Ajker Patrika

আর্জেন্টিনার ম্যাচ কখন, কীভাবে দেখবেন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৫: ১৯
Thumbnail image

কাতারে তিন যুগ পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হওয়ার তিন মাস পেরিয়ে যাওয়ার পর আগামীকাল প্রথম ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তারা।

মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় আর্জেন্টিনা-পানামার ম্যাচটি হবে। কৌতূহলী প্রশ্ন, খেলাটা দেখা যাবে কোথায় ? প্রীতি ম্যাচটি সরাসরি টিভিতে দেখার সুযোগ নেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। তবে ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানাটিজে (Fanatiz) খেলা দেখা যেতে পারে। এর জন্য গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে সাবস্ক্রিপশন করতে হবে।

বিশ্বকাপ জেতার পর নিজেদের জার্সিতেও তারকারও পরিবর্তন হয়েছে আর্জেন্টিনার। দুইয়ের পরিবর্তে তিন তারকা জার্সি নিয়ে পানামার বিপক্ষে নতুন করে শুরু করবে তারা। নতুন জার্সিতে খেলার জন্য উন্মুখ আছেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়াসহ অন্যরা।

নিজেদের এমন ইচ্ছার কথা বিশ্বকাপ জয়ের পরপরই জানিয়েছিলেন মেসি-ডি মারিয়াসহ তাঁদের বাকি সতীর্থরা। সেই ইচ্ছা আগামীকাল ভোরে পূরণ হতে যাচ্ছে নিজেদের মাটিতে। রিভার প্লেটের মাঠ মনুমেন্টালে পানামার বিপক্ষে খেলবেন তাঁরা।

পঞ্চমবারের চেষ্টায় বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নিজের আজন্ম স্বপ্ন পূরণ করা মেসি আগামীকাল বেশ কিছু রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। পানামার বিপক্ষে ১ গোল করলেই ক্যারিয়ারে ৮০০ গোলের কীর্তি স্পর্শ করবেন সাত বারের ব্যালন ডি অর বিজয়ী।

আর আগামীকাল ম্যাচে ২ গোল করতে পারলে দেশের হয়ে প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিকে ১০০ গোলের রেকর্ড গড়বেন মেসি। এখন পর্যন্ত বিশ্ব ফুটবলে ইরানের আলী দাইয়ি ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো গোলের সেঞ্চুরি করতে পেরেছেন। বর্তমানে ৯৮ গোল নিয়ে তাঁদের সঙ্গী হওয়ার পথে রয়েছেন পিএসজি তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত