ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং ব্রট হাল্যান্ড—সময়ের সেরা তারকাদের পতন হয়েছে আগেই। এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে শ্রেষ্ঠত্বের মঞ্চ তাই ফুটবলারের চেয়ে ক্লাবকেন্দ্রিকই মনে হচ্ছে বেশি।
ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ দুই তারকা না থাকলেই বা কী; কার্লো আনচেলত্তি, পেপ গার্দিওলা, ইয়ুর্গেন ক্লপ, থমাস টুখেলদের মতো ‘হেভিওয়েট’ কোচেরা তো আছেন। তাঁদের শিষ্য করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনা, মোহামেদ সালাহ, সাদিও মানে, রোমেলু লুকাকু, এন’গোলো কান্তেরাই যে মাঠ কাঁপানোর জন্য যথেষ্ট!
ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে সফলতম দল রিয়াল। লিলের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে চেলসি।
শেষ আট নিশ্চিতের পরই গর্জন দিয়েছিলেন চেলসি কোচ টুখেল। বলেছিলেন, ‘কোয়ার্টার ফাইনালের আগে দলকে এমনভাবে প্রস্তুত করব, যাতে সবাই আমাদের বিপক্ষে খেলতে ভয় পায়।’ টুখেলের প্রচ্ছন্ন হুমকি সত্যি হলে আবার কপাল পুড়তে পারে রিয়ালের।
একটু আগে সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত উয়েফার সদর দপ্তরে হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। সেখানে রিয়াল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চেলসিকে। আগের মৌসুমে সেমিফাইনালে দেখা হয়েছিল দুই দলের। সেবার মাদ্রিদ পরাশক্তিদের ছিটকে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল চেলসি। পরে তো টুখেল-জাদুর কাছে অকেজো হয়ে পড়ে গার্দিওলার সিটিও। দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে লন্ডনের ক্লাবটিকে ইউরোপসেরার খেতাব এনে দেন টুখেল। সিটিজেনরা পেয়েছে মাদ্রিদেরই আরেক দল আতলেতিকোকে।
সে তুলনায় ২০১৯ ও ২০২০ সালের চ্যাম্পিয়ন লিভারপুল ও বায়ার্নের পথটা সহজ। তারা পেয়েছে এবারের আসরের সবচেয়ে বড় চমক জাগানো দুটি দলকে। লিভারপুলের প্রতিপক্ষ বেনফিকা, বায়ার্ন লড়বে ভিয়ারিয়ালের বিপক্ষে।
প্রথম লেগের ম্যাচগুলো হবে ৫ ও ৬ এপ্রিল। ফিরতি লেগ ১২ ও ১৩ এপ্রিল। সব কটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
কোয়ার্টার ফাইনাল
রিয়াল মাদ্রিদ-চেলসি
ম্যানচেস্টার সিটি-আতলেতিকো মাদ্রিদ
বায়ার্ন মিউনিখ-ভিয়ারিয়াল
লিভারপুল-বেনফিকা
সেমিফাইনাল (সম্ভাব্য)
রিয়াল মাদ্রিদ/চেলসি বনাম ম্যানচেস্টার সিটি/আতলেতিকো মাদ্রিদ
বায়ার্ন মিউনিখ/ভিয়ারিয়াল বনাম লিভারপুল/বেনফিকা
ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং ব্রট হাল্যান্ড—সময়ের সেরা তারকাদের পতন হয়েছে আগেই। এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে শ্রেষ্ঠত্বের মঞ্চ তাই ফুটবলারের চেয়ে ক্লাবকেন্দ্রিকই মনে হচ্ছে বেশি।
ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ দুই তারকা না থাকলেই বা কী; কার্লো আনচেলত্তি, পেপ গার্দিওলা, ইয়ুর্গেন ক্লপ, থমাস টুখেলদের মতো ‘হেভিওয়েট’ কোচেরা তো আছেন। তাঁদের শিষ্য করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনা, মোহামেদ সালাহ, সাদিও মানে, রোমেলু লুকাকু, এন’গোলো কান্তেরাই যে মাঠ কাঁপানোর জন্য যথেষ্ট!
ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে সফলতম দল রিয়াল। লিলের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে চেলসি।
শেষ আট নিশ্চিতের পরই গর্জন দিয়েছিলেন চেলসি কোচ টুখেল। বলেছিলেন, ‘কোয়ার্টার ফাইনালের আগে দলকে এমনভাবে প্রস্তুত করব, যাতে সবাই আমাদের বিপক্ষে খেলতে ভয় পায়।’ টুখেলের প্রচ্ছন্ন হুমকি সত্যি হলে আবার কপাল পুড়তে পারে রিয়ালের।
একটু আগে সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত উয়েফার সদর দপ্তরে হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। সেখানে রিয়াল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চেলসিকে। আগের মৌসুমে সেমিফাইনালে দেখা হয়েছিল দুই দলের। সেবার মাদ্রিদ পরাশক্তিদের ছিটকে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল চেলসি। পরে তো টুখেল-জাদুর কাছে অকেজো হয়ে পড়ে গার্দিওলার সিটিও। দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে লন্ডনের ক্লাবটিকে ইউরোপসেরার খেতাব এনে দেন টুখেল। সিটিজেনরা পেয়েছে মাদ্রিদেরই আরেক দল আতলেতিকোকে।
সে তুলনায় ২০১৯ ও ২০২০ সালের চ্যাম্পিয়ন লিভারপুল ও বায়ার্নের পথটা সহজ। তারা পেয়েছে এবারের আসরের সবচেয়ে বড় চমক জাগানো দুটি দলকে। লিভারপুলের প্রতিপক্ষ বেনফিকা, বায়ার্ন লড়বে ভিয়ারিয়ালের বিপক্ষে।
প্রথম লেগের ম্যাচগুলো হবে ৫ ও ৬ এপ্রিল। ফিরতি লেগ ১২ ও ১৩ এপ্রিল। সব কটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
কোয়ার্টার ফাইনাল
রিয়াল মাদ্রিদ-চেলসি
ম্যানচেস্টার সিটি-আতলেতিকো মাদ্রিদ
বায়ার্ন মিউনিখ-ভিয়ারিয়াল
লিভারপুল-বেনফিকা
সেমিফাইনাল (সম্ভাব্য)
রিয়াল মাদ্রিদ/চেলসি বনাম ম্যানচেস্টার সিটি/আতলেতিকো মাদ্রিদ
বায়ার্ন মিউনিখ/ভিয়ারিয়াল বনাম লিভারপুল/বেনফিকা
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
২ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৩ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৪ ঘণ্টা আগে