Ajker Patrika

অভিষেকেই জয় পাওয়া মেসির ছেলে যেন ‘রাজার ছেলে’ 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ১২
অভিষেকেই জয় পাওয়া মেসির ছেলে যেন ‘রাজার ছেলে’ 

‘বাপকা বেটা, সিপাইকা ঘোড়া’-জনপ্রিয় এই কথা শোনা যায় হরহামেশাই। বিশেষ করে, তারকা খেলোয়াড়দের কোনো সন্তানের ক্যারিয়ার শুরু হলে এমন আলোচনা বেশি শোনা যায়। লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি যেন সাড়া ফেলে দিয়েছে। 

বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষ করে লিওনেল মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। বাবা মেসির সঙ্গে থিয়াগোকে প্রায়ই দেখা যায় মাঠে আসতে। গত মাসেই ইন্টার মায়ামির বয়সভিত্তিক অনূর্ধ্ব-১২ দলে যোগ দিয়েছিল থিয়াগো। এবার সেই দলে অভিষেকও হয়ে গিয়েছে। ওয়েস্টন এফসির বিপক্ষে ২-১ গোলের জয় পায় তার দল। সতীর্থদের সঙ্গে মেসির ছেলেকে দেখা গেছে গোল উদযাপন করতে। ‘ইন্টার মায়ামি সিএফ অ্যাকাডেমি’ তাদের টুইটার অ্যাকাউন্টে গতকাল ভিডিও আপলোড করে ক্যাপশন দিয়েছে, ‘ওয়েস্টন এফসির বিপক্ষে আমাদের মৌসুমের শুরুটা দারুণ হয়েছে।’ এই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে একজন টুইট করেন, ‘রাজার ছেলে।’ আরেকজনের টুইট, ‘গোট নতুন করে জন্মেছে।’ 

ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জিতেছে মায়ামি। লিগস কাপে মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচে শেষ মুহূর্তে ফ্রি কিকে গোল পেয়েছিলেন তিনি। আর মেজর লিগ সকারে (এমএলএস) প্রথম ম্যাচে নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে গোল করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। তার আগে বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতেও জিতেছেন তিনটা শিরোপা। বাবার মতো বড় মাপের ফুটবলার থিয়াগো হতে পারবে কি না, তা বলে দিতে পারবে সময়। অনেক সময় দেখা যায়, ক্যারিয়ারে সাফল্যের দিক থেকে বাবাকেও ছাড়িয়ে যান ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত