Ajker Patrika

সেই ফ্লিকই বার্সায় জাভির উত্তরসূরি

সেই ফ্লিকই বার্সায় জাভির উত্তরসূরি

হ্যান্সি ফ্লিকের কোচ হওয়ার বিষয়টা প্রায় চূড়ান্তই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার কাজটুকু আজ সেরেছে বার্সেলোনা। ফ্লিককে কোচ করার বিষয়টি আজ নিশ্চিত করেছে কাতালান ক্লাব। 

ফ্লিকের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বার্সেলোনা। জার্মান কোচকে নিয়োগের বিষয়ে স্প্যানিশ ক্লাব বিবৃতিতে লিখেছে, ‘বার্সেলোনা এবং ফ্লিক চুক্তির বিষয়ে সম্মত হয়েছে। জার্মান কোচ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ডাগআউটে থাকবেন। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার অফিসে চুক্তি সাক্ষর করেছেন নতুন কোচ।’ 

গত সপ্তাহে জাভি হার্নান্দেজের বরখাস্ত হওয়ার পর থেকেই সবচেয়ে বেশি যাঁর নাম উচ্চারিত হয়েছে তিনি হচ্ছেন ফ্লিক। ২০২০ সালে বায়ার্ন মিউনিখকে ছয় শিরোপা জেতানো ৫৯ বছর বয়সী কোচ জার্মানির জাতীয় দল থেকে গত বছরের সেপ্টেম্বরে বরখাস্ত হওয়ার পর থেকেই বেকার ছিলেন। জার্মানির ইতিহাসে প্রথম ছাঁটাই হওয়া কোচ ছিলেন ফ্লিক। 

১৯৯৬ সালে ভিক্টোরিয়া বামেন্টাল দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন ফ্লিক। পরে হফেনহেইম, সালজবুর্গের দায়িত্ব পালন করে ২০১৯ সালে বায়ার্নের ডাগআউটে দাঁড়ান। সে বছর চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে বার্সেলোনাকে সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ দিয়েছিলেন ফ্লিক, ৮-২ ব্যবধানে হারিয়ে। সেই ফ্লিকই এবার বার্সেলোনার ডাগআউটের দায়িত্ব পেলেন। 

তিন বছর বায়ার্নের হয়ে দারুণ কিছু করার পর জার্মানির দায়িত্ব পান ফ্লিক। ২০২০ ইউরো শেষে জোয়াকিম লো জার্মানির কোচের দায়িত্ব ছাড়লে ২০২১ সালে তিন বছরের চুক্তিতে ম্যানুয়েল নয়ার ও থমাস মুলারদের গুরু হন ফ্লিক। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই বাজে পারফরম্যান্সের কারণে বরখাস্ত হন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত