সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে আলোড়ন তুলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও টেসলা ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার কেনার পর থেকে মাস্ক চাইলে আরও কী কী কিনতে পারতেন তা নিয়ে চলছে জোর আলোচনা। এর মাঝে ফুটবলের দলবদলবিষয়ক সাইট ট্রান্সফার মার্কেট বলছে, মাস্ক চাইলে রিয়াল-বার্সেলোনাসহ ১৫টি শীর্ষ স্থানীয় ক্লাব কিনতে পারতেন এই টাকায়।
টুইটার কিনতে মাস্কের খরচ হয়েছে সব মিলিয়ে ৪১ বিলিয়ন ইউরো। যদি টুইটার না কিনে ক্লাবগুলো কিনতেন, তবে মাস্কের হাতে আরও কিছু অর্থ অবশিষ্ট থাকত। এই ১৫টি শীর্ষ ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪০.৬৩ বিলিয়ন ইউরো।
যেখানে তার সবচেয়ে বেশি খরচ পড়ত বার্সেলোনা কিনতে। স্পেনের প্রভাবশালী এই ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪.৪৯ বিলিয়ন ইউরো। আর ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে কিনতে তার খরচ পড়ত ৪.৪৮ বিলিয়ন ইউরো।
এরপর তিন নম্বর দামি ক্লাব হিসেবে তিনি কিনতে পারতেন বায়ার্ন মিউনিখকে। টানা ১০ বুন্দেসলিগা শিরোপা জেতা ক্লাবটি কিনতে তাঁর খরচ হতো ৩.৯৮ বিলিয়ন ইউরো। মেসি-নেইমারদের পিএসজি কিনতে খরচ হতো ২.৩৬ বিলিয়ন ইউরো। এ ছাড়া মাস্ক অন্য যেসব ক্লাব কিনতে পারতে সেগুলোর মধ্যে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসিও রয়েছে।
যে ১৫টি ক্লাব কিনতে পারতেন ইলন মাস্ক (বিলিয়ন ইউরো)
ক্লাবের নাম মূল্য
বার্সেলোনা ৪.৪৯
রিয়াল ৪. ৪৮
বায়ার্ন ৩.৯৮
ম্যানইউ ৩. ৯৬
লিভারপুল ৩.৮৭
ম্যানসিটি ৩. ৭৭
চেলসি ৩.০২
আর্সেনাল ২. ৬৪
পিএসজি ২.৩৬
টটেনহাম ২. ১৭
জুভেন্টাস ১.৮৪
বরুসিয়া ১. ৭৯
আতলেতিকো ০.৯৪
ইন্টার ০. ৭০
এভারটন ০.৬২
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে আলোড়ন তুলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও টেসলা ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার কেনার পর থেকে মাস্ক চাইলে আরও কী কী কিনতে পারতেন তা নিয়ে চলছে জোর আলোচনা। এর মাঝে ফুটবলের দলবদলবিষয়ক সাইট ট্রান্সফার মার্কেট বলছে, মাস্ক চাইলে রিয়াল-বার্সেলোনাসহ ১৫টি শীর্ষ স্থানীয় ক্লাব কিনতে পারতেন এই টাকায়।
টুইটার কিনতে মাস্কের খরচ হয়েছে সব মিলিয়ে ৪১ বিলিয়ন ইউরো। যদি টুইটার না কিনে ক্লাবগুলো কিনতেন, তবে মাস্কের হাতে আরও কিছু অর্থ অবশিষ্ট থাকত। এই ১৫টি শীর্ষ ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪০.৬৩ বিলিয়ন ইউরো।
যেখানে তার সবচেয়ে বেশি খরচ পড়ত বার্সেলোনা কিনতে। স্পেনের প্রভাবশালী এই ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪.৪৯ বিলিয়ন ইউরো। আর ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে কিনতে তার খরচ পড়ত ৪.৪৮ বিলিয়ন ইউরো।
এরপর তিন নম্বর দামি ক্লাব হিসেবে তিনি কিনতে পারতেন বায়ার্ন মিউনিখকে। টানা ১০ বুন্দেসলিগা শিরোপা জেতা ক্লাবটি কিনতে তাঁর খরচ হতো ৩.৯৮ বিলিয়ন ইউরো। মেসি-নেইমারদের পিএসজি কিনতে খরচ হতো ২.৩৬ বিলিয়ন ইউরো। এ ছাড়া মাস্ক অন্য যেসব ক্লাব কিনতে পারতে সেগুলোর মধ্যে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসিও রয়েছে।
যে ১৫টি ক্লাব কিনতে পারতেন ইলন মাস্ক (বিলিয়ন ইউরো)
ক্লাবের নাম মূল্য
বার্সেলোনা ৪.৪৯
রিয়াল ৪. ৪৮
বায়ার্ন ৩.৯৮
ম্যানইউ ৩. ৯৬
লিভারপুল ৩.৮৭
ম্যানসিটি ৩. ৭৭
চেলসি ৩.০২
আর্সেনাল ২. ৬৪
পিএসজি ২.৩৬
টটেনহাম ২. ১৭
জুভেন্টাস ১.৮৪
বরুসিয়া ১. ৭৯
আতলেতিকো ০.৯৪
ইন্টার ০. ৭০
এভারটন ০.৬২
পাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
৪ মিনিট আগেচোট খুব গুরুতর নয়, তবু লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা রাখল ইন্টার মায়ামি। আপাতত তাই অনির্দষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে।
২০ মিনিট আগেভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
৩ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
৩ ঘণ্টা আগে