ক্রীড়া ডেস্ক
ক্রীড়াঙ্গনে ম্যাচ পাতানোর খবর শোনা যায় অহরহ। দল ও ক্লাবগুলো প্রায়ই পেয়ে থাকে নিষেধাজ্ঞা। অনেক সময় ক্লাবের কর্মকর্তারাও আজীবন বা সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যান। এবার আর্সেনাল তিভাত নামের এক ক্লাবকে কঠিন শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
উয়েফা গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে, মন্টেনেগ্রোর ক্লাব আর্সেনাল তিভাত ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১০ বছরের জন্য নিষিদ্ধ। ২০২৪-২৫ মৌসুম থেকে ২০৩৪-৩৫ মৌসুম পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাশাপাশি আর্সেনালকে পাঁচ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭ কোটি ৫ লাখ টাকা। উয়েফার ডিসিপ্লিনারি কর্তৃপক্ষ (সিইডিবি) মন্টেনেগ্রোর ক্লাবকে দিয়েছে এই শাস্তি। বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে আর্সেনাল তিভাতের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৩ সালের জুলাইয়ে কনফারেন্স লিগের বাছাইয়ে আর্সেনাল তিভাতের প্রতিপক্ষ ছিল আর্মেনিয়ার ক্লাব আলাশকের্ট। প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের পর ঘরের মাঠে আর্সেনাল হেরেছিল ৬-১ গোলে। ক্লাব দুটির বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর উয়েফা তদন্ত শুরু করে। তদন্তের পর মোটা অঙ্কের টাকা জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞা তো আর্সেনালকে উয়েফা দিয়েছেই। এমনকি খেলোয়াড় নিকোলা সেলেবিচ ও ম্যাচ কর্মকর্তা রাঙ্কো কারগোভিচ এই দুই জনকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে সিইডিবি। তবে আলাশকের্টের বিপক্ষে ম্যাচে আর্সেনাল কীভাবে ফিক্সিং করেছে বা আর্থিক লেনদেন হয়েছে কিনা, সেই ব্যাপারে কিছুই জানায়নি উয়েফা।
শৃঙ্খলা বিধিমালার ১১ অনুচ্ছেদ আর্সেনাল তিভাত লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছে উয়েফা। এই অনুচ্ছেদ অনুসারে ‘সাধারণ আদর্শিক আচরণ’ এবং ‘ম্যাচ ও প্রতিযোগিতায় নৈতিকতা রক্ষা’র ব্যাপারে বলা হয়েছে। আর্সেনাল তিভাত মন্টেনেগ্রিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দুইবার।
ক্রীড়াঙ্গনে ম্যাচ পাতানোর খবর শোনা যায় অহরহ। দল ও ক্লাবগুলো প্রায়ই পেয়ে থাকে নিষেধাজ্ঞা। অনেক সময় ক্লাবের কর্মকর্তারাও আজীবন বা সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যান। এবার আর্সেনাল তিভাত নামের এক ক্লাবকে কঠিন শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
উয়েফা গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে, মন্টেনেগ্রোর ক্লাব আর্সেনাল তিভাত ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১০ বছরের জন্য নিষিদ্ধ। ২০২৪-২৫ মৌসুম থেকে ২০৩৪-৩৫ মৌসুম পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাশাপাশি আর্সেনালকে পাঁচ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭ কোটি ৫ লাখ টাকা। উয়েফার ডিসিপ্লিনারি কর্তৃপক্ষ (সিইডিবি) মন্টেনেগ্রোর ক্লাবকে দিয়েছে এই শাস্তি। বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে আর্সেনাল তিভাতের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৩ সালের জুলাইয়ে কনফারেন্স লিগের বাছাইয়ে আর্সেনাল তিভাতের প্রতিপক্ষ ছিল আর্মেনিয়ার ক্লাব আলাশকের্ট। প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের পর ঘরের মাঠে আর্সেনাল হেরেছিল ৬-১ গোলে। ক্লাব দুটির বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর উয়েফা তদন্ত শুরু করে। তদন্তের পর মোটা অঙ্কের টাকা জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞা তো আর্সেনালকে উয়েফা দিয়েছেই। এমনকি খেলোয়াড় নিকোলা সেলেবিচ ও ম্যাচ কর্মকর্তা রাঙ্কো কারগোভিচ এই দুই জনকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে সিইডিবি। তবে আলাশকের্টের বিপক্ষে ম্যাচে আর্সেনাল কীভাবে ফিক্সিং করেছে বা আর্থিক লেনদেন হয়েছে কিনা, সেই ব্যাপারে কিছুই জানায়নি উয়েফা।
শৃঙ্খলা বিধিমালার ১১ অনুচ্ছেদ আর্সেনাল তিভাত লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছে উয়েফা। এই অনুচ্ছেদ অনুসারে ‘সাধারণ আদর্শিক আচরণ’ এবং ‘ম্যাচ ও প্রতিযোগিতায় নৈতিকতা রক্ষা’র ব্যাপারে বলা হয়েছে। আর্সেনাল তিভাত মন্টেনেগ্রিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দুইবার।
কিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেদুজনের শুরুটা হয়েছে একই বছরে। এরপর থেকে তাদের নিয়ে তুলনায় তর্কে বেঁধে যান অনেকেই। এবার সেই প্রশ্নই রাখা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার কাছে। শেন ওয়ার্ন নাকি মুত্তিয়া মুরালিধরণ, তাঁর চোখে কে সেরা? টেস্টে ১১৯৫৩ রান করা লারা অবশ্য ওয়ার্নকেই এগিয়ে রাখলেন। তবে এটাও মুরালির মতো...
৩ ঘণ্টা আগে