Ajker Patrika

স্বপ্নপূরণ থেকে এক ম্যাচ দূরে কিংস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বপ্নপূরণ থেকে এক ম্যাচ দূরে কিংস

ভারতে গেলেই কেন যেন সমস্যায় পড়তে হয় বসুন্ধরা কিংসকে। গত অক্টোবরে ভিসা জটিলতায় মোহনবাগানের বিপক্ষে ম্যাচ খেলতে ২৪ ঘণ্টার কম সময় পেয়েছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এবার ভুবনেশ্বরে গিয়ে এবার রুম ভাগাভাগি করেছেন ফুটবলাররা। গতকাল হোটেলে সারা রাত কনসার্ট হওয়ার কথা ছিল। গানবাজনার শব্দে ম্যাচের আগের রাতে মহাগুরুত্বপূর্ণ বিশ্রাম ফুটবলাররা কতটা নিতে পারলেন কে জানে!

যত সমস্যা থাক কিংবা খেলায় প্রস্তুতি নেওয়া কঠিন হোক; কোনো কিছুই ওডিশা এফসির বিপক্ষে তাঁর দলকে সেরাটা দেওয়া থেকে থামাতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোন। ইতিহাস গড়া থেকে মাত্র এক ম্যাচ দূরে তাঁর দল। সুযোগটা এবার হাতছাড়া করতে নারাজ বসুন্ধরার স্প্যানিশ কোচ। ২০১৯ সালে যে ইতিহাস গড়েছিল আবাহনী লিমিটেড, বসুন্ধরা এবার সেই ইতিহাসে অংশীদার হতে চাইছে। ওডিশাকে হারিয়ে খেলতে চাইছে এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে। কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টায়। 

আগের দুই মৌসুমেও এএফসি কাপের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল বসুন্ধরার। কিন্তু শেষ ম্যাচে জিততেই হবে, এমন সমীকরণটা প্রতিবারই এলোমেলো করে দিয়েছে দলকে। এবার খানিকটা সহজ সমীকরণ ব্রুজোনের দলের জন্য। ওডিশার মাঠ থেকে একটা পয়েন্ট হলেই প্রথমবারের মতো আঞ্চলিক সেমিফাইনালে খেলবে বসুন্ধরা। 

পয়েন্টের সমীকরণ সহজ হলেও বসুন্ধরার আসল চ্যালেঞ্জ ওডিশার দারুণ ফর্ম। প্রথম দুই ম্যাচ হেরেছিল ভারতের দলটি, যার একটি আবার বসুন্ধরার মাঠে। শুরুর দুই হারের পর নতুন করে জেগে ওঠা দলটি পরের তিন ম্যাচে মোহনবাগান আর মাজিয়াকে একপ্রকার উড়িয়েই দিয়েছে। শেষ ম্যাচে মোহনবাগানকে তাদের মাঠে উড়িয়ে দিয়েছে ৫-২ গোলে। ‘ডি’ গ্রুপে ১০ পয়েন্টে শীর্ষে থাকা বসুন্ধরার পরেই আছে ৯ পয়েন্ট পাওয়া ওডিশা। নিজেদের মাঠ কলিঙ্গ স্টেডিয়ামে জিততেই হবে ওডিশাকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডিয়েগো মউরিসিও, জাপানি সাই গোডার্ড আর রয় কৃষ্ণাকে নিয়ে গড়া আক্রমণভাগ বসুন্ধরার রক্ষণের আসল চ্যালেঞ্জ। 

এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন রবসন রবিনহো। বাকি খেলোয়াড়েরাও ফিট আছেন বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন ব্রুজোন। তবে এ নিয়ে যথেষ্ট আপত্তি তাঁর, ‘এএফসি আমাদের জন্য যে হোটেল বরাদ্দ করেছে, সেখানে আজ (গতকাল) মধ্যরাত পর্যন্ত কনসার্ট হওয়ার কথা। এর কোনো মানে হয়? মোহনবাগান ম্যাচের আগে আমরা এক ফুটবলারের ভিসার জন্য আবেদন করেছিলাম, এর উত্তর আজও (কাল) পাইনি। আমাদের নিয়ে রেফারিদের কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, আগের দুই আসরে আমরা লাল কার্ডের কারণে বাদ পড়েছিলাম।’ 

পরের রাউন্ডে খেলতে হলে আজকের ম্যাচটা বসুন্ধরার ‘বাঁচা-মরার’। তবে এই সমীকরণে দলকে চাপে ফেলতে চান না ব্রুজোন। বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য দলকে পরের পর্বে নিয়ে যেতে চান তিনি, ‘এএফসি কাপের জন্যই নয়, বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্যও এই ম্যাচ সহায়তা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত