তিবোধ হতে পারে। অনেকে অসুস্থও হয়ে যেতে পারেন; বিশেষ করে শিশুরা। এ জন্য রিচার্জেবল মিনি ফ্যান ব্যবহার করতে পারেন। ফ্যানগুলো আকারে ছোট, তাই সহজে ব্যাগে রাখা যায়। এই গরমকালে ঈদের দীর্ঘ ভ্রমণে চার্জার ফ্যান ভীষণ জরুরি।

ছবি:সংগৃহীতনেক পিলো
দীর্ঘ যাত্রাপথে ঘাড়ের ব্যথা এড়াতে আরামদায়ক নেক পিলো ব্যবহার করতে পারেন। আর ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার জন্য চোখের ওপর আই মাস্কও পরতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত