ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে প্রথম ভাগেই। দ্বিতীয়ার্ধের শুরুতে বেনফিকা লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিল বটে; কিন্তু পূর্ণশক্তির লিভারপুলের সঙ্গে পেরে উঠল না। ঘরের মাঠে স্রেফ অসহায় আত্মসমর্পণ করল পর্তুগিজ জায়ান্টরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অল রেডরা জিতল ৩-১ গোলের বড় ব্যবধানে।
দুর্দান্ত এই জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পথ অনেকটাই সুগম করে ফেলল লিভারপুল। আগামী ১৩ এপ্রিল ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে শেষ আটের ফিরতি লেগে বেনফিকাকে আতিথেয়তা দেবে অল রেডরা। ওই ম্যাচে ড্র করলেই চলবে তাদের। এক গোলের ব্যবধানে হারলেও সমস্যা হবে না ইয়ুর্গেন ক্লপের ছাত্রদের।
বেনফিকার মাঠে প্রথমার্ধেই দুই গোল করে ফেলে লিভারপুল। ১৭ মিনিটে গোল করে ইংলিশ জায়ান্টদের উচ্ছ্বাসে ভাসান ইব্রাহিমা কোনাতে। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে এটাই তাঁর প্রথম গোল। সমতায় ফিরতে উন্মুখ স্বাগতিকেরা উল্টো হজম করে আরও একটি গোল। প্রথম গোলের ১৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের সেনেগালিজ সেনসেশন সাদিও মানে।
বিরতি থেকে ফিরেই মান বাঁচায় বেনফিকা। ব্যবধান কমান (২-১) ডারউইন নুনেজ। গোলটা পর্তুগিজ ক্লাবটির জন্য সান্ত্বনার উপলক্ষ হয়ে থাকল কেবল। দ্বিতীয় গোলটা আর পায়নি বেনফিকা। বরং ম্যাচের অন্তিম প্রহরে তৃতীয় গোল হজম করে স্বাগতিকেরা। মানের গোলের উৎস লুইস দিয়াজ এবার নিজেই নাম তুললেন স্কোরারশিটে।
এই হারে সুতোয় ঝুলে গেল বেনফিকার সেমিফাইনাল ভাগ্য। শেষ চারে যেতে হলে দ্বিতীয় লেগে লিভারপুলের মাঠে অলৌকিক প্রত্যাবর্তন করতে হবে তাদের। জিততে হবে অন্তত ৩ গোলের ব্যবধানে। তাও আবার কোনো গোল হজম করা চলবে না।
ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে প্রথম ভাগেই। দ্বিতীয়ার্ধের শুরুতে বেনফিকা লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিল বটে; কিন্তু পূর্ণশক্তির লিভারপুলের সঙ্গে পেরে উঠল না। ঘরের মাঠে স্রেফ অসহায় আত্মসমর্পণ করল পর্তুগিজ জায়ান্টরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অল রেডরা জিতল ৩-১ গোলের বড় ব্যবধানে।
দুর্দান্ত এই জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পথ অনেকটাই সুগম করে ফেলল লিভারপুল। আগামী ১৩ এপ্রিল ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে শেষ আটের ফিরতি লেগে বেনফিকাকে আতিথেয়তা দেবে অল রেডরা। ওই ম্যাচে ড্র করলেই চলবে তাদের। এক গোলের ব্যবধানে হারলেও সমস্যা হবে না ইয়ুর্গেন ক্লপের ছাত্রদের।
বেনফিকার মাঠে প্রথমার্ধেই দুই গোল করে ফেলে লিভারপুল। ১৭ মিনিটে গোল করে ইংলিশ জায়ান্টদের উচ্ছ্বাসে ভাসান ইব্রাহিমা কোনাতে। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে এটাই তাঁর প্রথম গোল। সমতায় ফিরতে উন্মুখ স্বাগতিকেরা উল্টো হজম করে আরও একটি গোল। প্রথম গোলের ১৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের সেনেগালিজ সেনসেশন সাদিও মানে।
বিরতি থেকে ফিরেই মান বাঁচায় বেনফিকা। ব্যবধান কমান (২-১) ডারউইন নুনেজ। গোলটা পর্তুগিজ ক্লাবটির জন্য সান্ত্বনার উপলক্ষ হয়ে থাকল কেবল। দ্বিতীয় গোলটা আর পায়নি বেনফিকা। বরং ম্যাচের অন্তিম প্রহরে তৃতীয় গোল হজম করে স্বাগতিকেরা। মানের গোলের উৎস লুইস দিয়াজ এবার নিজেই নাম তুললেন স্কোরারশিটে।
এই হারে সুতোয় ঝুলে গেল বেনফিকার সেমিফাইনাল ভাগ্য। শেষ চারে যেতে হলে দ্বিতীয় লেগে লিভারপুলের মাঠে অলৌকিক প্রত্যাবর্তন করতে হবে তাদের। জিততে হবে অন্তত ৩ গোলের ব্যবধানে। তাও আবার কোনো গোল হজম করা চলবে না।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
২৩ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ের ফাইনালে নেই কোনো অঘটন, স্বর্ণপদক জিতেছেন প্রত্যাশিত প্রতিযোগীরা। আজ পুরুষ ও নারীদের ২৪টি ইভেন্টে ১১টি ফাইনাল হয়েছে। এর মধ্যে ছেলেদের আটটি ও মেয়েদের ছিল তিনটি ফাইনাল। পদকের লড়াইয়ে ফাইনালে আধিপত্য ছিল সেনাবাহিনীর বক্সারদেরই।
২ ঘণ্টা আগেসাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা কি তবে নিভৃতেই শেষ? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সাকিবের সামনে দরজা এখনো খোলা। তবে এটা যে শুধুই কথার কথা, সেটি এখন আর অজানা নয় দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে।
২ ঘণ্টা আগে