ম্যাচ শেষ হতেই জেরার্ড পিকে টুইট করেছেন, ‘আমরা ফিরে এসেছি’। পিকে কিসের ‘ফেরা’ বোঝাচ্ছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। ধ্রুপদি লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে নিয়ে গত রাতে স্রেফ খেলেছে বার্সেলোনা। বার্নাব্যুর এল ক্লাসিকোতে রিয়ালকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সা।
ম্যাচজুড়ে বার্সা যে দাপট দেখিয়েছে, ব্যবধান আরও বড় হতেই পারত। জার্ভি হার্নান্দেজের অধীনে গত একটা মৌসুমে নানা কারণে মলিন হয়ে পড়া গৌরবটা পুনরুদ্ধারে নেমেছে বার্সা। কাতালান জায়ান্ট সেটির বড় ফল পেয়েছে গত রাতে রিয়ালকে উড়িয়ে। পিকে তাই বলছেন, ‘আমরা ফিরে এসেছি।’
রিয়াল নেমেছিল দুর্দান্ত ছন্দে থাকা করিম বেনজেমাকে ছাড়াই, চোটে পড়ে মাঠের বাইরে ফরাসি স্ট্রাইকার। আক্রমণে কিছুটা দুর্বল হয়ে পড়া কার্লো আনচেলত্তির দল তাই বলে ম্যাচের শুরু থেকে ঘরের মাঠে এভাবে কোণঠাসা হয়ে থাকবে, সেটি পাঁড় বার্সা সমর্থকেরাও হয়তো ভাবেননি। ভাববেন কীভাবে? ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকা রিয়ালের শিরোপায় চোখ আরও আগে থেকেই। দারুণ ছন্দে থাকা আনচেলত্তির দলকে নিয়ে এমন খেললেন জাভি, তাতে রিয়ালের কৌশল নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। অবামেয়াং-দেম্বেলে-ফেরান-পেদ্রিদের আক্রমণ ঠেকাতেই অস্থির ছিল রিয়ালের রক্ষণ।
২৯ মিনিটে অবামেয়াংয়ের গোলে শুরু, ৩৮ মিনিটে রোনালদ আরাউহোর হেডে ব্যবধান দ্বিগুণ করে ফেলে বার্সা। বিরতির পর ৪৭ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলার পরও অবিশ্বাস্য চোখে বার্নাব্যু ভর্তি স্বাগতিক দর্শকেরা অপেক্ষায় ছিলেন এক অলৌকিক প্রত্যাবর্তনের। সেটি আর হবে কী, ৫৩ মিনিটে অবামেয়াংয়ের দ্বিতীয় গোলে রিয়াল সমর্থকেরা বুঝে যায়, এ রাতটা বার্সার আগ্রাসনের রাত, চেয়ে দেখা ছাড়া উপায় নেই! অথচ কী অদ্ভুত, টিভির স্কোরলাইনের পাশে লেখা ছিল, ‘আগ্রাসন বন্ধ কর।’
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদেই হয়তো এমন বার্তা। কিন্তু ঘরের মাঠে যে আরেক ‘আগ্রাসন’ দেখতে হবে, তা কি আর রিয়াল সমর্থকেরা ভেবেছিলেন! বার্সা সমর্থকেদের অবশ্য রিয়ালের দুঃখ দেখতে বয়েই গেছে। কত দিন পর তাঁরা এমন স্বপ্নের এক রজনী পেলেন। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট তালিকার হিসাবেও অনেক কাজে এসেছে বার্সার। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে জাভির দল, সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার স্বপ্ন আরও উজ্জ্বল হয়েছে তাদের।
ম্যাচ শেষ হতেই জেরার্ড পিকে টুইট করেছেন, ‘আমরা ফিরে এসেছি’। পিকে কিসের ‘ফেরা’ বোঝাচ্ছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। ধ্রুপদি লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে নিয়ে গত রাতে স্রেফ খেলেছে বার্সেলোনা। বার্নাব্যুর এল ক্লাসিকোতে রিয়ালকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সা।
ম্যাচজুড়ে বার্সা যে দাপট দেখিয়েছে, ব্যবধান আরও বড় হতেই পারত। জার্ভি হার্নান্দেজের অধীনে গত একটা মৌসুমে নানা কারণে মলিন হয়ে পড়া গৌরবটা পুনরুদ্ধারে নেমেছে বার্সা। কাতালান জায়ান্ট সেটির বড় ফল পেয়েছে গত রাতে রিয়ালকে উড়িয়ে। পিকে তাই বলছেন, ‘আমরা ফিরে এসেছি।’
রিয়াল নেমেছিল দুর্দান্ত ছন্দে থাকা করিম বেনজেমাকে ছাড়াই, চোটে পড়ে মাঠের বাইরে ফরাসি স্ট্রাইকার। আক্রমণে কিছুটা দুর্বল হয়ে পড়া কার্লো আনচেলত্তির দল তাই বলে ম্যাচের শুরু থেকে ঘরের মাঠে এভাবে কোণঠাসা হয়ে থাকবে, সেটি পাঁড় বার্সা সমর্থকেরাও হয়তো ভাবেননি। ভাববেন কীভাবে? ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকা রিয়ালের শিরোপায় চোখ আরও আগে থেকেই। দারুণ ছন্দে থাকা আনচেলত্তির দলকে নিয়ে এমন খেললেন জাভি, তাতে রিয়ালের কৌশল নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। অবামেয়াং-দেম্বেলে-ফেরান-পেদ্রিদের আক্রমণ ঠেকাতেই অস্থির ছিল রিয়ালের রক্ষণ।
২৯ মিনিটে অবামেয়াংয়ের গোলে শুরু, ৩৮ মিনিটে রোনালদ আরাউহোর হেডে ব্যবধান দ্বিগুণ করে ফেলে বার্সা। বিরতির পর ৪৭ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলার পরও অবিশ্বাস্য চোখে বার্নাব্যু ভর্তি স্বাগতিক দর্শকেরা অপেক্ষায় ছিলেন এক অলৌকিক প্রত্যাবর্তনের। সেটি আর হবে কী, ৫৩ মিনিটে অবামেয়াংয়ের দ্বিতীয় গোলে রিয়াল সমর্থকেরা বুঝে যায়, এ রাতটা বার্সার আগ্রাসনের রাত, চেয়ে দেখা ছাড়া উপায় নেই! অথচ কী অদ্ভুত, টিভির স্কোরলাইনের পাশে লেখা ছিল, ‘আগ্রাসন বন্ধ কর।’
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদেই হয়তো এমন বার্তা। কিন্তু ঘরের মাঠে যে আরেক ‘আগ্রাসন’ দেখতে হবে, তা কি আর রিয়াল সমর্থকেরা ভেবেছিলেন! বার্সা সমর্থকেদের অবশ্য রিয়ালের দুঃখ দেখতে বয়েই গেছে। কত দিন পর তাঁরা এমন স্বপ্নের এক রজনী পেলেন। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট তালিকার হিসাবেও অনেক কাজে এসেছে বার্সার। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে জাভির দল, সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার স্বপ্ন আরও উজ্জ্বল হয়েছে তাদের।
ট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
৩ মিনিট আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। গত বছরের মতো এবারও সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে আজ দল ঘোষণা করেছে বিসিবি।
২০ মিনিট আগেলন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।
২ ঘণ্টা আগেপাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
৩ ঘণ্টা আগে