ক্রীড়া ডেস্ক
দুজনের শুরুটা হয়েছে একই বছরে। এরপর থেকে তাদের নিয়ে তুলনায় তর্কে বেঁধে যান অনেকেই। এবার সেই প্রশ্নই রাখা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার কাছে। শেন ওয়ার্ন নাকি মুত্তিয়া মুরালিধরণ, তাঁর চোখে কে সেরা? টেস্টে ১১৯৫৩ রান করা লারা অবশ্য ওয়ার্নকেই এগিয়ে রাখলেন। তবে এটাও মুরালির মতো চাপে তাঁকে আর কোনো বোলার ফেলতে পারেনি।
সাদা পোশাকে ৭ বার ওয়ার্নের শিকার হয়েছেন লারা। সেই তুলনায় মুরালি তাঁর উইকেট নিতে পেরেছেন ৫ বার। ওয়ার্নকে এগিয়ে রাখার ব্যাখ্যায় এক পডকাস্টে লারা বলেন, ‘শেন ওয়ার্ন সেরা। তাঁর প্রতিটা বল ব্যাটের মাঝখানে আসত। কিন্তু হঠাৎ করে দুপুর ২ টা-৩টা দিকে জাদুকরী এক স্পেল বা ডেলিভারি করতে। সে কারণেই আমি তাকে উচুতে রাখি। মানসিকভাবে সে অনেক শক্তিশালী। যেসব উইকেটে সে বোলিং করে তা ম্যাকগ্রা ও ম্যাকডারমটদের জন্য সুবিধাজনক ছিল। তাই এসব মাঠে খেলা সত্ত্বেও এত উইকেট নেওয়াটা সত্যিই বিশেষ। আমি মনে করি মানসিক দৃঢ়তাই তার আসল শক্তি।’
মুরালির ক্ষেত্রে লারা বলেন, ‘মুরালির সামনে ব্যাট করতে গিয়ে আমি দ্বিধায় থাকতাম। তিন ম্যাচের সিরিজে একবার শ্রীলঙ্কার বিপক্ষে ৬৮৮ রান করেছিলাম। সেই সিরিজে মুরালির প্রথম আধঘণ্টায় বিভ্রান্ত ছিলাম। সুইপ শট খেলার পর যখন শর্ট লেগের ফিল্ডার সরিয়ে নিত তখন চাপ কিছুটা কমে যেত। তবে ওয়ার্নের চেয়ে মুরালি আমাকে চাপে রেখেছে বেশি।’
১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন ওয়ার্ন। অজি কিংবদন্তির অবসর নেওয়ার তিন বছর পর টেস্ট ছাড়েন মুরালি। ১৩৩ ম্যাচে ইতিহাসে সর্বোচ্চ ৮০০ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।
দুজনের শুরুটা হয়েছে একই বছরে। এরপর থেকে তাদের নিয়ে তুলনায় তর্কে বেঁধে যান অনেকেই। এবার সেই প্রশ্নই রাখা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার কাছে। শেন ওয়ার্ন নাকি মুত্তিয়া মুরালিধরণ, তাঁর চোখে কে সেরা? টেস্টে ১১৯৫৩ রান করা লারা অবশ্য ওয়ার্নকেই এগিয়ে রাখলেন। তবে এটাও মুরালির মতো চাপে তাঁকে আর কোনো বোলার ফেলতে পারেনি।
সাদা পোশাকে ৭ বার ওয়ার্নের শিকার হয়েছেন লারা। সেই তুলনায় মুরালি তাঁর উইকেট নিতে পেরেছেন ৫ বার। ওয়ার্নকে এগিয়ে রাখার ব্যাখ্যায় এক পডকাস্টে লারা বলেন, ‘শেন ওয়ার্ন সেরা। তাঁর প্রতিটা বল ব্যাটের মাঝখানে আসত। কিন্তু হঠাৎ করে দুপুর ২ টা-৩টা দিকে জাদুকরী এক স্পেল বা ডেলিভারি করতে। সে কারণেই আমি তাকে উচুতে রাখি। মানসিকভাবে সে অনেক শক্তিশালী। যেসব উইকেটে সে বোলিং করে তা ম্যাকগ্রা ও ম্যাকডারমটদের জন্য সুবিধাজনক ছিল। তাই এসব মাঠে খেলা সত্ত্বেও এত উইকেট নেওয়াটা সত্যিই বিশেষ। আমি মনে করি মানসিক দৃঢ়তাই তার আসল শক্তি।’
মুরালির ক্ষেত্রে লারা বলেন, ‘মুরালির সামনে ব্যাট করতে গিয়ে আমি দ্বিধায় থাকতাম। তিন ম্যাচের সিরিজে একবার শ্রীলঙ্কার বিপক্ষে ৬৮৮ রান করেছিলাম। সেই সিরিজে মুরালির প্রথম আধঘণ্টায় বিভ্রান্ত ছিলাম। সুইপ শট খেলার পর যখন শর্ট লেগের ফিল্ডার সরিয়ে নিত তখন চাপ কিছুটা কমে যেত। তবে ওয়ার্নের চেয়ে মুরালি আমাকে চাপে রেখেছে বেশি।’
১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন ওয়ার্ন। অজি কিংবদন্তির অবসর নেওয়ার তিন বছর পর টেস্ট ছাড়েন মুরালি। ১৩৩ ম্যাচে ইতিহাসে সর্বোচ্চ ৮০০ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৪ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
৬ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৬ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে