নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিফা প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছেন সাবিনা খাতুন-মারিয়া মান্দারা। প্রতিপক্ষ চীনা তাইপে। বসুন্ধরা কিংস অ্যারোনায় বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। একই ভেন্যুতে দুই ম্যাচ সিরিজের পরেরটি হবে ৩ জুন।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪০। চীনা তাইপের ৪০। কাগজে-কলমে যোজন যোজন এগিয়ে থাকা চীনা তাইপের বিপক্ষে এই প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের লক্ষ্য কী? ম্যাচকে সামনে রেখে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। দলের লক্ষ্যের প্রশ্নে সাবিনা বললেন, ‘আমরা শেষ যে কয়টা ম্যাচ খেলেছি, সেটার ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য। নিজেদের অবস্থান কোথায় (এই ম্যাচ খেলে) বুঝতে পারব। যেহেতু অনেক দিন ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলি না, আপনারাও জানেন প্রস্তুতি ক্যাম্পে থাকা আর টুর্নামেন্টের বাইরে থাকা ভিন্ন ব্যাপার।’
অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন সাবিনারা। আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় স্বস্তি বাংলাদেশ নারী দলের অধিনায়কের, ‘রিলিফ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা, সব মিলিয়ে আসলে (পরের) সাফের জন্য অবশ্যই এগুলো দরকার। গত সাফের পর মালয়েশিয়া, সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছি। সাফে যদি ভালো করতে চাই, ফল যা-ই হোক, এ রকম ভালো টিমের সাথে খেলা দরকার আমাদের।’
তিন মাস ধরে বাটলারের অধীনে প্রস্তুতি নিচ্ছেন সাবিনারা। এই সময়ে নতুন কোচের নতুন দর্শনের সঙ্গেও মেয়েদের মানিয়ে নিতে হয়েছে বলে জানালেন সাবিনা, ‘সব কোচেরই নিজস্ব দর্শন থাকে, সে সেভাবে চেষ্টা করেছে, মেয়েরাও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। যেহেতু শেষ ছয়-সাত বছর একভাবে ছিলাম। তো হঠাৎ করেই অন্য কোচের দর্শনের সঙ্গে মানিয়ে নেওয়া অবশ্যই কঠিন। তারপরও মেয়েরা চেষ্টা করেছে। সব সময় মেয়েদের সহজভাবে বোঝানো, তার যে দৃষ্টিভঙ্গি...মোটামুটি ভালো।’ নতুন কোচের অধীনে পরিবর্তন এসেছে ফরমেশনে, ‘আমরা আগে যেভাবে খেলেছি, সেভাবে না। ৪-২-৩-১ এই ফরমেশনে খেলেছি,৪-৪-২ ফরমেশনে খেলেছি মাঝেমধ্যে, কিন্তু তিনি চাচ্ছেন রক্ষণের শক্তি আরেকটু বাড়িয়ে, অ্যাটাকিং কমপ্যাক্ট রেখে, টোটাল টিম সেইপ রেখে যেন আমরা খেলতে পারি।’
প্রতিপক্ষের ফিফা র্যাঙ্কিংয়ের উচ্চতর অবস্থানের দিকে তাকিয়ে ‘বিভ্রান্ত’ না হওয়ার আহ্বান পিটার বাটলারের। বললেন, ‘ফিফা র্যাঙ্কিং নিয়ে দয়া করে বিভ্রান্ত হবেন না। আপনি যদি ফুটবল খেলতে পারেন, যেকোনো জায়গাতেই খেলতে পারেন।’
ফিফা প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছেন সাবিনা খাতুন-মারিয়া মান্দারা। প্রতিপক্ষ চীনা তাইপে। বসুন্ধরা কিংস অ্যারোনায় বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। একই ভেন্যুতে দুই ম্যাচ সিরিজের পরেরটি হবে ৩ জুন।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪০। চীনা তাইপের ৪০। কাগজে-কলমে যোজন যোজন এগিয়ে থাকা চীনা তাইপের বিপক্ষে এই প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের লক্ষ্য কী? ম্যাচকে সামনে রেখে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। দলের লক্ষ্যের প্রশ্নে সাবিনা বললেন, ‘আমরা শেষ যে কয়টা ম্যাচ খেলেছি, সেটার ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য। নিজেদের অবস্থান কোথায় (এই ম্যাচ খেলে) বুঝতে পারব। যেহেতু অনেক দিন ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলি না, আপনারাও জানেন প্রস্তুতি ক্যাম্পে থাকা আর টুর্নামেন্টের বাইরে থাকা ভিন্ন ব্যাপার।’
অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন সাবিনারা। আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় স্বস্তি বাংলাদেশ নারী দলের অধিনায়কের, ‘রিলিফ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা, সব মিলিয়ে আসলে (পরের) সাফের জন্য অবশ্যই এগুলো দরকার। গত সাফের পর মালয়েশিয়া, সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছি। সাফে যদি ভালো করতে চাই, ফল যা-ই হোক, এ রকম ভালো টিমের সাথে খেলা দরকার আমাদের।’
তিন মাস ধরে বাটলারের অধীনে প্রস্তুতি নিচ্ছেন সাবিনারা। এই সময়ে নতুন কোচের নতুন দর্শনের সঙ্গেও মেয়েদের মানিয়ে নিতে হয়েছে বলে জানালেন সাবিনা, ‘সব কোচেরই নিজস্ব দর্শন থাকে, সে সেভাবে চেষ্টা করেছে, মেয়েরাও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। যেহেতু শেষ ছয়-সাত বছর একভাবে ছিলাম। তো হঠাৎ করেই অন্য কোচের দর্শনের সঙ্গে মানিয়ে নেওয়া অবশ্যই কঠিন। তারপরও মেয়েরা চেষ্টা করেছে। সব সময় মেয়েদের সহজভাবে বোঝানো, তার যে দৃষ্টিভঙ্গি...মোটামুটি ভালো।’ নতুন কোচের অধীনে পরিবর্তন এসেছে ফরমেশনে, ‘আমরা আগে যেভাবে খেলেছি, সেভাবে না। ৪-২-৩-১ এই ফরমেশনে খেলেছি,৪-৪-২ ফরমেশনে খেলেছি মাঝেমধ্যে, কিন্তু তিনি চাচ্ছেন রক্ষণের শক্তি আরেকটু বাড়িয়ে, অ্যাটাকিং কমপ্যাক্ট রেখে, টোটাল টিম সেইপ রেখে যেন আমরা খেলতে পারি।’
প্রতিপক্ষের ফিফা র্যাঙ্কিংয়ের উচ্চতর অবস্থানের দিকে তাকিয়ে ‘বিভ্রান্ত’ না হওয়ার আহ্বান পিটার বাটলারের। বললেন, ‘ফিফা র্যাঙ্কিং নিয়ে দয়া করে বিভ্রান্ত হবেন না। আপনি যদি ফুটবল খেলতে পারেন, যেকোনো জায়গাতেই খেলতে পারেন।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
৯ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে