নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ বৃহস্পতিবার সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি। এর মধ্যে ২৫ গোল করেন চার বাংলাদেশি ফুটবলার।
সামতসে এফসির কৃত্রিম টার্ফে সাবিনা একাই করেন ৯ গোল। এ ছাড়া মনিকা চাকমা ৭, মাতসুশিমা সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমার পা থেকে এসেছে ৪ গোল।
ম্যাচের প্রথমার্ধজুড়েই ছিল সাবিনা-মনিকার জাদু। গোলের খাতা খোলার শুরুটা হয় সাবিনার পা থেকেই। নবম মিনিটে জাল কাঁপান তিনি। ২০ মিনিটে ঋতুপর্ণার কাটব্যাক থেকে দ্বিতীয় গোলটি করেন মনিকা চাকমা। এরপর তাঁদের আর থামায় কে! প্রথমার্ধের মধ্যেই হ্যাটট্রিক করে ফেলেন তাঁরা।
সাবিনার ৩২ মিনিট লাগলেও মনিকার অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। প্রথমার্ধে ১০-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পারো এফসি। পেনাল্টি থেকে মাতসুশিমা সুমাইয়া নিজের প্রথম গোলটি করেন ৩৮ মিনিটে। ঋতুপর্ণাও পেয়েছিলেন সহজ কিছু সুযোগ। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল করেননি তিনি। হ্যাটট্রিকসহ করেন চার গোল। মাতসুশিমাও তুলে নেন হ্যাটট্রিক।
সাবিনা-মনিকা নিজেদের আরও ছাড়িয়ে যান। শুরুর মতো শেষ গোলটিও করেন সাবিনা। ৯, ২০, ২৬, ৩২, ৪০, ৪৮, ৬৪, ৭৮, ৮০ ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাল কাঁপান তিনি।
কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ বৃহস্পতিবার সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি। এর মধ্যে ২৫ গোল করেন চার বাংলাদেশি ফুটবলার।
সামতসে এফসির কৃত্রিম টার্ফে সাবিনা একাই করেন ৯ গোল। এ ছাড়া মনিকা চাকমা ৭, মাতসুশিমা সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমার পা থেকে এসেছে ৪ গোল।
ম্যাচের প্রথমার্ধজুড়েই ছিল সাবিনা-মনিকার জাদু। গোলের খাতা খোলার শুরুটা হয় সাবিনার পা থেকেই। নবম মিনিটে জাল কাঁপান তিনি। ২০ মিনিটে ঋতুপর্ণার কাটব্যাক থেকে দ্বিতীয় গোলটি করেন মনিকা চাকমা। এরপর তাঁদের আর থামায় কে! প্রথমার্ধের মধ্যেই হ্যাটট্রিক করে ফেলেন তাঁরা।
সাবিনার ৩২ মিনিট লাগলেও মনিকার অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। প্রথমার্ধে ১০-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পারো এফসি। পেনাল্টি থেকে মাতসুশিমা সুমাইয়া নিজের প্রথম গোলটি করেন ৩৮ মিনিটে। ঋতুপর্ণাও পেয়েছিলেন সহজ কিছু সুযোগ। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল করেননি তিনি। হ্যাটট্রিকসহ করেন চার গোল। মাতসুশিমাও তুলে নেন হ্যাটট্রিক।
সাবিনা-মনিকা নিজেদের আরও ছাড়িয়ে যান। শুরুর মতো শেষ গোলটিও করেন সাবিনা। ৯, ২০, ২৬, ৩২, ৪০, ৪৮, ৬৪, ৭৮, ৮০ ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাল কাঁপান তিনি।
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
১০ ঘণ্টা আগেখেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
১২ ঘণ্টা আগে