নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ বৃহস্পতিবার সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি। এর মধ্যে ২৫ গোল করেন চার বাংলাদেশি ফুটবলার।
সামতসে এফসির কৃত্রিম টার্ফে সাবিনা একাই করেন ৯ গোল। এ ছাড়া মনিকা চাকমা ৭, মাতসুশিমা সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমার পা থেকে এসেছে ৪ গোল।
ম্যাচের প্রথমার্ধজুড়েই ছিল সাবিনা-মনিকার জাদু। গোলের খাতা খোলার শুরুটা হয় সাবিনার পা থেকেই। নবম মিনিটে জাল কাঁপান তিনি। ২০ মিনিটে ঋতুপর্ণার কাটব্যাক থেকে দ্বিতীয় গোলটি করেন মনিকা চাকমা। এরপর তাঁদের আর থামায় কে! প্রথমার্ধের মধ্যেই হ্যাটট্রিক করে ফেলেন তাঁরা।
সাবিনার ৩২ মিনিট লাগলেও মনিকার অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। প্রথমার্ধে ১০-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পারো এফসি। পেনাল্টি থেকে মাতসুশিমা সুমাইয়া নিজের প্রথম গোলটি করেন ৩৮ মিনিটে। ঋতুপর্ণাও পেয়েছিলেন সহজ কিছু সুযোগ। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল করেননি তিনি। হ্যাটট্রিকসহ করেন চার গোল। মাতসুশিমাও তুলে নেন হ্যাটট্রিক।
সাবিনা-মনিকা নিজেদের আরও ছাড়িয়ে যান। শুরুর মতো শেষ গোলটিও করেন সাবিনা। ৯, ২০, ২৬, ৩২, ৪০, ৪৮, ৬৪, ৭৮, ৮০ ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাল কাঁপান তিনি।
কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ বৃহস্পতিবার সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি। এর মধ্যে ২৫ গোল করেন চার বাংলাদেশি ফুটবলার।
সামতসে এফসির কৃত্রিম টার্ফে সাবিনা একাই করেন ৯ গোল। এ ছাড়া মনিকা চাকমা ৭, মাতসুশিমা সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমার পা থেকে এসেছে ৪ গোল।
ম্যাচের প্রথমার্ধজুড়েই ছিল সাবিনা-মনিকার জাদু। গোলের খাতা খোলার শুরুটা হয় সাবিনার পা থেকেই। নবম মিনিটে জাল কাঁপান তিনি। ২০ মিনিটে ঋতুপর্ণার কাটব্যাক থেকে দ্বিতীয় গোলটি করেন মনিকা চাকমা। এরপর তাঁদের আর থামায় কে! প্রথমার্ধের মধ্যেই হ্যাটট্রিক করে ফেলেন তাঁরা।
সাবিনার ৩২ মিনিট লাগলেও মনিকার অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। প্রথমার্ধে ১০-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পারো এফসি। পেনাল্টি থেকে মাতসুশিমা সুমাইয়া নিজের প্রথম গোলটি করেন ৩৮ মিনিটে। ঋতুপর্ণাও পেয়েছিলেন সহজ কিছু সুযোগ। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল করেননি তিনি। হ্যাটট্রিকসহ করেন চার গোল। মাতসুশিমাও তুলে নেন হ্যাটট্রিক।
সাবিনা-মনিকা নিজেদের আরও ছাড়িয়ে যান। শুরুর মতো শেষ গোলটিও করেন সাবিনা। ৯, ২০, ২৬, ৩২, ৪০, ৪৮, ৬৪, ৭৮, ৮০ ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাল কাঁপান তিনি।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৩ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৮ ঘণ্টা আগে