Ajker Patrika

ড্রয়ে বিপদ বাড়াল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ড্রয়ে বিপদ বাড়াল বাংলাদেশ

‘মাস্ট উইন’ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করতে পারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। তাতে সাফের এই লড়াইয়ে সাইফুল বারী টিটুর দলের সেমিফাইনালের আশাও এখন নির্ভর করছে যদি-কিন্তুর ওপর। 

আজ থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে মালদ্বীপ-বাংলাদেশ সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় ‘এ’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ২৪ সেপ্টেম্বর তারা খেলবে মালদ্বীপের বিপক্ষে। ওই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। যদি সেই ম্যাচে মালদ্বীপ হেরে যায়, তখন বাংলাদেশের সঙ্গে তাদের গোলব্যবধান হিসেব করেই দেওয়া হবে সেমির টিকিট। মালদ্বীপ যদি ভারতের সঙ্গে ড্রও করে, তাহলেও বাংলাদেশের বিদায়। 

গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে একেবারে অগোছালো ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যয়। দ্বিতীয়ার্ধে সেই খোলস ছেড়ে ছন্দে ফেরে তারা। ৪৭তম মিনিটে বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বাংলাদেশ। তবে ডি-বক্সে যেতেই সেই আক্রমণ আটকে দেন মালদ্বীপের ডিফেন্ডাররা। 

তারপর বল ফাঁকায় পেয়ে নতুন করে আক্রমণ শানায় বাংলাদেশ। এবার ডি বক্সের ডানপাশ দিয়ে লক্ষ্যভেদের চেষ্টা। দারুণ ড্রিবলিং করে দলনেতা নাজমুল হুদা নেন শট। কিন্তু সেই শট বিপদমুক্ত করেন প্রতিপক্ষ দলের একজন। 

এক মিনিট পর পাল্টা আক্রমণে উঠে বাংলাদেশ। এবার ডানদিক দিয়ে সুযোগ তৈরির চেষ্টা। ডি বক্সের বাইরে প্রতিপক্ষ দলের কয়েকজনকে কাটিয়ে খানিকটা জায়গা করে নেন মুরশেদ আলী। এরপর বুলেট গতির শটে কাঁপিয়ে দেন মালদ্বীপের জাল। ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। এই লিড অবশ্য ধরে রাখা যায়নি। ৭৯তম মিনিট রক্ষণভাগের ভুলের মাশুল গুনতে হয় বাংলাদেশকে। গোলকিপারকে একা পেয়ে ম্যাচে সমতায় ফেরে মালদ্বীপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত