ফুটবল বিশ্ব হারাল আরেক নক্ষত্রকে। চলে গেলেন বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার লুইস সুয়ারেজ। ৮৮ বছর বয়সে আজ রোববার শেষ নিশ্বাস ত্যাগ করেন স্পেনের সর্বকালের সেরা এই ফুটবলার।
স্পেনে জন্ম একমাত্র ফুটবলার হিসেবে (ছেলেদের) ব্যালন ডি’অর জিতেছেন সুয়ারেজ। ১৯৬০ সালে ব্যক্তিগত নৈপুণ্যের এই মর্যাদার পুরস্কার জেতেন তিনি। পরে ১৯৯০ বিশ্বকাপে লা রোহাদের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
সুয়ারেজের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। টুইটারে তারা লিখেছে, ‘আরএফইএফের পক্ষ থেকে আমরা লুইস সুয়ারেজ মিরামোন্তেসের সকল আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সমবেদনা জানাচ্ছি।’ সুয়ারেজের মৃত্যুতে আন্তরিক শোক জানিয়েছেন তাঁর সাবেক ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও।
১৯৬০ দশকে ইন্টার মিলানের সাবেক কোচ হেলেনিও হেরেরার অধীনে ইতালিয়ান লিগের অন্যতম সেরা মিডফিল্ডার হয়ে উঠেছিলেন সুয়ারেজ। পরে নেরাজ্জুরিদের কোচ হিসেবেও ডাগআউটে দাঁড়িয়েছিলেন। ১৯৮৮-৯১ পর্যন্ত দায়িত্ব সামলেছেন স্পেন জাতীয় দলেরও।
স্প্যানিশ ক্লাব দেপার্তিভো লা করুনা হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর বার্সা ঘুরে ট্রান্সফারে রেকর্ড গড়ে যোগ দেন ইন্টারে। সেখান থেকে আরেক ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার হয়ে ক্যারিয়ারের ইতি টানেন।
বার্সার হয়ে সুয়ারেজ সমান দুটি করে লিগ শিরোপা, ফেয়ার্স কাপ ও স্প্যানিশ কাপ জিতেছেন। ইন্টারের হয়ে জিতেছেন দুটি ইউরোপিয়ান কাপ, দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ৩টি স্কুদেত্তো জিতেছেন। স্পেনের জার্সিতে ৩২ ম্যাচ খেলেছেন সুয়ারেজ, ১৯৬৪ সালে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।
ফুটবল বিশ্ব হারাল আরেক নক্ষত্রকে। চলে গেলেন বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার লুইস সুয়ারেজ। ৮৮ বছর বয়সে আজ রোববার শেষ নিশ্বাস ত্যাগ করেন স্পেনের সর্বকালের সেরা এই ফুটবলার।
স্পেনে জন্ম একমাত্র ফুটবলার হিসেবে (ছেলেদের) ব্যালন ডি’অর জিতেছেন সুয়ারেজ। ১৯৬০ সালে ব্যক্তিগত নৈপুণ্যের এই মর্যাদার পুরস্কার জেতেন তিনি। পরে ১৯৯০ বিশ্বকাপে লা রোহাদের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
সুয়ারেজের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। টুইটারে তারা লিখেছে, ‘আরএফইএফের পক্ষ থেকে আমরা লুইস সুয়ারেজ মিরামোন্তেসের সকল আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সমবেদনা জানাচ্ছি।’ সুয়ারেজের মৃত্যুতে আন্তরিক শোক জানিয়েছেন তাঁর সাবেক ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও।
১৯৬০ দশকে ইন্টার মিলানের সাবেক কোচ হেলেনিও হেরেরার অধীনে ইতালিয়ান লিগের অন্যতম সেরা মিডফিল্ডার হয়ে উঠেছিলেন সুয়ারেজ। পরে নেরাজ্জুরিদের কোচ হিসেবেও ডাগআউটে দাঁড়িয়েছিলেন। ১৯৮৮-৯১ পর্যন্ত দায়িত্ব সামলেছেন স্পেন জাতীয় দলেরও।
স্প্যানিশ ক্লাব দেপার্তিভো লা করুনা হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর বার্সা ঘুরে ট্রান্সফারে রেকর্ড গড়ে যোগ দেন ইন্টারে। সেখান থেকে আরেক ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার হয়ে ক্যারিয়ারের ইতি টানেন।
বার্সার হয়ে সুয়ারেজ সমান দুটি করে লিগ শিরোপা, ফেয়ার্স কাপ ও স্প্যানিশ কাপ জিতেছেন। ইন্টারের হয়ে জিতেছেন দুটি ইউরোপিয়ান কাপ, দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ৩টি স্কুদেত্তো জিতেছেন। স্পেনের জার্সিতে ৩২ ম্যাচ খেলেছেন সুয়ারেজ, ১৯৬৪ সালে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৪ ঘণ্টা আগে