অনলাইন ডেস্ক
পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে ফিরেছে জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ‘ফোর্টনাইট’। অ্যাপল ও গেম নির্মাতা এপিক গেমসের দীর্ঘদিনের আইনি লড়াইয়ের মধ্যেই এই প্রত্যাবর্তন ঘটেছে।
গতকাল মঙ্গলবার (২০ মে) থেকে ইউরোপীয় ইউনিয়নের এপিক গেমস স্টোর ও অল্টস্টোরে পাওয়া যাচ্ছে ফোর্টনাইট। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের এক পোস্টে এপিক গেমস জানিয়েছে, শিগগির অ্যাপ স্টোরে খোঁজ করলে দেখা যাবে গেমটি।
২০২০ সালে এপিক গেমস তাদের ফোর্টনাইট গেমের একটি ওয়েবভিত্তিক আপডেটের মাধ্যমে ইন-অ্যাপ কেনাকাটার জন্য সরাসরি পেমেন্ট নেওয়ার ব্যবস্থা করে। এতে অ্যাপলের নিজস্ব পেমেন্ট-ব্যবস্থাকে এড়িয়ে যাওয়া হয়, যেখানে সাধারণত ৩০ শতাংশ পর্যন্ত ফি কাটে অ্যাপল। এতে অসন্তুষ্ট হয়ে ফোর্টনাইটকে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয় অ্যাপল এবং একটি দীর্ঘমেয়াদি আইনি লড়াই শুরু হয়।
যুক্তরাষ্ট্রের আদালত পরে এপিকের পক্ষেই রায় দেন। বিচারক জানান, অ্যাপল ইচ্ছাকৃতভাবে প্রতিযোগিতাবিরোধী দামের নিয়ম ভেঙেছে। গত মাসে ওই বিচারক বলেন, অ্যাপলকে এখন থেকে ডেভেলপারদের অ্যাপ স্টোরের বাইরেও পেমেন্ট সংগ্রহের সুযোগ দিতে হবে এবং তাতে কোনো অতিরিক্ত ফি ধার্য করা যাবে না।
ফোর্টনাইট আবার যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে ফিরতে চাইলে সেটিকে অ্যাপলের অ্যাপ রিভিউ প্রক্রিয়া অতিক্রম করতে হয়। এটি এমন একটি প্রক্রিয়া, যেখানে অ্যাপল কর্মীরা নতুন অ্যাপ বা আপডেট যাচাই করেন, যেন সেগুলো অ্যাপলের নীতিমালা অনুসারে চলে।
৯ মে এপিক ফোর্টনাইট অ্যাপটি আবার অ্যাপলে জমা দেয়। এরপর অ্যাপল অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব করে। তখন এপিক অভিযোগ তোলে, অ্যাপল ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে গেমটি আটকে রেখেছে।
এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ইভন গঞ্জালেজ রজার্স বলেন, অ্যাপলকে হয় এপিকের গেম অনুমোদন দিতে হবে, নতুবা সেটা আটকে রাখার জন্য আইনগত যুক্তি দেখাতে হবে। এতে এপিক গেমসের পক্ষেই পরিস্থিতি কিছুটা ঝুঁকে পড়ে।
অ্যাপ স্টোরে নতুন করে আসা ফোর্টনাইট সংস্করণেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। গেমের ভেতরে যাঁরা অ্যাপলের পেমেন্ট সিস্টেম ব্যবহার না করে সরাসরি এপিক গেমসের মাধ্যমে কেনাকাটা করবেন, তাঁরা ২০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ এপিকের নিজস্ব পেমেন্ট অপশন ব্যবহার করলে গেমারেরা আগের মতোই ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন।
গত মাসের রায়ের পর অ্যামাজন ও স্পটিফাইয়ের মতো বড় অ্যাপ নির্মাতারা তাদের অ্যাপে পরিবর্তন আনে। উদাহরণস্বরূপ, এখন আইফোনে কিনডেল অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা সরাসরি কিনডেল বই কিনতে পারেন।
এপিক যখন অ্যাপলের বিরুদ্ধে মামলা করে, তখন অ্যাপল শুধু ফোর্টনাইট সরিয়েই দেয়নি, বরং এপিকের ডেভেলপার অ্যাকাউন্টও বাতিল করেছিল। তবে ডিজিটাল মার্কেট আইনের কারণে ইউরোপে এপিক একটি নতুন ডেভেলপার অ্যাকাউন্ট তৈরি করতে সক্ষম হয় এবং এখন একটি তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরের মাধ্যমে ফোর্টনাইট অ্যাপ সরবরাহ করছে।
ইউরোপ ছাড়াও বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারীরা ক্লাউড গেমিং পরিষেবার মাধ্যমে ফোর্টনাইট খেলতে পারেন।
অ্যাপল অ্যাপ স্টোর থেকে যে ফি নেয়, তা তাদের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি ‘সার্ভিসেস’ বিভাগে অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন, অ্যাপলকেয়ার, পেমেন্ট সেবা ও সাবস্ক্রিপশন। গত মার্চে শেষ হওয়া প্রান্তিকে এই বিভাগ থেকে অ্যাপল প্রায় ২৭ বিলিয়ন ডলার আয় করেছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও সিএনবিসি
পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে ফিরেছে জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ‘ফোর্টনাইট’। অ্যাপল ও গেম নির্মাতা এপিক গেমসের দীর্ঘদিনের আইনি লড়াইয়ের মধ্যেই এই প্রত্যাবর্তন ঘটেছে।
গতকাল মঙ্গলবার (২০ মে) থেকে ইউরোপীয় ইউনিয়নের এপিক গেমস স্টোর ও অল্টস্টোরে পাওয়া যাচ্ছে ফোর্টনাইট। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের এক পোস্টে এপিক গেমস জানিয়েছে, শিগগির অ্যাপ স্টোরে খোঁজ করলে দেখা যাবে গেমটি।
২০২০ সালে এপিক গেমস তাদের ফোর্টনাইট গেমের একটি ওয়েবভিত্তিক আপডেটের মাধ্যমে ইন-অ্যাপ কেনাকাটার জন্য সরাসরি পেমেন্ট নেওয়ার ব্যবস্থা করে। এতে অ্যাপলের নিজস্ব পেমেন্ট-ব্যবস্থাকে এড়িয়ে যাওয়া হয়, যেখানে সাধারণত ৩০ শতাংশ পর্যন্ত ফি কাটে অ্যাপল। এতে অসন্তুষ্ট হয়ে ফোর্টনাইটকে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয় অ্যাপল এবং একটি দীর্ঘমেয়াদি আইনি লড়াই শুরু হয়।
যুক্তরাষ্ট্রের আদালত পরে এপিকের পক্ষেই রায় দেন। বিচারক জানান, অ্যাপল ইচ্ছাকৃতভাবে প্রতিযোগিতাবিরোধী দামের নিয়ম ভেঙেছে। গত মাসে ওই বিচারক বলেন, অ্যাপলকে এখন থেকে ডেভেলপারদের অ্যাপ স্টোরের বাইরেও পেমেন্ট সংগ্রহের সুযোগ দিতে হবে এবং তাতে কোনো অতিরিক্ত ফি ধার্য করা যাবে না।
ফোর্টনাইট আবার যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে ফিরতে চাইলে সেটিকে অ্যাপলের অ্যাপ রিভিউ প্রক্রিয়া অতিক্রম করতে হয়। এটি এমন একটি প্রক্রিয়া, যেখানে অ্যাপল কর্মীরা নতুন অ্যাপ বা আপডেট যাচাই করেন, যেন সেগুলো অ্যাপলের নীতিমালা অনুসারে চলে।
৯ মে এপিক ফোর্টনাইট অ্যাপটি আবার অ্যাপলে জমা দেয়। এরপর অ্যাপল অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব করে। তখন এপিক অভিযোগ তোলে, অ্যাপল ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে গেমটি আটকে রেখেছে।
এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ইভন গঞ্জালেজ রজার্স বলেন, অ্যাপলকে হয় এপিকের গেম অনুমোদন দিতে হবে, নতুবা সেটা আটকে রাখার জন্য আইনগত যুক্তি দেখাতে হবে। এতে এপিক গেমসের পক্ষেই পরিস্থিতি কিছুটা ঝুঁকে পড়ে।
অ্যাপ স্টোরে নতুন করে আসা ফোর্টনাইট সংস্করণেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। গেমের ভেতরে যাঁরা অ্যাপলের পেমেন্ট সিস্টেম ব্যবহার না করে সরাসরি এপিক গেমসের মাধ্যমে কেনাকাটা করবেন, তাঁরা ২০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ এপিকের নিজস্ব পেমেন্ট অপশন ব্যবহার করলে গেমারেরা আগের মতোই ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন।
গত মাসের রায়ের পর অ্যামাজন ও স্পটিফাইয়ের মতো বড় অ্যাপ নির্মাতারা তাদের অ্যাপে পরিবর্তন আনে। উদাহরণস্বরূপ, এখন আইফোনে কিনডেল অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা সরাসরি কিনডেল বই কিনতে পারেন।
এপিক যখন অ্যাপলের বিরুদ্ধে মামলা করে, তখন অ্যাপল শুধু ফোর্টনাইট সরিয়েই দেয়নি, বরং এপিকের ডেভেলপার অ্যাকাউন্টও বাতিল করেছিল। তবে ডিজিটাল মার্কেট আইনের কারণে ইউরোপে এপিক একটি নতুন ডেভেলপার অ্যাকাউন্ট তৈরি করতে সক্ষম হয় এবং এখন একটি তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরের মাধ্যমে ফোর্টনাইট অ্যাপ সরবরাহ করছে।
ইউরোপ ছাড়াও বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারীরা ক্লাউড গেমিং পরিষেবার মাধ্যমে ফোর্টনাইট খেলতে পারেন।
অ্যাপল অ্যাপ স্টোর থেকে যে ফি নেয়, তা তাদের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি ‘সার্ভিসেস’ বিভাগে অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন, অ্যাপলকেয়ার, পেমেন্ট সেবা ও সাবস্ক্রিপশন। গত মার্চে শেষ হওয়া প্রান্তিকে এই বিভাগ থেকে অ্যাপল প্রায় ২৭ বিলিয়ন ডলার আয় করেছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও সিএনবিসি
ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি দিনে গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা প্রশ্ন পাচ্ছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই প্রতিদিন ৩৩ কোটির মতো প্রম্পট পাঠানো হয়। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওসকে এসব তথ্য জানিয়েছে ওপেনএআই।
২৬ মিনিট আগে২০১৩ সাল থেকে বাংলায় প্রযুক্তি রিভিউ কনটেন্ট নির্মাণ করে তিনি গড়ে তুলেছেন ‘এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি’ নামের একটি ইউটিউব প্ল্যাটফর্ম। এখানে তিনি সহজ ভাষায় তুলে ধরছেন মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন স্মার্ট ডিভাইসের খুঁটিনাটি বিশ্লেষণ। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ২৫ লাখ ৬০ হাজার
২ ঘণ্টা আগেসম্প্রতি একদল শৌখিন বিজ্ঞানী সৌরজগতের প্রায় শেষ সীমায়, প্লুটো থেকেও বহুদূরে কুইপার বেল্ট ছাড়িয়ে, আরেকটি রহস্যময় গ্রহ আবিষ্কার করতে পেরেছেন। সৌরজগতের ওই অঞ্চলে আলো এবং তাপমাত্রা খুব কম। তবে বিস্ময়কর গ্রহটি একটি সাধারণ গ্রহের তুলনায় আকার-আয়তনে বেশ ছোট। মাত্র ৭০০ কিলোমিটার বা ৪৩৫ মাইল ব্যাসের এই বামন
২ ঘণ্টা আগেফেসবুকের গোপনীয়তা লঙ্ঘনে ৮ বিলিয়ন ডলারের মামলার তোপে পড়েছিলেন মার্ক জাকারবার্গ। অভিযোগটা ছিল গুরুতর, ফেসবুক নাকি বছরের পর বছর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গচ্ছিত রাখতে পারেনি। আর সেগুলো তৃতীয় পক্ষের হাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
২ ঘণ্টা আগে