পেশাদার ক্যারিয়ারে কাউকে না কাউকে একদিন তো থামতে হয়। কেউ আগে অবসর নেন, কেউবা লম্বা ক্যারিয়ার শেষে অবসরের ঘোষণা দেন। সেখানে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ার শেষে থেমেছেন লিওনার্দো বোনুচ্চি।
নিজের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডলে গত রাতে বোনুচ্চি অবসরের ঘোষণা দিয়েছেন। ইতালিয়ান ডিফেন্ডার ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছেন। শুরুতেই দেখা গেছে ১৯ নম্বর সংখ্যা। একের পর এক পাতা ওল্টাতে দেখা গেছে। সেখানে তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি এমন গল্প বলার স্বপ্ন দেখেছি। বড় কিছু অর্জনের স্বপ্ন দেখেছি। নিজের ওপর আস্থা রেখেছি যে প্রতিকূলতা ছাপিয়ে উদযাপন করব। একজন বাবা, সতীর্থ, স্বামী, খেলোয়াড় হিসেবে সবকিছু পেরেছি।’ ভিডিওর ক্যাপশন ছিল, ‘চিরন্তন ১৯।’ বোনুচ্চি খেলেছেন ১৯ নম্বর জার্সি পরে।
ইতালির ক্লাব ভিটারবিসির হয়ে ২০০৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বোনুচ্চি। শিগগিরই তাঁকে ধারে পাঠানো হয় ইন্টার মিলানে। ইন্টারের হয়ে ২০০৫-০৬ মৌসুমের সিরি ‘আ’ ও ২০০৬ কোপা ইতালিয়া প্রাইমাভেরা জেতেন তিনি। তবে জুভেন্টাসে আসার পর তাঁর ক্যাবিনেটে যোগ হতে থাকে একের পর এক শিরোপা। তুরিনের বুড়িদের হয়ে ৮ বার সিরি ‘আ’, ৪ বার ইতালিয়ান কাপ ও ৫ বার জেতেন ইতালিয়ান সুপার কাপ। এক বিবৃতিতে জুভেন্টাস লিখেছে, ‘আমাদের ইতিহাসের বড় এক অংশজুড়ে যিনি ছিলেন, তিনি বিশ্ব ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা গভীরভাবে আমাদের স্পর্শ করেছে। কারণ জুভেন্টাসের সঙ্গে তিনি তাঁর নামটা খোদাই করে দিয়েছেন। সাদা-কালো জার্সিতে খেলেছেন ৫০২ ম্যাচ। আটবার লিগ শিরোপা জিতেছেন। চারটি ইতালিয়ান কাপ ও পাঁচটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন।’
জুভেন্টাস বোনুচ্চির অবসর সম্পর্কে লিখতে গিয়ে যেন একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়ে। ইতালিয়ান ক্লাবটি লিখেছে, ‘আমরা তাঁকে গত সেপ্টেম্বরেই বিদায় জানিয়েছি। তবে যেভাবে সুতোয় আমাদের বেঁধে রেখেছেন, তা ছিড়ে যাওয়ার মতো না। লিও জীবনের নতুন অধ্যায় গড়ার স্বপ্ন দেখেছেন। সেজন্য তাকে জানাই শুভকামনা।’
পেশাদার ক্যারিয়ারে কাউকে না কাউকে একদিন তো থামতে হয়। কেউ আগে অবসর নেন, কেউবা লম্বা ক্যারিয়ার শেষে অবসরের ঘোষণা দেন। সেখানে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ার শেষে থেমেছেন লিওনার্দো বোনুচ্চি।
নিজের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডলে গত রাতে বোনুচ্চি অবসরের ঘোষণা দিয়েছেন। ইতালিয়ান ডিফেন্ডার ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছেন। শুরুতেই দেখা গেছে ১৯ নম্বর সংখ্যা। একের পর এক পাতা ওল্টাতে দেখা গেছে। সেখানে তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি এমন গল্প বলার স্বপ্ন দেখেছি। বড় কিছু অর্জনের স্বপ্ন দেখেছি। নিজের ওপর আস্থা রেখেছি যে প্রতিকূলতা ছাপিয়ে উদযাপন করব। একজন বাবা, সতীর্থ, স্বামী, খেলোয়াড় হিসেবে সবকিছু পেরেছি।’ ভিডিওর ক্যাপশন ছিল, ‘চিরন্তন ১৯।’ বোনুচ্চি খেলেছেন ১৯ নম্বর জার্সি পরে।
ইতালির ক্লাব ভিটারবিসির হয়ে ২০০৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বোনুচ্চি। শিগগিরই তাঁকে ধারে পাঠানো হয় ইন্টার মিলানে। ইন্টারের হয়ে ২০০৫-০৬ মৌসুমের সিরি ‘আ’ ও ২০০৬ কোপা ইতালিয়া প্রাইমাভেরা জেতেন তিনি। তবে জুভেন্টাসে আসার পর তাঁর ক্যাবিনেটে যোগ হতে থাকে একের পর এক শিরোপা। তুরিনের বুড়িদের হয়ে ৮ বার সিরি ‘আ’, ৪ বার ইতালিয়ান কাপ ও ৫ বার জেতেন ইতালিয়ান সুপার কাপ। এক বিবৃতিতে জুভেন্টাস লিখেছে, ‘আমাদের ইতিহাসের বড় এক অংশজুড়ে যিনি ছিলেন, তিনি বিশ্ব ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা গভীরভাবে আমাদের স্পর্শ করেছে। কারণ জুভেন্টাসের সঙ্গে তিনি তাঁর নামটা খোদাই করে দিয়েছেন। সাদা-কালো জার্সিতে খেলেছেন ৫০২ ম্যাচ। আটবার লিগ শিরোপা জিতেছেন। চারটি ইতালিয়ান কাপ ও পাঁচটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন।’
জুভেন্টাস বোনুচ্চির অবসর সম্পর্কে লিখতে গিয়ে যেন একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়ে। ইতালিয়ান ক্লাবটি লিখেছে, ‘আমরা তাঁকে গত সেপ্টেম্বরেই বিদায় জানিয়েছি। তবে যেভাবে সুতোয় আমাদের বেঁধে রেখেছেন, তা ছিড়ে যাওয়ার মতো না। লিও জীবনের নতুন অধ্যায় গড়ার স্বপ্ন দেখেছেন। সেজন্য তাকে জানাই শুভকামনা।’
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে