‘কীর্তিমানের মৃত্যু নেই’—বহুল প্রচলিত এই প্রবাদ যেন গতকাল অনেকের নতুন করে মনে পড়েছে। ডিয়েগো ম্যারাডোনার তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। তিন বছর পেরিয়ে গেলেও ভক্ত-সমর্থকেরা তাঁকে স্মরণ করেছেন। কারণ তিনি যে কিংবদন্তি। দৈহিক মৃত্যু হলেও তিনি যে কীর্তি গড়েছেন ফুটবল ইতিহাসে, তা চিরস্মরণীয়।
ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর দিনই গতকাল সিরি ‘আ’তে নাপোলি খেলেছিল আতালান্তার বিপক্ষে। গিউইস স্টেডিয়ামে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছিল নাপোলি। ফুটবলাররা মাঠের পারফরম্যান্সে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তিকে ‘স্মরণ’ করেছেন। এ ছাড়া গতকাল সকাল থেকেই স্থানীয় ও পর্যটকদের পদচারণা দেখে গেছে কোয়ার্শিনেরি স্পাগনোলিতে। ইতালির নাপোলি শহরের এই এলাকাতেই রয়েছে কিংবদন্তি ম্যারাডোনার ম্যুরাল। নাপোলি ভক্ত-সমর্থকেরা কোয়ার্শিনেরি স্পাগনোলিতে একত্রিত হয়ে খেলা দেখেছেন। বার্গামোতে অনুষ্ঠিত গতকাল সিরি ‘আ’তে নাপোলির জয় দেখেছেন তাঁরা।
নাপোলির ভক্ত-সমর্থকেরা ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর স্মরণে ফ্ল্যাশমবও আয়োজন করেছেন। ভক্ত-সমর্থকেরা গান গেয়ে স্মরণীয় করে রেখেছেন দিনটিকে। সামাজিক মাধ্যমে দেখা যায়, নাপোলি ভক্ত-সমর্থকদের যাঁরা ম্যুরাল দেখেছেন, তাঁরা এলইডি মোমবাতি নিয়ে গেছেন বলে জানিয়েছেন। নাপোলি তাঁদের ইতিহাসে তিনবার সিরি ‘আ’ জিতেছে, যার মধ্যে ১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০—এ দুই মৌসুমের শিরোপা এসেছে ম্যারাডোনার হাত ধরে। তাঁর মৃত্যুর ৩৩ বছর পর ২০২২-২৩ সিরি ‘আ’ জিতেছে নাপোলি। নাপোলি সিরি ‘আ’ জেতার আগে ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ৩৬ বছরের বিশ্বকাপের খরা ঘুচিয়েছে। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আকাশি-নীলরা। আর্জেন্টিনা, নাপোলির পাশাপাশি বার্সেলোনা, স্বদেশি ক্লাব বোকা জুনিয়রসের হয়েও তাঁর শিরোপাজয়ের রেকর্ড রয়েছে। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান না ফেরার দেশে।
‘কীর্তিমানের মৃত্যু নেই’—বহুল প্রচলিত এই প্রবাদ যেন গতকাল অনেকের নতুন করে মনে পড়েছে। ডিয়েগো ম্যারাডোনার তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। তিন বছর পেরিয়ে গেলেও ভক্ত-সমর্থকেরা তাঁকে স্মরণ করেছেন। কারণ তিনি যে কিংবদন্তি। দৈহিক মৃত্যু হলেও তিনি যে কীর্তি গড়েছেন ফুটবল ইতিহাসে, তা চিরস্মরণীয়।
ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর দিনই গতকাল সিরি ‘আ’তে নাপোলি খেলেছিল আতালান্তার বিপক্ষে। গিউইস স্টেডিয়ামে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছিল নাপোলি। ফুটবলাররা মাঠের পারফরম্যান্সে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তিকে ‘স্মরণ’ করেছেন। এ ছাড়া গতকাল সকাল থেকেই স্থানীয় ও পর্যটকদের পদচারণা দেখে গেছে কোয়ার্শিনেরি স্পাগনোলিতে। ইতালির নাপোলি শহরের এই এলাকাতেই রয়েছে কিংবদন্তি ম্যারাডোনার ম্যুরাল। নাপোলি ভক্ত-সমর্থকেরা কোয়ার্শিনেরি স্পাগনোলিতে একত্রিত হয়ে খেলা দেখেছেন। বার্গামোতে অনুষ্ঠিত গতকাল সিরি ‘আ’তে নাপোলির জয় দেখেছেন তাঁরা।
নাপোলির ভক্ত-সমর্থকেরা ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর স্মরণে ফ্ল্যাশমবও আয়োজন করেছেন। ভক্ত-সমর্থকেরা গান গেয়ে স্মরণীয় করে রেখেছেন দিনটিকে। সামাজিক মাধ্যমে দেখা যায়, নাপোলি ভক্ত-সমর্থকদের যাঁরা ম্যুরাল দেখেছেন, তাঁরা এলইডি মোমবাতি নিয়ে গেছেন বলে জানিয়েছেন। নাপোলি তাঁদের ইতিহাসে তিনবার সিরি ‘আ’ জিতেছে, যার মধ্যে ১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০—এ দুই মৌসুমের শিরোপা এসেছে ম্যারাডোনার হাত ধরে। তাঁর মৃত্যুর ৩৩ বছর পর ২০২২-২৩ সিরি ‘আ’ জিতেছে নাপোলি। নাপোলি সিরি ‘আ’ জেতার আগে ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ৩৬ বছরের বিশ্বকাপের খরা ঘুচিয়েছে। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আকাশি-নীলরা। আর্জেন্টিনা, নাপোলির পাশাপাশি বার্সেলোনা, স্বদেশি ক্লাব বোকা জুনিয়রসের হয়েও তাঁর শিরোপাজয়ের রেকর্ড রয়েছে। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান না ফেরার দেশে।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে