সময়টা উপভোগ করছেন লিওনেল মেসি। পুরোনো সতীর্থদের বিদায়ী ম্যাচে তিনি খেলছেন নিয়মিত। গতকাল জাতীয় দলের সাবেক সতীর্থ হুয়ান রিকোয়েলমের বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি।
রিকোয়েলমে ফুটবল খেলা ছেড়েছেন ২০১৫ সালে। এখন তিনি বোকা জুনিয়র্সের সহ সভাপতি হিসেবে কাজ করছেন। বোকা জুনিয়র্সের জার্সিতে খেলেছিলেন ২২৭ ম্যাচ। ৮ বছর পর তাঁর বিদায়ী ম্যাচ আয়োজন করা হয়েছে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়। এই ম্যাচে বোকা জুনিয়র্স একাদশের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা একাদশ। লা বোম্বোনেরার এই বিদায়ী ম্যাচ রিকোয়েলমের কাছে স্মরণীয়ই বলা যায়। আর্জেন্টিনা একাদশকে নেতৃত্ব দিয়েছেন মেসি। যিনি একসময় ছিলেন রিকোয়েলমের জাতীয় দল ও বার্সেলোনা ক্লাবের সতীর্থ। গ্যালারি থেকে শোনা গেছে ‘মেসি, মেসি’ স্লোগান। ম্যাচের ১২ মিনিটে দুর্দান্ত এক গোল করেন মেসি।
এমন বিদায়ী ম্যাচে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি। তাছাড়া নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে খেলতে বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘এখানে (রিকোয়েলমের বিদায়ী সংবর্ধনা) এসে ভালোই লাগছে। আর্জেন্টিনা ফুটবল ও বোকার ফুটবলের জন্য তিনি বিশেষ কিছু। লা বোম্বোনেরায় আবারও এলাম। এখন কয়েকদিন ছুটি রয়েছে। এরপর নতুন শহর, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) শুরু করব। আমি বেশ উচ্ছ্বসিত।’
গত পরশু ৩৬ বছর পূর্ণ করেন মেসি। জন্মদিনের দিন তিনি নিওয়েলস ওল্ড বয়েজের সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে খেলেছেন। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে খেলা এই ম্যাচে মেসি করেন হ্যাটট্রিক।
সময়টা উপভোগ করছেন লিওনেল মেসি। পুরোনো সতীর্থদের বিদায়ী ম্যাচে তিনি খেলছেন নিয়মিত। গতকাল জাতীয় দলের সাবেক সতীর্থ হুয়ান রিকোয়েলমের বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি।
রিকোয়েলমে ফুটবল খেলা ছেড়েছেন ২০১৫ সালে। এখন তিনি বোকা জুনিয়র্সের সহ সভাপতি হিসেবে কাজ করছেন। বোকা জুনিয়র্সের জার্সিতে খেলেছিলেন ২২৭ ম্যাচ। ৮ বছর পর তাঁর বিদায়ী ম্যাচ আয়োজন করা হয়েছে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়। এই ম্যাচে বোকা জুনিয়র্স একাদশের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা একাদশ। লা বোম্বোনেরার এই বিদায়ী ম্যাচ রিকোয়েলমের কাছে স্মরণীয়ই বলা যায়। আর্জেন্টিনা একাদশকে নেতৃত্ব দিয়েছেন মেসি। যিনি একসময় ছিলেন রিকোয়েলমের জাতীয় দল ও বার্সেলোনা ক্লাবের সতীর্থ। গ্যালারি থেকে শোনা গেছে ‘মেসি, মেসি’ স্লোগান। ম্যাচের ১২ মিনিটে দুর্দান্ত এক গোল করেন মেসি।
এমন বিদায়ী ম্যাচে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি। তাছাড়া নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে খেলতে বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘এখানে (রিকোয়েলমের বিদায়ী সংবর্ধনা) এসে ভালোই লাগছে। আর্জেন্টিনা ফুটবল ও বোকার ফুটবলের জন্য তিনি বিশেষ কিছু। লা বোম্বোনেরায় আবারও এলাম। এখন কয়েকদিন ছুটি রয়েছে। এরপর নতুন শহর, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) শুরু করব। আমি বেশ উচ্ছ্বসিত।’
গত পরশু ৩৬ বছর পূর্ণ করেন মেসি। জন্মদিনের দিন তিনি নিওয়েলস ওল্ড বয়েজের সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে খেলেছেন। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে খেলা এই ম্যাচে মেসি করেন হ্যাটট্রিক।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১১ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১৩ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১৩ ঘণ্টা আগে