Ajker Patrika

লঙ্কানদের হারিয়ে যুব সাফের সেমিতে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২২: ৪৯
লঙ্কানদের  হারিয়ে যুব সাফের সেমিতে বাংলাদেশ 

সাফ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল বাংলাদেশ। নেপালের রাজধানী শহর কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ যুব ফুটবল দল। তাতেই যুব সাফের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। 

বৈষম্যবিরোধী আন্দোলনে গত এক মাসে বাংলাদেশের পরিস্থিতি ছিল অস্থিতিশীল।  ৫ আগস্ট সরকার পতনের পরও সেই রেশ এখনো কাটেনি। নেপালে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ বৈষম্যবিরোধী আন্দোলনে  শহীদদের কথা জানানোর কাজটা করলেন বাংলাদেশের স্ট্রাইকার মিরাজুল ইসলাম। ১৬ মিনিটে মিরাজুলের গোলেই এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। গোলের পর জার্সি যখন উল্টো করে পরেন মিরাজুল, সেখানে  লেখা ছিল—‘মুগ্ধ এবং আবু সাঈদ-এর স্মরণে মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।’ বাংলাদেশ স্ট্রাইকারের জার্সিতে লেখাটা দেশের ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মারুফুল হকের বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। ৮৫ মিনিটে গোল করেন পিয়াশ আহমেদ নোভা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী হাসান শ্রাবণের নেতৃত্বাধীন বাংলাদেশ। তিনি একই সঙ্গে অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশের গোলপোস্টের দায়িত্বও সামলাচ্ছেন।

১৮ আগস্ট নেপালের আনফা কমপ্লেক্সে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ সাফ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর শ্রাবণরা এরপর খেলবেন নেপালের বিপক্ষে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচ। এই ম্যাচেই জানা যাবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল। শ্রীলঙ্কা নিজেদের দুটি ম্যাচেই হেরেছে। গ্রুপের অপর দল পাকিস্তান এখনো কোনো ম্যাচ খেলেনি।২৫ ও ২৬ আগস্ট হবে যুব সাফের দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে ২৮ আগস্ট। সব ম্যাচ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত