Ajker Patrika

নতুন পুরস্কার পেয়ে মেসি বসলেন হিগুয়েনের পাশে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৪: ৩১
নতুন পুরস্কার পেয়ে মেসি বসলেন হিগুয়েনের পাশে

লিওনেল মেসি মানেই তো পুরস্কার। দুর্দান্ত পারফরম্যান্সে তাঁর শোকেসে পুরস্কারের সংখ্যা বেড়েই চলেছে। কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে পাচ্ছেন একের পর এক পুরস্কার। 

এ বছরের ৩০ অক্টোবর ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন মেসি। এরপর এক মাস পেরোতে না পেরোতেই তিনি জিতলেন আরও এক পুরস্কার। ইন্টার মায়ামির ২০২৩ মৌসুমের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) হয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। এ বছরই প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে দুই বছরের সম্পর্ক শেষে মেসি যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। ইন্টার মায়ামিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ১১ গোল করেছেন ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। ক্রুজ আজুলের বিপক্ষে লিগস কাপ ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে অভিষেক হয় আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের। অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করেন তিনি। মেসি জাদুতে লিগস কাপ জিতে মায়ামি প্রথমবারের মতো তাদের ইতিহাসে মেজর শিরোপা জিতেছে। মেসির আগে মায়ামির এমভিপি পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন ও স্কটল্যান্ডের লুইস মরগান। মায়ামির জার্সিতে ৭০ ম্যাচ খেলে ২৯ গোল করেছেন ও ১১ গোলে অ্যাসিস্ট করেন হিগুয়েন। মরগান মায়ামির হয়ে খেলেছেন ৫৮ ম্যাচ। ৭ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৭ গোলে।

এর আগে ২০২২ ফুটবল বিশ্বকাপে মেসির নেতৃত্বেই ৩৬ বছর পর বিশ্বকাপ খরা কাটিয়েছে আর্জেন্টিনা। সেই বিশ্বকাপে ৭ গোল করেছেন ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরষ্কার জিতে তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এরপর এ বছর জিতলেন ফিফা দ্য বেস্ট, লরিয়াস বিশ্বসেরা পুরস্কার, ব্যালন ডি’অর—এই তিনটি পুরস্কার জিতলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়ের উদযাপন হয়েছে গত পরশু ভোরে ডিআরভি পিংক স্টেডিয়ামে মায়ামির এক প্রদর্শনী ম্যাচে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত