ক্রীড়া ডেস্ক
এমিরেটস স্টেডিয়ামে দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির আক্রমণে একরকম দিশেহারা হয়ে পড়ে টটেনহ্যামের রক্ষণভাগ। ব্রাজিলিয়ান কোচ তিতের একাদশে জায়গা না হলেও মিকেল আর্তেতার আর্সেনালের প্রাণভ্রমরা হয়ে উঠেছেন জেসুস। আজ শনিবার ঘরের মাঠে জেসুস এবং দুই মিডফিল্ডার গ্রানিত জাকা ও টমাস পার্টির গোলে মৌসুমের প্রথম উত্তর লন্ডন ডার্বি জিতে নিলো গানাররা। স্পার্সদের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন।
এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। ঘরের মাঠে স্কোরটা হালির বেশিও হতে পারত স্বাগতিকদের। তাদের ২২ শটের আটটিই ছিল লক্ষ্যে। তবে বারবার হতাশ হতে হয়েছে কেবল ফিনিশিং এবং টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসের কাছে। তবুও জয় পেতে বেগ পেতে হয়নি। গতবারের মতো চলতি মৌসুমেও এমিরেটসে প্রথম উত্তর লন্ডন ডার্বির ফল একই হলো (৩–১)। যদিও গতবার টটেনহ্যামের মাঠে গিয়ে পরে ৩–০ ব্যবধানে হেরেছিল আর্সেনাল।
ম্যাচের ২০ মিনিটে ঘানার মিডফিল্ডার পার্টি আর্সেনালকে এগিয়ে দেন। বেন হোয়াইটের থেকে বল পেয়েই ২৫ গজ দূর থেকে চোখধাঁধানো শট নেন তিনি। ৩১ মিনিটে সফল স্পট কিকে কেন টটেনহ্যামকে সমতায় ফেরান। বিরতি থেকে ফিরেই আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান জেসুস। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পঞ্চম গোল এটি। ৬২ মিনিটে জাকাকে বাজেভাবে ট্যাকেল করে লালকার্ড দেখেন টটেনহ্যামের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন। তখন প্রতিপক্ষের মাঠে আরও কোণঠাসায় পড়ে যায় আন্তনিও কন্তের দল। আর এই সুযোগ ভালোভাবেই কাজে লাগায় স্বাগতিকরা। যার সুবাদে ৬৭ মিনিটে সুইডিশ মিডফিল্ডার জাকা আর্সেনালকে আরও একবার এগিয়ে নেন।
পরে গোল করার উদ্দেশ্য বাদ দিয়ে ১০ জনের টটেনহ্যামকে নিজেদের রক্ষণ নিয়েই ব্যস্ত থাকতে হয়। তাতে মৌসুমের প্রথম উত্তর লন্ডন ডার্বিতে ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। এ জয়ে লিগে আট ম্যাচে সাত জয় ও এক পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল আর্সেনাল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্টে দুইয়ে ম্যানেচেস্টার সিটি।
এমিরেটস স্টেডিয়ামে দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির আক্রমণে একরকম দিশেহারা হয়ে পড়ে টটেনহ্যামের রক্ষণভাগ। ব্রাজিলিয়ান কোচ তিতের একাদশে জায়গা না হলেও মিকেল আর্তেতার আর্সেনালের প্রাণভ্রমরা হয়ে উঠেছেন জেসুস। আজ শনিবার ঘরের মাঠে জেসুস এবং দুই মিডফিল্ডার গ্রানিত জাকা ও টমাস পার্টির গোলে মৌসুমের প্রথম উত্তর লন্ডন ডার্বি জিতে নিলো গানাররা। স্পার্সদের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন।
এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। ঘরের মাঠে স্কোরটা হালির বেশিও হতে পারত স্বাগতিকদের। তাদের ২২ শটের আটটিই ছিল লক্ষ্যে। তবে বারবার হতাশ হতে হয়েছে কেবল ফিনিশিং এবং টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসের কাছে। তবুও জয় পেতে বেগ পেতে হয়নি। গতবারের মতো চলতি মৌসুমেও এমিরেটসে প্রথম উত্তর লন্ডন ডার্বির ফল একই হলো (৩–১)। যদিও গতবার টটেনহ্যামের মাঠে গিয়ে পরে ৩–০ ব্যবধানে হেরেছিল আর্সেনাল।
ম্যাচের ২০ মিনিটে ঘানার মিডফিল্ডার পার্টি আর্সেনালকে এগিয়ে দেন। বেন হোয়াইটের থেকে বল পেয়েই ২৫ গজ দূর থেকে চোখধাঁধানো শট নেন তিনি। ৩১ মিনিটে সফল স্পট কিকে কেন টটেনহ্যামকে সমতায় ফেরান। বিরতি থেকে ফিরেই আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান জেসুস। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পঞ্চম গোল এটি। ৬২ মিনিটে জাকাকে বাজেভাবে ট্যাকেল করে লালকার্ড দেখেন টটেনহ্যামের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন। তখন প্রতিপক্ষের মাঠে আরও কোণঠাসায় পড়ে যায় আন্তনিও কন্তের দল। আর এই সুযোগ ভালোভাবেই কাজে লাগায় স্বাগতিকরা। যার সুবাদে ৬৭ মিনিটে সুইডিশ মিডফিল্ডার জাকা আর্সেনালকে আরও একবার এগিয়ে নেন।
পরে গোল করার উদ্দেশ্য বাদ দিয়ে ১০ জনের টটেনহ্যামকে নিজেদের রক্ষণ নিয়েই ব্যস্ত থাকতে হয়। তাতে মৌসুমের প্রথম উত্তর লন্ডন ডার্বিতে ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। এ জয়ে লিগে আট ম্যাচে সাত জয় ও এক পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল আর্সেনাল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্টে দুইয়ে ম্যানেচেস্টার সিটি।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৩৭ মিনিট আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৪০ মিনিট আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
২ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২ ঘণ্টা আগে