ক্রীড়া ডেস্ক
২০১৪ ব্রাজিল-জার্মানি সেমিফাইনালের ম্যাচ নিয়ে আলোচনা তো কম হচ্ছে না ১০ বছর ধরে। ব্রাজিলের বাজে পারফরম্যান্সে দলটির ভক্ত-সমর্থকদের অনেকে ‘সেভেন আপ’ বলে খেপান। দুঃসহ সেই ম্যাচের ফুটবলার অস্কার বহু দিন পর ফিরছেন ব্রাজিলে।
ব্রাজিলের ‘সিরি আ’-এর ক্লাব তিন বছরের চুক্তিতে অস্কার ফিরছেন বলে সাও পাওলো গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ঘরে ফিরতে পেরে ঘরের ছেলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। অস্কার এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো ক্লাবে খেলতে পেরে খুশি। এই ক্লাবেই আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। এখানেই ভিত্তি তৈরি হয়েছিল। বেড়ে উঠেছি এখানেই।’ ব্রাজিলের কোনো ক্লাবে সবশেষ অস্কার খেলেছেন ২০১২ সালে। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত অস্কার খেলেছেন ব্রাজিলের ইন্টারনেসিওনাল ক্লাবে।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ৪৮ ম্যাচ খেলেছেন অস্কার। আন্তর্জাতিক ফুটবলে ১২ গোলের পাশাপাশি ১৫ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। ২০১৪ সেমিফাইনালে বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরোতে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। সেই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন অস্কার। তিন বদলিসহ সেই ম্যাচে ব্রাজিলের ১৪ খেলোয়াড় মাঠে নেমেছিলেন।
২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেছিলেন অস্কার। এরপর ২০০৮ থেকে ২০১০-এই দুই বছর মূল দলে ব্রাজিলের এই মিডফিল্ডার খেলেছিলেন। লম্বা একটা সময় কাটান চীনে। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত সাংহাই পোর্টে খেলেন তিনি। চাইনিজ সুপার লিগের শিরোপা জিতেছেন তিন বার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে ২০৩ ম্যাচ খেলেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
২০১৪ ব্রাজিল-জার্মানি সেমিফাইনালের ম্যাচ নিয়ে আলোচনা তো কম হচ্ছে না ১০ বছর ধরে। ব্রাজিলের বাজে পারফরম্যান্সে দলটির ভক্ত-সমর্থকদের অনেকে ‘সেভেন আপ’ বলে খেপান। দুঃসহ সেই ম্যাচের ফুটবলার অস্কার বহু দিন পর ফিরছেন ব্রাজিলে।
ব্রাজিলের ‘সিরি আ’-এর ক্লাব তিন বছরের চুক্তিতে অস্কার ফিরছেন বলে সাও পাওলো গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ঘরে ফিরতে পেরে ঘরের ছেলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। অস্কার এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো ক্লাবে খেলতে পেরে খুশি। এই ক্লাবেই আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। এখানেই ভিত্তি তৈরি হয়েছিল। বেড়ে উঠেছি এখানেই।’ ব্রাজিলের কোনো ক্লাবে সবশেষ অস্কার খেলেছেন ২০১২ সালে। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত অস্কার খেলেছেন ব্রাজিলের ইন্টারনেসিওনাল ক্লাবে।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ৪৮ ম্যাচ খেলেছেন অস্কার। আন্তর্জাতিক ফুটবলে ১২ গোলের পাশাপাশি ১৫ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। ২০১৪ সেমিফাইনালে বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরোতে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। সেই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন অস্কার। তিন বদলিসহ সেই ম্যাচে ব্রাজিলের ১৪ খেলোয়াড় মাঠে নেমেছিলেন।
২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেছিলেন অস্কার। এরপর ২০০৮ থেকে ২০১০-এই দুই বছর মূল দলে ব্রাজিলের এই মিডফিল্ডার খেলেছিলেন। লম্বা একটা সময় কাটান চীনে। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত সাংহাই পোর্টে খেলেন তিনি। চাইনিজ সুপার লিগের শিরোপা জিতেছেন তিন বার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে ২০৩ ম্যাচ খেলেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৭ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে