ক্রীড়া ডেস্ক
জাতীয় বক্সিংয়ের ফাইনালে নেই কোনো অঘটন, স্বর্ণপদক জিতেছেন প্রত্যাশিত প্রতিযোগীরা। আজ পুরুষ ও নারীদের ২৪টি ইভেন্টে ১১টি ফাইনাল হয়েছে। এর মধ্যে ছেলেদের আটটি ও মেয়েদের ছিল তিনটি ফাইনাল। পদকের লড়াইয়ে ফাইনালে আধিপত্য ছিল সেনাবাহিনীর বক্সারদেরই।
পুরুষ বিভাগে ৫১ কেজির ওজন গ্রুপে আলো ছড়ালেন সেনাবাহিনীর তরিকুল ইসলাম। ফাইনালে রাজশাহী সিটি বক্সিং ক্লাবের রাসেল কবির শুভকে হারিয়ে স্বর্ণপদক জেতেন তিনি। ৬০ কেজির রিংয়ে নামেন সেনাবাহিনীর বেলাল হোসেন ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সুদীপ্ত তালুকদার। সুদীপ্তকে হারিয়ে স্বর্ণ জেতেন বেলাল।
৬৩.৫ কেজিতে আনসার আল সানিকে হারিয়েছেন সেনাবাহিনীর হোসেন আলী, ৬৭ কেজিতে সেনাবাহিনীর সেলিম হোসেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার ইমন মেহেদী হাসানকে হারিয়ে পদক জেতেন। ৭১ কেজিতে দিনাজপুর পোলস্টার ক্লাবের তামিম ভূঁইয়াকে হারিয়ে পদক পরেন সেনাবাহিনীর সৌরভ নাজাতুল ইসলাম।
৮০ কেজিতে আনসারের জুয়েল আহমেদ বরগুনা গৌরিচন্না বক্সিং ক্লাবের তাহেদুল ইসলামকে হারান, ৮৬ কেজিতে সেনাবাহিনীর শুভ কুমার ভাদুড়ী রাজশাহীর মেহেদী রানা কমলকে এবং ঊর্ধ্ব-৯২ কেজিতে সেনাবাহিনীর মেহেদী হাসান রাজশাহীর কাইয়ুম আলীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন।
মেয়েদের বিভাগে ৫০ কেজি ওজন শ্রেণির ফাইনালে সেনাবাহিনীর কায়মা খাতুন আনসারের রহিমাকে হারিয়ে স্বর্ণ জেতেন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় ৭০ কেজিতে সেনাবাহিনীর আনীতা ইসলাম এবং ঊর্ধ্ব-৮০ কেজিতে সেনাবাহিনীর আসমা খাতুন বিনা লড়াইয়ে পদক জিতে নেন। এই দুই বক্সারের প্রতিপক্ষরা সেমিফাইনালেই বিদায় নিয়েছেন। তাই এই দুই ইভেন্টে কেবল স্বর্ণ ও ব্রোঞ্জ থাকবে।
আগামীকাল বাকি ১৩টি ইভেন্টের খেলা হবে। তবে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস ও আফরা খন্দকারের খেলাটি বিকেল ৪টা থেকে ৫টায় হবে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।
জাতীয় বক্সিংয়ের ফাইনালে নেই কোনো অঘটন, স্বর্ণপদক জিতেছেন প্রত্যাশিত প্রতিযোগীরা। আজ পুরুষ ও নারীদের ২৪টি ইভেন্টে ১১টি ফাইনাল হয়েছে। এর মধ্যে ছেলেদের আটটি ও মেয়েদের ছিল তিনটি ফাইনাল। পদকের লড়াইয়ে ফাইনালে আধিপত্য ছিল সেনাবাহিনীর বক্সারদেরই।
পুরুষ বিভাগে ৫১ কেজির ওজন গ্রুপে আলো ছড়ালেন সেনাবাহিনীর তরিকুল ইসলাম। ফাইনালে রাজশাহী সিটি বক্সিং ক্লাবের রাসেল কবির শুভকে হারিয়ে স্বর্ণপদক জেতেন তিনি। ৬০ কেজির রিংয়ে নামেন সেনাবাহিনীর বেলাল হোসেন ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সুদীপ্ত তালুকদার। সুদীপ্তকে হারিয়ে স্বর্ণ জেতেন বেলাল।
৬৩.৫ কেজিতে আনসার আল সানিকে হারিয়েছেন সেনাবাহিনীর হোসেন আলী, ৬৭ কেজিতে সেনাবাহিনীর সেলিম হোসেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার ইমন মেহেদী হাসানকে হারিয়ে পদক জেতেন। ৭১ কেজিতে দিনাজপুর পোলস্টার ক্লাবের তামিম ভূঁইয়াকে হারিয়ে পদক পরেন সেনাবাহিনীর সৌরভ নাজাতুল ইসলাম।
৮০ কেজিতে আনসারের জুয়েল আহমেদ বরগুনা গৌরিচন্না বক্সিং ক্লাবের তাহেদুল ইসলামকে হারান, ৮৬ কেজিতে সেনাবাহিনীর শুভ কুমার ভাদুড়ী রাজশাহীর মেহেদী রানা কমলকে এবং ঊর্ধ্ব-৯২ কেজিতে সেনাবাহিনীর মেহেদী হাসান রাজশাহীর কাইয়ুম আলীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন।
মেয়েদের বিভাগে ৫০ কেজি ওজন শ্রেণির ফাইনালে সেনাবাহিনীর কায়মা খাতুন আনসারের রহিমাকে হারিয়ে স্বর্ণ জেতেন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় ৭০ কেজিতে সেনাবাহিনীর আনীতা ইসলাম এবং ঊর্ধ্ব-৮০ কেজিতে সেনাবাহিনীর আসমা খাতুন বিনা লড়াইয়ে পদক জিতে নেন। এই দুই বক্সারের প্রতিপক্ষরা সেমিফাইনালেই বিদায় নিয়েছেন। তাই এই দুই ইভেন্টে কেবল স্বর্ণ ও ব্রোঞ্জ থাকবে।
আগামীকাল বাকি ১৩টি ইভেন্টের খেলা হবে। তবে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস ও আফরা খন্দকারের খেলাটি বিকেল ৪টা থেকে ৫টায় হবে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।
সিঙ্গাপুরে বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে আজ পুলে নেমেছিলেন বাংলাদেশি সাঁতারু অ্যানি আক্তার। মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ইভেন্টে অবশ্য হিটে বাদ পড়েন তিনি। কিন্তু সাঁতার শেষ করেন ক্যারিয়ারসেরা টাইমিং নিয়ে।
২০ মিনিট আগেএশিয়া কাপের সূচি প্রকাশের পর পাঁচ দিন পেরিয়ে গেছে। এবারের এশিয়া কাপেও ভারত-পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। রাজনৈতিক বৈরিতায় আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া যেহেতু মুখোমুখি হওয়ার সুযোগ নেই, তাই মেজর টুর্নামেন্টে একই গ্রুপে রাখা।
১ ঘণ্টা আগেব্রাজিলের উত্তরাঞ্চলের শহর রোরাইমায় ভোটে অনিয়ম তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। এমন ঘটনায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির সাউদ অন্যতম সন্দেহভাজন বলে ব্রাজিলের গণমাধ্যমে দাবি করা হয়েছে। তাঁর বাসা ও অফিসে পর্যন্ত পুলিশ তল্লাশি জালিয়েছে।
২ ঘণ্টা আগেম্যানচেস্টার থেকে লন্ডনে ফিরতেই পরিস্থিতি উত্তপ্ত। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে লন্ডনের ওভালের পিচ কিউরেটরের বাকবিতণ্ডার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। এমন ঘটনায় অবশ্য কোচ গম্ভীরের কোনো দোষ দেখছেন না ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিল।
২ ঘণ্টা আগে