Ajker Patrika

নিষ্প্রভ রোনালদো, শেষ ষোলোতেই থামল ম্যানইউ

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১০: ৫০
নিষ্প্রভ রোনালদো, শেষ ষোলোতেই থামল ম্যানইউ

তিন দিন আগেই প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর ছন্দে ফেরার পরও গত রাতে হার এড়াতে পারল না তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে পর্তুগিজ ফরোয়ার্ডের ছায়া হয়ে থাকার ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেই বিদায় নিল ম্যানইউ। 

প্রথম লেগে মাদ্রিদে ১-১ গোলে ড্র করেছিল এই দুই দল। গত রাতে তাই ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল আতলেতিকো । এদিকে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে প্রথম লেগে ড্র করলেই বিদায়, হতাশার এই ধারা আরও লম্বা হলো ম্যানইউর। এই নিয়ে টানা চারবার এই তেতো স্বাদ পেল তারা । ২০১২-১৩ মৌসুমে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে, ২০১৩-১৪ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ও ২০১৭-১৮ মৌসুমে শেষ ষোলোয় সেভিয়ার বিপক্ষে এভাবে হেরে বিদায় নিয়েছিল তারা।

ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল রেড ডেভিলরা।  শুরু থেকেই বল দখল এবং আক্রমণেও এগিয়ে ছিল তারা । পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখার পাশাপাশি আতলেতিকোর গোলপোস্টে  পাঁচটি শট নেয় রালফ রাংনিকের শিষ্যরা । অন্যদিকে নিজেদের পায়ে ৩৯ শতাংশ সময় বল রাখে অতিথিরা। কিন্তু এর পরও গোলের দেখা পাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো খেলার ৪১ মিনিটে বক্সের ডান দিক থেকে ক্রস বাড়ান অঁতোয়ান গ্রিজমান। দারুণ ! দুর্দান্ত এক হেডে লক্ষ ভেদ করেন রেনান লোদি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। সমতায় ফিরতে প্রতিপক্ষের রক্ষণভাগে একাধিক  আক্রমণও চালান রোনালদো-ফার্নান্দেসরা। ৭৭তম মিনিটে গোলও পেতে পারত স্বাগতিকেরা। দারুণ সেভে ইউনাইটেডকে হতাশ করেন আতলেতিকোর গোলরক্ষক জান অবলাক । অনেকটা লাফিয়ে রাফায়েল ভারানের হেড এক হাতে ফিরিয়ে দেন তিনি। ফিরতি বলে রোনালদোর ওভারহেড কিকও ঠেকান।

বাকি সময়ে  আর গোল করতে পারেনি ম্যানইউ । আর তাতেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হয় দিয়েগো সিমিঅনের শিষ্যদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত