প্রতিযোগিতামূলক ফুটবলে অনেক দিন পার করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, ২৫ বছর বয়সী এমবাপ্পে খেলছেন দুর্দান্ত। এই বয়সেই মোটা অঙ্কের টাকায় একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফরাসি তরুণ ফরোয়ার্ড।
এমবাপ্পের ক্লাব কেনা নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ফরাসি সংবাদমাধ্যম লা পেরিসিয়ানের গতকালের এক প্রতিবেদন অনুযায়ী, স্বদেশি এসএম কায়েন ক্লাব কিনতে তাঁর খরচ হবে ২ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ২৫৫ কোটি ৮ লাখ টাকা। এতে তিনি ক্লাবটির ৮০ শতাংশ মালিকানা পাবেন। ২০ শতাংশ মালিকানা পাবেন পিয়েলে অ্যান্টিন ক্যাপ্টন। ক্যাপ্টনের তাতে খরচ হবে ৫০ লাখ ইউরো (বাংলাদেশি ৬৩ কোটি ৭৬ লাখ টাকা)।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসেছেন ২০২৪ সালে। ২০২৯ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছে ফরাসি ফরোয়ার্ডের। টাকার সঠিক অঙ্ক জানা না গেলেও দেশ বিদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১. ৫ কোটি ইউরো মৌসুম প্রতি পাবেন তিনি (বাংলাদেশি ১৯১ কোটি ৩০ লাখ টাকা)। পাশাপাশি ১০ কোটি ইউরো সাইনিং বোনাস পাবেন ৫ বছরে। বাংলাদেশি হিসেবে সেটি ১২৭৫ কোটি ৩১ লাখ টাকা। এরই মধ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁকে জমকালো উদযাপনের মাধ্যমে বরণও করা হয়েছে।
ক্লাব কিনলে এস এম কায়েন ক্লাবে এমবাপ্পে খেলতেও পারেন। যদিও নিজের কেনা ক্লাবে খেলবেন কি না, সেটা সময়ই বলে দেবে। নিজের ক্লাবে খেলার উদাহরণও রয়েছে। ২০১৭ সালে নিজের ক্লাব ফোনিক্স রাইজিংয়ের হয়ে খেলেছিলেন দিদিয়ের দ্রগবা। ফোনিক্স রাইজিং ক্লাবটি যুক্তরাষ্ট্রের ইউএসএল চ্যাম্পিয়নশিপে খেলে।
এস এম কায়েন ক্লাবের সঙ্গে চুক্তি প্রায় হয়েই গিয়েছিল এমবাপ্পের। তাঁর পরিবারের চাওয়াও ছিল সেটা। তবে লিগ ওয়ান থেকে কায়েনের অবনমন হলে চুক্তি আর হয়নি। এমবাপ্পে এরপর চলে যান মোনাকোতে।
প্রতিযোগিতামূলক ফুটবলে অনেক দিন পার করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, ২৫ বছর বয়সী এমবাপ্পে খেলছেন দুর্দান্ত। এই বয়সেই মোটা অঙ্কের টাকায় একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফরাসি তরুণ ফরোয়ার্ড।
এমবাপ্পের ক্লাব কেনা নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ফরাসি সংবাদমাধ্যম লা পেরিসিয়ানের গতকালের এক প্রতিবেদন অনুযায়ী, স্বদেশি এসএম কায়েন ক্লাব কিনতে তাঁর খরচ হবে ২ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ২৫৫ কোটি ৮ লাখ টাকা। এতে তিনি ক্লাবটির ৮০ শতাংশ মালিকানা পাবেন। ২০ শতাংশ মালিকানা পাবেন পিয়েলে অ্যান্টিন ক্যাপ্টন। ক্যাপ্টনের তাতে খরচ হবে ৫০ লাখ ইউরো (বাংলাদেশি ৬৩ কোটি ৭৬ লাখ টাকা)।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসেছেন ২০২৪ সালে। ২০২৯ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছে ফরাসি ফরোয়ার্ডের। টাকার সঠিক অঙ্ক জানা না গেলেও দেশ বিদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১. ৫ কোটি ইউরো মৌসুম প্রতি পাবেন তিনি (বাংলাদেশি ১৯১ কোটি ৩০ লাখ টাকা)। পাশাপাশি ১০ কোটি ইউরো সাইনিং বোনাস পাবেন ৫ বছরে। বাংলাদেশি হিসেবে সেটি ১২৭৫ কোটি ৩১ লাখ টাকা। এরই মধ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁকে জমকালো উদযাপনের মাধ্যমে বরণও করা হয়েছে।
ক্লাব কিনলে এস এম কায়েন ক্লাবে এমবাপ্পে খেলতেও পারেন। যদিও নিজের কেনা ক্লাবে খেলবেন কি না, সেটা সময়ই বলে দেবে। নিজের ক্লাবে খেলার উদাহরণও রয়েছে। ২০১৭ সালে নিজের ক্লাব ফোনিক্স রাইজিংয়ের হয়ে খেলেছিলেন দিদিয়ের দ্রগবা। ফোনিক্স রাইজিং ক্লাবটি যুক্তরাষ্ট্রের ইউএসএল চ্যাম্পিয়নশিপে খেলে।
এস এম কায়েন ক্লাবের সঙ্গে চুক্তি প্রায় হয়েই গিয়েছিল এমবাপ্পের। তাঁর পরিবারের চাওয়াও ছিল সেটা। তবে লিগ ওয়ান থেকে কায়েনের অবনমন হলে চুক্তি আর হয়নি। এমবাপ্পে এরপর চলে যান মোনাকোতে।
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৩ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
২৮ মিনিট আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৪১ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
১ ঘণ্টা আগে